Primary TET Subject-wise Online Mock Test | প্রাইমারী টেট বিষয়ভিত্তিক অনলাইন মকটেস্ট – 10 | বিষয় – বাংলা ( বোধ পরীক্ষণ )
Primary TET Online Mock Test | প্রাইমারী টেট অনলাইন মকটেস্ট
Hello Students,
Jobguidee.com চাকরির পরীক্ষা প্রস্তুতির সেরা গাইড, আজ আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি Primary TET Online Mock Test | প্রাইমারী টেট অনলাইন মকটেস্ট প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় যেমন Railway Group D | PSC Clerkship | WBCS | SSC CHSL | SSC CGL | SSC MTS | WBP Abgari Constable | WBP SI | WBP Constable | ICDS Supervisor | Railway NTPC | IBPS | TET | Primary TET | RRB | PSC Miscellaneous ইত্যাদি পরীক্ষায় সাধারণ বিজ্ঞান, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, গণিত, ইংরেজি, ইতিহাস, জি আই, রিজনিং ইত্যাদি বিষয় থেকে অনেক প্রশ্ন আসে। আগত প্রাইমারী টেট পরীক্ষার কথা মাথায় রেখে তোমাদের জন্য নিয়ে এসেছি Primary TET Online Mock Test | প্রাইমারী টেট অনলাইন মকটেস্ট এর আয়োজন করেছি। নীচে Primary TET Online Mock Test | অনলাইন প্রাইমারী টেট মকটেস্ট টিতে অংশগ্রহণ করো। Primary TET Online Mock Test | প্রাইমারী টেট অনলাইন মকটেস্ট দাও এবং নিজেকে যাচাই করে নাও আর অবশ্যই কত পেলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও |
তাই আর দেরি না করে নীচে “Start The Mock“ বাটনে ক্লিক করে Primary TET Online Mock Test | প্রাইমারী টেট অনলাইন মকটেস্ট এ অংশগ্রহণ করো |
প্রাইমারী টেট বিষয়ভিত্তিক অনলাইন মকটেস্ট
আজকের বিষয় – বাংলা ( বোধ পরীক্ষণ )
প্রথমে নিচে দেওয়া অনুচ্ছেদ টা পড়ে তারপর নিচের মকটেস্টে অংশগ্রহণ করো :-
যোগমায়া ঠিক বুঝলেন না যে, লাবণ্য নিজের কাছ থেকে ছুটে গিয়ে এই গল্পের মধ্যে এ আশ্রয় নিয়েছে । সমস্ত দুপুরবেলা, খাওয়ার পর থেকেই, তার মনের মধ্যে একটা অভিন্ন অপেক্ষা ছিল । কখন আসবে অমিত । কেবলই মনে বলছে, এল বুঝি । বাইরে দমকা হাওয়ায় দৌরাত্ম্যে, পাইন গাছগুলো থেকে থেকে ছটফট করে আর দুর্দান্ত বৃষ্টিতে সদ্যোজাত বর্ণগুলো একটি ব্যতিব্যস্ত যেন তাদের মেয়াদের সময়টার সঙ্গে ঊর্ধ্বশ্বাসে তাদের পাল্লা চলেছে । লাবণ্যের মধ্যে একটা ইচ্ছে আজ অশান্ত হয়ে উঠল – যাক সব বাধা ভেঙে, সব দ্বিধা উড়ে, অমিতের দুই হাত আজ চেপে ধরে বলে উঠি, জন্ম-জন্মান্তরে আমি তোমার । আজ বলা সহজ । আজ সমস্ত অবকাশ যে মরিয়া হয়ে উঠল, হু হু কিরে কী-যে হেঁকে উঠেছে তার ঠিক নেই । তারই ভাষায় আজ বন-বনান্তর ভাষা পেয়েছে । বৃষ্টি ধারায় আবিষ্ট গিরিশৃঙ্গগুলো আকাশে কান পেতে দাঁড়িয়ে রইল ।
প্রশ্ন পিছু সময় ২৫ সেকেন্ড
Time’s Up
score:
Quiz Result
Total Questions:
Attempt:
Correct:
Wrong:
Percentage: