প্রাইমারী টেট 2023 প্রশ্নোত্তর | Primary Tet Previous Years Questions Answer

প্রাইমারী টেট 2023 প্রশ্নোত্তর | Primary Tet Previous Years Questions Answer

1. শিক্ষার্থীদের শিক্ষা দান করা হয় মোট কয়টি স্তরে?
(a) 4
(b) 9
(c) 5
(d) 8

উত্তর:- (a) 4

2. অজয় এবং বিজয়ের বয়সের অনুপাত 3:4 । 5 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 4:5 । বিজয়ের বর্তমান বয়স কত?
(a) 15 বছর
(b) 18 বছর
(c) 20 বছর
(d) 25 বছর

উত্তর:- (c) 20 বছর

3. নিন্মের মনস্তাত্ত্বিক দের মধ্যে কাকে চূড়ান্ত আচরণবাদী বলা হয়?
(a) জে বি ওয়াটসন
(b) স্কিনার
(c) ম্যাকডুগাল
(d) কোনটাই নয়

উত্তর:- (a) জে বি ওয়াটসন

4. 10 মিটার দৈর্ঘ্য ও 5 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার মাঠের পরিসীমা বরাবর বাইরের চারদিকে 2 মিটার চওড়া রাস্তা থাকলে, শুধুমাত্র রাস্তার ক্ষেত্রফল কত?
(a) 60 বর্গমিটার
(b) 76 বর্গমিটার
(c) 86 বর্গমিটার
(d) 56 বর্গমিটার

উত্তর:- (b) 76 বর্গমিটার

5. বায়ুমন্ডলে অক্সিজেনের পরিমান কত?
(a) 20.06%
(b) 24.94%
(c) 12.10%
(d) কোনটাই নয়

উত্তর:- (a) 20.06%

6. আধুনিক বাংলার সময় কাল বলতে কোন সময় কে বোঝায়?
(a) ১৬৯৫ খ্রিষ্টাব্দ থেকে বর্তমান সময়
(b) ১৮৬০ খ্রিষ্টাব্দ থেকে বর্তমান সময়
(c) ১৮০০ খ্রিষ্টাব্দ থেকে বর্তমান সময়
(d) ১৭০০ খ্রিষ্টাব্দ থেকে বর্তমান সময়

উত্তর:- (a) ১৬৯৫ খ্রিষ্টাব্দ থেকে বর্তমান সময়

7. আধুনিক অর্থে মনোবিজ্ঞান হলো?
(a) আচরণের বিজ্ঞান
(b) চেতনার বিজ্ঞান
(c) আত্মার বিজ্ঞান
(d) মনের বিজ্ঞান

উত্তর:- (a) আচরণের বিজ্ঞান

8. পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ। 4 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 5 গুন ছিল। বর্তমানে পিতা ও পুত্রের বয়স কত?
(a) 64, 16
(b) 60, 15
(c) 52, 13
(d) 48, 12

উত্তর:- (a) 64, 16

9. মনোবিদ্যা অধ্যায়নের নিজস্ব পদ্ধতি হলো?
(a) অন্তর্দর্শন
(b) পরীক্ষণ
(c) পর্যবেক্ষণ
(d) কোনটাই নয়

উত্তর:- (a) অন্তর্দর্শন

10. মনের কোন অংশটি সর্ববৃহৎ?
(a) চেতন মন
(b) অবচেতন মন
(c) প্রাক চেতন মন
(d) কোনটাই নয়

উত্তর:- (b) অবচেতন মন।