প্রাইমারী টেট প্রশ্নোত্তর MCQ | Primary TET Mock Test MCQ

প্রাইমারী টেট প্রশ্নোত্তর MCQ | Primary TET Mock Test MCQ

1. ‘বৃষ্টি’-পদ পরিবর্তন করুনঃ
(a) বর্ষিত
(b) বৃষ্টিত
(c) বিঘ্নিত
(d) বর্ষণমুখর

উত্তর:- (a) বর্ষিত

2. He does not believe ____ God.
(a) of
(b) for
(c) to
(d) on

উত্তর:- (d) on

3. কোনটি অর্জিত প্রেষনার অংশ নয়?
(a) খ্যাতি
(b) স্বীকৃতি
(c) যৌন প্রেষণা
(d) প্রভুত্বলাভ

উত্তর:- (c) যৌন প্রেষণা

4. “করমের যুগ এসেছে” কবিতাটি কার লেখা ?
(a) রবীন্দ্রনাথ ঠাকুর
(b) প্রেমেন্দ্র মিত্র
(c) বিমল চন্দ্র ঘোষ
(d) মুকুন্দ দাস

উত্তর:- (d) মুকুন্দ দাস

5. “ক্লাব অফ রোম” কত খ্রিস্টাব্দে গঠিত হয় ?
(a) 1966 সালে
(b) 1967 সালে
(c) 1968 সালে
(d) 1969 সালে

উত্তর:- (c) 1968 সালে

6. “নাপিত” শব্দের লিঙ্গান্তর করলে কি হবে ?
(a) নাপিতিনি
(b) নাপিত স্ত্রী
(c) মেয়ে নাপিত
(d) কোনটিই নয়

উত্তর:- (a) নাপিতিনি

7. He came ____ high family.
(a) from
(b) on
(c) under
(d) of

উত্তর:- (d) of

8. তিনটি সংখ্যার অনুপাত 2 : 3 : 67 এবং উহাদের ল.সা.গু. 252 হলে, গ.সা.গু. কত ?
(a) 3
(b) 6
(c) 7
(d) 4

উত্তর:- (b) 6

9. কোনটি সাবান শিল্পে ব্যবহৃত হয়?
(a) পেট্রোল
(b) কস্টিক সোডা
(c) ব্লিচিং পাউডার
(d) ইউরিয়া

উত্তর:- (b) কস্টিক সোডা

10. আকাশ থেকে পড়া- এর অর্থ কী?
(a) অপদার্থ
(b) ন্যাকামী
(c) অবাক হওয়া
(d) পড়ে যাওয়া

উত্তর:- (c) অবাক হওয়া।