Hello Students,
Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, edu.bengaliportal.com আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি Presidents of India and Their Tenure PDF. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে ভারতের রাষ্ট্রপতিগণ ও তাঁদের কার্যকাল | Presidents of India and Their Tenure PDF set টি যত্নসহকারে পড়ুন ও পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই ভারতের রাষ্ট্রপতিগণ ও তাঁদের কার্যকাল | Presidents of India and Their Tenure PDF টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।
🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘
[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]
ভারতের রাষ্ট্রপতিগণ ও তাঁদের কার্যকাল | Presidents of India and Their Tenure PDF
1. ডঃ রাজেন্দ্রপ্রসাদ(প্রথম রাষ্ট্রপতি) ———- 1950-1962
2. ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণ(দ্বিতীয় রাষ্ট্রপতি) ———- 1962-1967
3. ডঃ জাকির হোসেন (তৃতীয়)———- 1967 -1969
বরাহগিরি ভেঙ্কটগিরি(অস্থায়ী) ———- 1969
মহম্মদ হিদায়েতুল্লা(অস্থায়ী) ———- 1969
4. বরাহগিরি ভেঙ্কটগিরি(চতুর্থ) ———- 1969-1974
5. ফকরুদ্দিন আলী আহমেদ(পঞ্চম) ———- 1974-1977
8. বি.ডি জায়ি(অস্থায়ী) ———- 1977
6. নিলম সঞ্জীব রেড্ডি(ষষ্ঠ) ———- 1977-1982
7. জ্ঞানী জৈল সিং(সপ্তম) ———- 1982-1987
8. রামস্বামী ভেঙ্কটরমন(অষ্টম) ———- 1987-1992
9. ডঃ শঙ্করদয়াল শর্মা(নবম) ———- 1992-1997
10. কে.আর. নারায়ণন(দশম) ———- 1997-2002
11. এ.পি.জে আব্দুল কালাম(একাদশ) ———- 2002-2007
12. প্রতিভা প্যাটেল(দ্বাদশ) ———- 2007-2012
13. প্রণব মুখার্জি(ত্রয়োদশ) ———- 2012-2017
14. রামনাথ কোভিন্দ [Ramnath Kovind] (চতুর্দশ) ———- 2017- 2022
15. দ্রৌপদী মুর্মু (পঞ্চদশ) ———2022 — বর্তমান
“Presidents of India and Their Tenure PDF টি সম্পূর্ণ বিনামূল্যে Download করার জন্য নিচে দেওয়া লিংকে Click করুন”
File Details:-
File Name:- Presidents of India and Their Tenure PDF in Bengali [www.edu.bengaliportal.com]
File Format:- Pdf
Quality:- High
Size:- 3 Mb File
Location:- Google Drive
Download:- Click Here to Download
কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরঃ-
- লােকসভায় রাষ্ট্রপতি কতজন সদস্যকে নির্বাচিত করতে পারে ?
উওরঃ- ২ জন
- এস্টিমেট কমিটির সদস্যদের কাজের মেয়াদ কত দিন হয়ে থাকে ?
উওরঃ- ১ বছর
- লেখ ’ জারি করার ক্ষেত্রে কার ক্ষমতা ক্ষেত্র বেশি হয়ে থাকে ?
উওরঃ- হাই কোর্টের
- কোন ধারা বলে মহামান্য হাই কোর্ট লেখ ’ জারি করতে পারে ?
উওরঃ- সংবিধানের ২২৬ নং ধারা বলে
- কলকাতা কর্পোরেশন অ্যাক্ট কবে প্রথম রচিত হয়েছিল ?
উওরঃ- ১৯৫১ সালে
- কোলকাতা পুরসভার মেয়র – ইন – কাউন্সিল’ কার অধীনে কাজ করে থাকেন ?
উওরঃ- মেয়রের
- বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান কোন দেশের তা লেখো ?
উওরঃ- ভারতের
- ভারতীয় সংবিধানে প্রথমে ক’টি ধারা (Article) যোগ করা হয়েছিল ?
উওরঃ- ৩৯৫ টি
- ভারতের সংবিধান রচনার জন্য গণপরিষদে ক’টি কমিটি গঠিত হয়ে থাকে ?
উওরঃ- ১৩ টি
- ভারতীয় সংবিধানের খসড়া তৈরির প্রস্তাব প্রথম যে বৈঠকে গৃহীত হয়, ভারতীয় গণপরিষদের সেই বৈঠকে কে সভাপতিত্ব (Chairman) করে থাকেন ?
উওরঃ- ডঃ সচ্চিদানন্দ সিংহ (১৯৪৬ সালের ৯ ডিসেম্বর)
- ভারতীয় গণপরিষদে কবে সংবিধান গৃহীত হয়েছিল ?
উওরঃ- ১৯৪৯ সালের ২৬ নভেম্বর
- স্বাধীনতার পর ভারতের রাজ্যগুলিকে প্রশাসনিক কাজের সুবিধার জন্য কটি শ্রেণিতে ভাগ করা হয়েছিল ?
উওরঃ- ৪ টি
- ভারতে প্রথম নির্বাচনের আগে রাজ্যপাল শাসিত রাজ্যগুলি কোন গুলি ছিল ?
উওরঃ- পশ্চিমবঙ্গ, অসম, বিহার, বােম্বাই, মধ্য প্রদেশ, মাদ্রাজ, ওডিশা, পাঞ্জাব ও উত্তর প্রদেশ।
- কেন্দ্রীয় মন্ত্রিসভায় মন্ত্রী নিয়ােগের সর্বোচ্চ ক্ষমতা কার ওপর নস্ত হয় ?
উওরঃ- রাষ্ট্রপতির
- সাংবিধানিক পরিষদ কবে ভারতের জাতীয় সঙ্গীতের হিন্দি অনুবাদ সরকারিভাবে মেনে নিয়েছিল ?
উওরঃ- ১৯৫০ সালের ২৪ জানুয়ারি
- ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার জরুরি অবস্থার সময় কোন ধারা বলে মুলতুবি রাখা হয়ে থাকে ?
উওরঃ- ৩৫৯ নং ধারা
- সংবিধানের মৌলিক অধিকার সম্পর্কিত বিষয়টি কোন সংবিধানের প্রভাবে গৃহীত হয়েছিল ?
উওরঃ- আমেরিকার সংবিধান
- জাতীয় প্রতীকের ‘সত্যমেব জয়তে’ উপদেশমূলক কথাটি কোন শাস্ত্র থেকে নেওয়া হয়েছিল ?
উওরঃ- মুণ্ডক উপনিষদ থেকে
- সংবিধানের ‘প্রস্তাবনা ‘ কয়টি বার সংশােধন করা হয়েছে ?
উওরঃ- ১ বার
- সংবিধানের অংশ হিসাবে প্রস্তাবনাকে সুপ্রিম কোর্ট কোন মামলায় প্রথম স্বীকার করে নিয়েছে ?
উওরঃ- কেশবানন্দ ভারতী মামলায় (১৯৭৪)
- ভাষার ভিত্তিতে রাজ্য পুনগঠনের জন্য ১৯৪৮ সালে গঠিত কমিশনের প্রধান কে ছিল ?
উওরঃ- বিচারপতি এস.কে. ধর
- ১৯৫৩ সালে গঠিত রাজ্য পুনর্গঠন কমিটির প্রধান কে ছিল ?
উওরঃ- ফজল আলি
- নৃপতি শাসিত রাজ্যগুলির ভারতভুক্তির ক্ষেত্রে কোন দু’জন বিশিষ্ট ব্যক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল ?
উওরঃ- সর্দার বল্লভ ভাই প্যাটেল ও কে.পি. এস.মেনন
- ভারতের ১৪ তম লােকসভা কবে গঠিত হয়েছিল ?
উওরঃ- ২০০৪ সালের ১৭ মে 25 )
- সংবিধানের ‘রক্ষাকর্তা’ ও ‘অভিভাবক’ কাকে বলা হয়ে থাকে ?
উওরঃ- সুপ্রিম কোর্ট
- ১৯৬৬ সালে পাঞ্জাব ও হরিয়ানা রাজ্য দুটির সৃষ্টিকারী পাঞ্জাব পুনর্গঠন কমিশনের প্রধান কে ছিল ?
উওরঃ- বিচারপতি শাহ
- রাজ্যসভার সদস্যদের কারা নির্বাচন করে থাকেন ?
উওরঃ- রাজ্যের বিধানসভার সদস্যরা
- লােকসভায় অর্থ বিধেয়ক’ (Money Bill) উত্থাপন করার জন্য কার অনুমতির দরকার হয়ে থাকে ?
উওরঃ- রাষ্ট্রপতির
- ইউনিয়ন অঞ্চলগুলির প্রাত্যহিক শাসনব্যবস্থা কে পরিচালনা করে থাকেন ?
উওরঃ- রাষ্ট্রপতি
- সংসদের সদস্যরা সংবিধানের কোন ধারা মেনে শপথ নিয়ে থাকেন ?
উওরঃ- ৯৯ নং ধারা
- লােকসভা ও রাজ্যসভা কোন কোন বিষয়ে সমান ক্ষমতা ভােগ করে থাকে ?
উওরঃ- রাষ্ট্রপতিকে ‘ইমপিচ’ করা, উপরাষ্ট্রপতির নির্বাচন, ও সংবিধান সংশােধন করা।
- ভারতের ২৮ তম অঙ্গরাজ্য হিসেবে স্থান পেয়েছে কোন রাজ্যটি ?
উওরঃ- ঝাড়খণ্ড
-ঃআরও পড়ুনঃ–
🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here
🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here
🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here
🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here
🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here
🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here
🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here
🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here
🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here
🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here