100+ ভারতের রাষ্ট্রপতি সংক্রান্ত প্রশ্নোত্তর || President of India Important Questions Answers || pdf ||




Hello Students,


Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ আমরা নিয়ে এসেছি President of India Important Questions Answers pdf. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে ভারতের রাষ্ট্রপতি সংক্রান্ত প্রশ্নোত্তর || About President of India important questions and answers || Pdf. নিচে  Solved Question Paper practice set টি যত্নসহকারে পড়ুন ও পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই ভারতের রাষ্ট্রপতি সংক্রান্ত প্রশ্নোত্তর || About President of India important questions and answers || Pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।




🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘

[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]

ভারতের রাষ্ট্রপতি সংক্রান্ত প্রশ্নোত্তর || President of India Important Questions Answers || pdf

1.নিয়মতান্ত্রিক শাসক হিসাবে রাষ্ট্রপতির পদটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে?

❏ ব্রিটেন থেকে

2.কার অনুকরনে ভারতের রাষ্ট্রপতির পদটি সৃস্টি করা হয়েছে?

❏ ব্রিটেনের রানী

3.সংবিধানের কোন অধ্যায়ে রাষ্ট্রপতির পদটির উল্লেখ আছে?

❏ পঞ্চম অধ্যায়ে

4.ভারতের রাষ্ট্রপতিকে নির্বাচিত করে কে?

❏ একটি নির্বাচক সংস্থা

5.রাষ্ট্রপতির নির্বাচক সংস্থার ধারনা কোন দেশ থেকে নেওয়া হয়েছে?

❏ মার্কিন যুক্ত রাষ্ট্র

6.রাষ্ট্রপতির নির্বাচনের নির্বাচক সংস্থা কাদের নিয়ে গঠিত হয়?

❏ নির্বাচিত MP ও MLA দের নিয়ে

7.কারা রাষ্ট্রপতির নির্বাচনের নির্বাচক সংস্থার সদস্য নন?

❏ মনোনীত MP ও MLA গন

8.রাষ্ট্রপতি কার কাছে মনোনয়ন পত্র পেশ করেন?

❏ লোকসভার সচিবের কাছে

9.রাষ্ট্রপতির মনোনয়ন পত্র কতজন নির্বাচকের দ্বারা প্রস্তাবিত হতে হয়?

❏ 50 জন




10.রাষ্ট্রপতির মনোনয়ন পত্র কতজন নির্বাচকের দ্বারা সমর্থিত হতে হয়?

❏অপর 50জন

11.রাষ্ট্রপতি পদ প্রার্থীকে ন্যূনতম কতবছর বয়স্ক হতে হয়?

❏ 35বছর

12.রাষ্ট্রপতি পদ প্রার্থীকে কত টাকা জামানত হিসাবে রাখতে হয়?

❏ 15000 টাকা

13.কত শতাংশ ভোট না পেলে রাষ্ট্রপতি পদ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়?

❏ 1/6 অংশ

14.রাষ্ট্রপতির নির্বাচন পরিচালনা ও তত্ত্বাবধান করে কে?

❏ নির্বাচন কমিশন

15.রাষ্ট্রপতির নির্বাচনে কোন দুটি নীতি মেনে চলা হয়?

❏ সমানুপাতিক প্রতিনিধিত্ব ও একক হস্তান্তরযোগ্য ভোট পদ্ধতি

16.রাষ্ট্রপতির নির্বাচনে সমানুপাতিক প্রতিনিধিত্বের কোন পদ্ধতি মেনে চলা হয়?

❏ হেয়ার পদ্ধতি

17.রাষ্ট্রপতির নির্বাচনে ভোটদাতাকে কোন পছন্দ অবশ্যই জানাতে হয়?

❏ প্রথম পছন্দ

18.রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি কোন দেশ থেকে নেওয়া হয়েছে?

❏ আয়ারল্যান্ড থেকে

19.রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলীর ধারনা কোন দেশ থেকে নেওয়া হয়েছে?

❏ মার্কিন যুক্ত রাষ্ট্র

20.রাষ্ট্রপতির পদচ্যুতির ধারনা কোন দেশ থেকে নেওয়া হয়েছে?

❏ মার্কিন যুক্ত রাষ্ট্র

21.রাষ্ট্রপতির সেনাবাহিনীর সর্বাধিনায়কের ধারনা কোন দেশ থেকে নেওয়া হয়েছে?

❏ মার্কিন যুক্ত রাষ্ট্র

22.রাষ্ট্রপতি কর্তৃক রাজ্যসভায় সদস্য মনোনয়নের ক্ষমতা কোন দেশ থেকে নেওয়া হয়েছে?

❏ আয়ারল্যান্ড

23.রাষ্ট্রপতির নির্বাচন সংক্রান্ত বিরোধের মীমাংসা করে কে?

❏ সুপ্রীম কোর্ট

24.রাষ্ট্রপতি কত শতাংশ ভোট না পেলে জামানত বাজেয়াপ্ত হয়?

❏ একষষ্ঠাংশ বা 1/6অংশ

25.রাষ্ট্রপতি নির্বাচনের রিটার্নিং অফিসার কে?

❏ লোকসভা ও রাজ্যসভার মহাসচিব

26.রাষ্ট্রপতির নির্বাচনে প্রত্যেক ভোটদাতার কটি ভোট থাকে?

❏ যতজন প্রার্থী তত গুলি

27.দ্বিতীয় পছন্দের ভোটে প্রথম রাষ্ট্রপতি নির্বাচিত হন কে?

❏ V.V.গিরি (1969-চতুর্থ রাষ্ট্রপতি)

28.প্রথম কে অকংগ্রেসী দলের প্রার্থী হিসাবে রাষ্ট্রপতি নির্বাচিত হন?

❏ সঞ্জীব রেড্ডি (1977-ষষ্ঠ রাষ্ট্রপতি)

29.কোন রাষ্ট্রপতির নির্বাচনকে কেন্দ্র করে প্রথম সুপ্রীমকোর্টে মামলা হয়?

❏ ভি.ভি.গিরির নির্বাচনকে (1969-চতুর্থ নির্বাচন)

30.কোন রাষ্ট্রপতি পুন:নির্বাচিত/দুবার নির্বাচিত হন?

❏ রাজেন্দ্রপ্রসাদ (1952,1957)

31.রাষ্ট্রপতির পদ শূন্য হলে কতদিনের মধ্যে নির্বাচন করতে হয়?

❏ 6 মাসের মধ্যে (62নং ধারা)

32.প্রথম রাষ্ট্রপতির নির্বাচন কতসালে হয়?

❏ 1952 সালের 2রা মে.(পরিচালনা করে নির্বাচন কমিশন)

33.প্রথম অন্তর্বতী রাষ্ট্রপতির নির্বাচন কতসালে হয়?

❏ 1969 (জাকির হোসেনের মৃত্যুর পর)

34.ভারতে কতবার অন্তর্বতী রাষ্ট্রপতির নির্বাচন হয়?

❏ দুবার(1969,1977 তে F.A.আহমেদের মৃত্যুর পর)

35.ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে নিযুক্ত হন?

❏ প্রতিভা পাটিল (2007.১২তম)

36.কতজন রাষ্ট্রপতি কর্মরত অবস্থায় মারা যান?

❏ দুজন (জাকির হোসেন-1969,F.A.আহমেদ-1977)

37.ভারতে প্রথম অস্থায়ীভাবে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন কে?

❏ V.V.গিরি (1969 তেজাকির হোসেনের মৃত্যুর পর)

38.সুপ্রীমকোর্টের কোন প্রধানবিচারপতি অস্থায়ীভাবে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন কে?

❏ মহম্মদ হিদয়েতুল্লা (1969,V.V.গিরি রাষ্ট্রপতির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন বলে)

39.কতজন উপরাষ্ট্রপতি অস্থায়ীভাবে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন?

❏ দুজন (V.V.গিরি-1969,বি.ডি.জাত্তি-1977 তে)

40.রাষ্ট্রপতির অপসারন পদ্ধতির নাম কী?

❏ ইমপিচমেন্ট

41.কতনং ধারানুযায়ী রাষ্ট্রপতি অপসারিত হন?

❏ 61 নং

42.কতনং ধারানুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হবার কতদিনের মধ্যে মধ্যে নির্বাচন করতে হয়?

❏ 6 মাসের মধ্যে

43.রাষ্ট্রপতির অবর্তমানে তার দায়িত্ব পালন করেন?

❏ উপরাষ্ট্রপতি

44.কী কারনে/অভিযোগে রাষ্ট্রপতিকে অপসারন করা যায়?

❏ সংবিধান লঙ্ঘন




45.রাষ্ট্রপতি সংবিধান লঙ্ঘন করেছেন কিনা তা ঠিক করেন কে?

❏ সংশ্লিষ্ট কক্ষ

46.রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ উত্থাপনের কতদিন আগে নোটিশ দিতে হয়?

❏ 14 দিন

47.পার্লামেন্টের কোন কক্ষে রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করা যায়?

❏ যে কোন কক্ষে

48.রাষ্ট্রপতির বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ কত জন সদস্যের দ্বারা অনুমোদিত হতে হয়?

❏ দুই-তৃতীয়াংশ

49.রাষ্ট্রপতির অপসারনে কী মনোনীত সদস্যরা অংশ নিতে পারেন?

❏ পারেন

50.কোন রাষ্ট্রপতি প্রথম পার্লামেন্টের যৌথ অধিবেশন আহবান করেন?

❏ রাজেন্দ্র প্রসাদ (1961)

51.1962 সালে কোন রাষ্ট্রপতি জাতীয় জরুরী অবস্থা ঘোষনা করেছিলেন?

❏ রাধাকৃষ্ণান

52.1971 সালে কোন রাষ্ট্রপতি জাতীয় জরুরী অবস্থা ঘোষনা করেছিলেন?

❏ V.V.গিরি

53.1975 সালে কোন রাষ্ট্রপতি জাতীয় জরুরী অবস্থা ঘোষনা করেছিলেন?

❏ F.A.আহমেদ

54.জাতীয় জরুরী অবস্থা ঘোষনা প্রত্যাহার করেন কে?

❏ রাষ্ট্রপতি

55.কোন রাষ্ট্রপতি প্রথম ভারতরত্ন পান?

❏ রাজেন্দ্রপ্রসাদ(1962)

56.ভারতের দীর্ঘকালীন (12বছর) রাষ্ট্রপতি কে ছিলেন?

❏ রাজেন্দ্রপ্রসাদ (1950-62)

57.জাকির হোসেন(তৃতীয় রাষ্ট্রপতি) কতসালে ভারতরত্ন পান?

❏ 1963 (রাষ্ট্রপতি হবার আগে)

58.ভারতে কতজন রাষ্ট্রপতির নিজ অফিসে মৃত্যু হয়?

❏ দুজন (জাকির হোসেন ও F.A.আহমেদ)

59.প্রথম কোন রাষ্ট্রপতির নিজ অফিসে মৃত্যু হয়?

❏ জাকির হোসেন(1969)

60.ভারতের স্বল্পকালীন রাষ্ট্রপতি কে ছিলেন?

❏ জাকির হোসেন(67-69)

61.F.A.আহমেদের কত সালে নিজ অফিসে মৃত্যু হয়?

❏ 1977

62.ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি কে ছিলেন?

❏ জাকির হোসেন

63.কোন রাষ্ট্রপতির সময়ে ভারতের স্বাধীনতার 50 বছর (Golden Jubilee)পালিত হয়?

❏ শঙ্কর দয়াল শর্মা (প্রধানমন্ত্রী-I.K.গুজরাল,1997)

64.কোন রাষ্ট্রপতির সময়ে ভারতীয় প্রজাতন্ত্রের 50 বছর (Golden Jubilee)পালিত হয়?

❏ K.r. নারায়নন (প্রধানমন্ত্রী-বাজপেয়ী,2000)

65.কে প্রথম নির্দল প্রার্থী হিসাবে রাষ্ট্রপতি নির্বাচিত হন?

❏ ভি.ভি.গিরি (1969)

66.রবার স্ট্যাম্প রাষ্ট্রপতি কাকে বলা হয়?

❏ ভি.ভি.গিরি

67.কোন রাষ্ট্রপতির সময়ে প্রথম হ্যাং পার্লামেন্টের বিষয়টি দেখা যায়?

❏ সঞ্জীব রেড্ডি (1979 তে)

68.কতজন রাষ্ট্রপতি হ্যাং পার্লামেন্টের সম্মুখীন হন?

❏ চারজন (সঞ্জীব,ভেঙ্কটরামন,শঙ্করদয়াল,নারায়নন)

About President of India important questions and answers Pdf টি সম্পূর্ণ বিনামূল্যে Download করার জন্য নিচে দেওয়া লিংকে Click করুন”

File Details:-

File Name:- About President of India important questions and answers pdf in Bengali  [www.edu.bengaliportal.com]
File Format:- Pdf
Quality:- High
Size:-  3 Mb File
Location:- Google Drive

Download:- Click Here to Download

🔶 আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরঃ-

  1. ভারতের জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয় ?

উওরঃ- ভারতের জাতীয় কংগ্রেস ১৮৮৫ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়।

  1. জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন ?

উত্তরঃ- জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়।

  1. কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে কংগ্রেস কীভাবে শক্তিশালী হয় ?

উত্তরঃ- কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে ভারতসভা কংগ্রেসের সঙ্গে মিশে যাওয়ায় কংগ্রেস শক্তিশালী হয়।

  1. জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় বড়ােলাট কে ছিলেন ?

উত্তরঃ- জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার সময় বড়ােলাট ছিলেন লর্ড ডাফরিন।

  1. রাজনৈতিক ভিক্ষাবৃত্তি কী ?

উত্তরঃ- জাতীয় কংগ্রেসের প্রথম যুগের আবেদন-নিবেদন নীতি পরিচিত ছিল রাজনৈতিক ভিক্ষাবৃত্তি নামে।

  1. ভারতীয় কাউন্সিল আইন কবে পাশ হয় ?

উত্তরঃ- ভারতীয় কাউন্সিল আইন ১৮৯২ খ্রিস্টাব্দে পাশ হয়।

  1. কোন্ বছরে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয় ?

উত্তরঃ- ১৯১১ খ্রিস্টাব্দে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়।

  1. জাতীয় কংগ্রেসের দুজন নরমপন্থী নেতার নাম লেখাে।

উত্তরঃ- জাতীয় কংগ্রেসের দুজন নরমপন্থী নেতার নাম হল দাদাভাই নৌরজি ও সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।

  1. জাতীয় কংগ্রেসের তিনজন চরমপন্থী নেতার নাম লেখাে?

উত্তরঃ- জাতীয় কংগ্রেসের তিনজন চরমপন্থী নেতার নাম হল বাল গঙ্গাধর তিলক, লালা লাজপত রায় ও বিপিনচন্দ্র পাল।

  1. কোন অধিবেশনে জাতীয় কংগ্রেস দুভাগে বিভক্ত হয়ে যায় ?

উত্তরঃ- কংগ্রেসের সুরাট অধিবেশনে জাতীয় কংগ্রেস দুভাগে বিভক্ত হয়ে যায় ।

  1. ‘শের-ই-পাঞ্জাব’ বা ‘পাঞ্জাব কেশরী’ কাকে বলা হয় ?

উত্তরঃ- ‘শের-ই-পাব’ বা ‘পাঞ্জাব কেশরী’ বলা হয় লালা লাজপত রায়কে।

  1. ‘স্বরাজ আমার জন্মগত অধিকার, আমি তা অর্জন করবই’ – কার উক্তি ?

উত্তরঃ- স্বরাজ আমার জন্মগত অধিকার , আমি তা অর্জন করবই ’ – এটি বালগঙ্গাধর তিলকের উক্তি।

  1. বন্দেমাতরম ‘ পত্রিকা কে প্রকাশ করেন ?

উত্তরঃ- ‘ বন্দেমাতরম ‘ পত্রিকা অরবিন্দ ঘােষ প্রকাশ করেন ।

  1. ‘ইয়ং ইন্ডিয়া’ গ্রন্থের রচয়িতা কে ?

উত্তরঃ- ‘ইয়ং ইন্ডিয়া’ গ্রন্থের রচয়িতা হলেন লালা লাজপত রায়।

  1. লবঙ্গভঙ্গ কবে থেকে কার্যকরী হয় ?

উত্তরঃ- বঙ্গভঙ্গ ১৯০৫ খ্রিস্টাব্দের ১৬ ই অক্টোবর থেকে কার্যকরী হয় ।

  1. কোন্ গভর্নর জেনারেল বঙ্গভঙ্গের সিদ্ধান্ত নেন ?

উত্তরঃ- গভর্নর জেনারেল লর্ড কার্জন বঙ্গভঙ্গের সিদ্ধান্ত নেন ।

  1. অ্যান্টি সার্কুলার সােসাইটি কে গঠন করেন ?

উত্তরঃ- অ্যান্টি সার্কুলার সােসাইটি গঠন করেন শচীন্দ্রপ্রসাদ বসু ।

  1. ‘রাষ্ট্রগুরু’ আখ্যা কাকে দেওয়া হয়েছিল ?

উত্তরঃ- ‘রাষ্ট্রগুরু’ আখ্যা দেওয়া হয়েছিল সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে।

  1. বাংলার স্বদেশি আন্দোলনের একজন মুসলিম নেতার নাম লেখাে।

উত্তরঃ- বাংলার স্বদেশি আন্দোলনের একজন মুসলিম নেতা হলেন লিয়াকৎ হােসেন।

  1. কোন্ সালে বঙ্গভঙ্গ রদ করা হয় ?

উত্তরঃ- ১৯১১ খ্রিস্টাব্দের ১২ ই ডিসেম্বর বঙ্গভঙ্গ রদ করা হয়।

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘

-ঃআরও পড়ুনঃ–

🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here

🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here

🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here

🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here

🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here

🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here

🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here

🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴  ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here 

🔵🔴  দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here