প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের একাধিক শূন্যপদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যোগ্যতা অষ্টম থেকে স্নাতক। জুনিয়র লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এবং জুনিয়র পিওন পদে বেশ কিছু নিয়োগ করা হবে।
বয়সসীমা:-
আবেদনকারীর বয়সসীমা হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।
❒ প্রতিদিনের স্টাডি মেটেরিয়াল ও চাকরির খবর পেতে ফেসবুক পেজ ও টেলিগ্রামে যুক্ত হন:
বেতন:-
জুনিয়র লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট এবং টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট গ্রেড টু পদে বেতন ৩৫৮০০-৯২১০০ টাকা। এর সঙ্গে অন্য ভাতাও যুক্ত হবে। জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে লেভেল ৫ অনুযায়ী ২৭৫০০-৭০৬০০ টাকা, সঙ্গে অন্য ভাতা। জুনিয়র পিওন পদে লেভেন ১ অনুযায়ী ১৮৫০০-৪৭৬০০ টাকা, সঙ্গে অন্য ভাতা।
শূন্যপদের সংখ্যা:-
জুনিয়ার লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট ২৩, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট গ্রেড টু ৪, জুনিয়ার অ্যাসিস্ট্যান্ট ৭৮ এবং জুনিয়র পিওন ১৫ জন।
যোগ্যতা:-
জুনিয়র লাইব্রেরি অ্যাসিস্ট্যান্টের জন্য লাইব্রেরি সায়েন্সে ব্যাচেলর ডিগ্রি ছাড়াও ১ বছরের কাজের অভিজ্ঞতা এবং লাইব্রেরিয়ানশিপ ও লাইব্রেরি অটোমেশনের জ্ঞান থাকা জরুরি।
টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের জন্য বিএসসি কিংবা বিসিএ কিংবা ইঞ্জিয়ারিং-এ ডিপ্লোমা। এছাড়াও একবছরের কাজের অভিজ্ঞতা এবং কম্পিউটার সায়েন্সে এমসিএ কিংবা এমএসসি থাকতে হবে।
জুনিয় অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক কিংবা সমতুল পাশ হতে হবে। কম্পিউটারের সাধারণ জ্ঞান থাকা দরকার। জুনিয়র পিওনের ক্ষেত্রে অষ্টম শ্রেণি পাশ এবং একবছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ইংরেজি লিখতে ও পড়তে হবে।
আবেদন পদ্ধতি:-
আবেদনের শেষ তারিখ – ২০২২-এর ১৯ অগাস্ট পর্যন্ত অনলাইনে আবেদনের সময় পাওয়া যাবে। https://presiuniv.ac.in/web/universitystaff/login.php -এ ক্লিক করতে হবে।