Preparation of soap:
প্রয়োজনীয় উপকরণ : –
(১) লােহার কড়াই
(২) খুন্তি
(৩) গােলমুখ হাতা
(৪) কাঠের ডাইস
(৫) কাচের পাত্র
(৬) কষ্টিক সােডা ২০০ গ্রাম
(৭) মােষের চর্বি ৯০০ গ্রাম
(৮) বাদাম তেল ২২০ গ্রাম
(৯) ক্যাস্টর অয়েল ৬০ গ্রাম
প্রস্তুত প্রণালী :
প্রথমে কাচের পাত্রে ১ লিটার জলে কষ্টিক
সােডা গুলে রাখতে হবে । এরপর উনুনে কড়াই
বসিয়ে তার ভিতর বাদাম তেল , চর্বি , ক্যাষ্টর
অয়েল ঢেলে দিয়ে জাল দিয়ে গলাতে হবে ।
এগুলাে গলে গেলে ধীরে ধীরে কস্টিক সােডার
দ্রবণকে ঢেলে দিয়ে খুন্তি দিয়ে নাড়তে হবে –
আর দেখতে হবে যাতে তলায় ধরে না যায় ।
সেই সময় আর একটু জল দিতে হবে । গরম
হতে হতে কড়া থেকে সাবান তুলে হাতে লাগিয়ে
দেখতে হবে । যদি তা হাতে লেগে পড়ে না যায় ,
তাহলে বুঝতে হবে সাবান তৈরী হয়ে গেছে ।
সাবান তৈরী হলে তা নামিয়ে ছাঁচে ঢেলে দিতে
হবে এবং ঠান্ডা হয়ে গেলে বের করে এনে
প্রয়ােজনমত প্যাকিং করা যেতে পারে ।
সেই সঙ্গে বলা যায়-
গায়ে মাখা সাবান তৈরীর পদ্ধতিও একই , শুধু
উপকণের মধ্যে মহুয়া , নারকেল , রেড়ি ,
জলপাই প্রভৃতি মিশ্রণ দেওয়া হয় ।