ভারতের ইতিহাস প্রাগৈতিহাসিক যুগ | Pre History Age of India MCQ
1. প্রাক্-ইতিহাসের প্রথম ব্যাখ্যা দেন—
(a) ম্যাথু আর্নল্ড
(b) জন লুবক
(c) টি.এস.এলিয়ট
(d) হারবাট মার্কিউজ
উত্তর:- (b) জন লুবক
2. ‘প্রাক্-ইতিহাস’ শব্দটিকে একটি ভ্রান্ত শব্দ বলে আখ্যায়িত করেছেন—
(a) ড্যানিয়েল উইলসন
(b) এম সি বার্কিট
(c) ডেভিড ব্রুনো
(d) পল তুর্নাল
উত্তর:- (b) এম সি বার্কিট
3. সৃষ্টির আদিলগ্নে মানুষ—
(a) লােহার হাতিয়ার ব্যবহার করত
(b) তামার হাতিয়ার ব্যবহার করত
(c) ব্রোঞ্জের হাতিয়ার ব্যবহার করত
(d) পাথরের হাতিয়ার ব্যবহার করত
উত্তর:- (d) পাথরের হাতিয়ার ব্যবহার করত
4. কুমােরের চাকা আবিষ্কৃত হয়েছিল—
(a) প্রাচীন প্রস্তর যুগে
(b) মধ্য প্রস্তর যুগে
(c) নব্য প্রস্তর যুগে
(d) তাম্র-ব্রোঞ্জ যুগে
উত্তর:- (c) নব্য প্রস্তর যুগে
5. ডাইনােসর জাতীয় বৃহদাকার প্রাণীর আবির্ভাব ঘটেছিল—
(a) প্রায়-ঐতিহাসিক যুগে
(b) আধুনিক যুগে
(c) প্রাগৈতিহাসিক যুগে
(d) ঐতিহাসিক যুগে
উত্তর:- (c) প্রাগৈতিহাসিক যুগে
6. কিসের উপর ভিত্তি করে প্রস্তর যুগকে তিন ভাগে ভাগ করা হয়?
(a) আগুনের ব্যবহার
(b) শস্য উৎপাদন
(c) ভাষার ব্যবহার
(d) যন্ত্রপাতির ব্যবহার
উত্তর:- (d) যন্ত্রপাতির ব্যবহার
7. প্রাচীন প্রস্তর যুগের বেশিরভাগ অস্ত্র কি দিয়ে তৈরী হয়?
(a) কোয়ার্টজাইট
(b) কার্নেলিয়ান
(c) অ্যাগেট
(d) স্টিটাইট
উত্তর:- (a) কোয়ার্টজাইট
8. ‘মেগালিথ’ শব্দটি কোন সময়ের সাথে যুক্ত?
(a) মধ্য প্রস্তর যুগ
(b) নব্য প্রস্তর যুগ
(c) তাম্রপ্রস্তর যুগ
(d) লৌহ যুগ
উত্তর:- (b) নব্য প্রস্তর যুগ
9. ভারতবর্ষে যে লিপির প্রথম পাঠোদ্ধার করা সম্ভব হয়েছে, তা হল—
(a) অ্যারামাইক লিপি
(b) ব্রাহ্মী লিপি
(c) দেবনাগরী
(d) তামিল লিপি
উত্তর:- (b) ব্রাহ্মী লিপি
10. ইতিহাস রচনার মূলভিত্তি হল—
(a) অর্থনৈতিক উপাদান
(b) সামাজিক উপাদান
(c) অলিখিত উপাদান
(d) লিখিত উপাদান
উত্তর:- (d) লিখিত উপাদান।