জনসংখ্যা সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর | Population Questions and Answers in Bengali

Hello Students,


Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি Population Questions and Answers in Bengali || জনসংখ্যা সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে জনসংখ্যা সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর | Population Questions and Answers in Bengali ||. নিচে  Solved Question Paper practice set টি যত্নসহকারে পড়ুন ও পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই জনসংখ্যা সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর | Population Questions and Answers in Bengali || এটি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘



[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]

জনসংখ্যা সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর | Population Questions and Answers in Bengali

  1. জনসংখ্যা কাকে বলে ?

উত্তরঃ- কোনো একটি নির্দিষ্ট অঞ্চলে একটি নির্দিষ্ট সময়ে বসবাসকারী লোকসংখ্যাকে জনসংখ্যা বলে।

  1. পৃথিবীর সর্বাধিক জনবহুল মহাদেশ কোন্‌টি ?

উত্তরঃ- এশিয়া পৃথিবীর সর্বাধিক জনবহুল মহাদেশ।

  1. পৃথিবীর মোট জনসংখ্যার কত শতাংশ এশিয়া মহাদেশে বসবাস করে ?

উত্তরঃ- পৃথিবীর মোট জনসংখ্যার প্রায় ৬০ শতাংশের বেশি লোক এশিয়ায় বাস করে।

  1. বিশ্বের দ্বিতীয় জনবহুল মহাদেশ কোন্‌টি ?

উত্তরঃ- বিশ্বের দ্বিতীয় জনবহুল মহাদেশটি হল আফ্রিকা।

  1. ভারতের কোন্ রাজ্যে লোকসংখ্যার পরিমাণ সবচেয়ে বেশি ?

উত্তরঃ- ভারতের উত্তরপ্রদেশে লোকসংখ্যার পরিমাণ সবচেয়ে বেশি।

  1. বিশ্বের সর্বাধিক জনবহুল দেশ কোন্‌টি ?

উত্তরঃ- বিশ্বের সর্বাধিক জনবহুল দেশটি হল চিন।

  1. বিশ্বের সর্বাধিক জনবহুল অঞ্চল কোন্‌টি ?

উত্তরঃ- বিশ্বের সর্বাধিক জনবহুল অঞ্চলটি হল দক্ষিণ-পূর্ব এশিয়া।

  1. জনসংখ্যা বৃদ্ধির হার কোন্ মহাদেশে সর্বাধিক ?

উত্তরঃ- আফ্রিকা মহাদেশে জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক (২.৮ %)।

  1. কোন্ মহাদেশে জনসংখ্যার পরিমাণ সবচেয়ে কম ?

উত্তরঃ- ওশিয়ানিয়া মহাদেশে জনসংখ্যার পরিমাণ সবচেয়ে কম।

  1. বিশ্বের সবচেয়ে জনঘনত্বপূর্ণ দেশ কোন্‌টি ?

উত্তরঃ- বিশ্বের সবচেয়ে জনঘনত্বপূর্ণ দেশটির নাম বাংলাদেশ (প্রতি বর্গ কিমি – তে ৮৯৭ জন)।

  1. পৃথিবীর সর্বাধিক জনঘনত্বপূর্ণ অঞ্চল কোন্‌টি ?

উত্তরঃ- পৃথিবীর সর্বাধিক জনঘনত্বপূর্ণ অঞ্চলটি হল পূর্ব এশিয়া।

  1. পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ অঞ্চলের দুটি দেশের নাম লেখো।

উত্তরঃ- পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ অঞ্চলের দুটি দেশ হল চিন ও জাপান।

  1. পৃথিবীর বর্তমান জনঘনত্ব কত ?

উত্তরঃ- পৃথিবীর বর্তমান জনঘনত্ব প্রতি বর্গ কিমি – তে ৪০ জন।

  1. জনসংখ্যার ঘনত্ব বলতে কী বোঝায় ?

উত্তরঃ- কোনো দেশ বা অঞ্চলে বসবাসকারী মোট জনসংখ্যা এবং ওই দেশ বা অঞ্চলের মোট জমির আয়তনের অনুপাতই হল জনসংখ্যার ঘনত্ব।

  1. কার্যকরী জমি কাকে বলে ?

উত্তরঃ- যেসব জমি থেকে মানুষ সম্পদ সৃষ্টি করতে পারে বা মানুষের প্রয়োজনে ব্যবহৃত হয়, সেই জমিকে কার্যকরী জমি বলে।

  1. মানুষ-জমি অনুপাত (Man-Land Ratio) কাকে বলে ?

উত্তরঃ- কোনো দেশের কার্যকরী জমির সঙ্গে সেই দেশের মোট জনসংখ্যার যে অনুপাত, সেই অনুপাতকে মানুষ জমি অনুপাত বলে।

  1. কাম্য জনসংখ্যা (Optimum Population) কাকে বলে ?

উত্তরঃ- কোনো দেশের জনসংখ্যার পরিমাণ যদি সেই দেশের কার্যকরী জমির অনুপাতে গড়ে ওঠে, সেই জনসংখ্যাকে কাম্য জনসংখ্যা বলে।

  1. দক্ষিণ-পূর্ব এশিয়ার দুটি ঘনবসতিপূর্ণ অঞ্চলের নাম লেখো।

উত্তরঃ- দক্ষিণ-পূর্ব এশিয়ার দুটি ঘনবসতিপূর্ণ অঞ্চল হল (i) ভারতের গাঙ্গেয় সমভূমি এবং (ii) চিনের ইয়াং-সিকিয়াং অববাহিকা।

  1. ইউরোপের দুটি ঘনবসতিপূর্ণ অঞ্চলের নাম লেখো।

উত্তরঃ- ইউরোপের দুটি ঘনবসতিপূর্ণ অঞ্চল হল (i) রাইন নদীর নিম্ন-অববাহিকা এবং (ii) ইটালির পো নদীর অববাহিকা।

  1. মরু অঞ্চল মূলত কী কারণে জনবিরল হয় ?

উত্তরঃ- মরু অঞ্চল জনবিরল হওয়ার মূল কারণ হল জলাভাব।

  1. শীতল মেরু অঞ্চল কী কী কারণে জনবিরল হয় ?

উত্তরঃ- শীতল মেরু অঞ্চল জনবিরল হওয়ার মূল কারণগুলি হল— (১) দীর্ঘস্থায়ী তুহিনযুক্ত দিন, (২) প্রত্যক্ষ সূর্যালোকের অভাব এবং (৩) দীর্ঘস্থায়ী একটানা রাত্রি।

  1. জনবিস্ফোরণ কাকে বলে ?

উত্তরঃ- জন্মহার অপেক্ষা মৃত্যুহার হঠাৎ দ্রুত কমতে থাকলে যে অবস্থার সৃষ্টি হয় তাকেই জনবিষ্ফোরণ বলে।

  1. স্থির জনসংখ্যা বা জনসংখ্যার স্থিতাবস্থা বা জনসংখ্যার শূন্য বৃদ্ধি কাকে বলে ?

উত্তরঃ- কোনো দেশে জনসংখ্যা বৃদ্ধির হার যদি ১ শতাংশের কম হয়, তখন সেই অবস্থাকে স্থির জনসংখ্যা বা জনসংখ্যার স্থিতাবস্থা বা জনসংখ্যার শূন্য বৃদ্ধি বলে।

  1. জনসংখ্যার ঋণাত্মক বৃদ্ধি হার কী ?

উত্তরঃ- কোনো দেশে জনসংখ্যা বৃদ্ধির হার যদি প্রতি হাজারে ১ জনের কম হয়, তখন সেই অবস্থাকে জনসংখ্যার ঋণাত্মক বৃদ্ধি হার বলে।

  1. বর্তমানে পৃথিবীতে প্রতি বছর কী পরিমাণ জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে ?

উত্তরঃ- বর্তমানে পৃথিবীতে প্রতি বছর প্রায় ৬৫০ লক্ষ জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

  1. পৃথিবীর মোট জনসংখ্যার আনুমানিক কত শতাংশ মানুষ অনুন্নত ও উন্নয়নশীল দেশে বসবাস করে ?

উত্তরঃ- পৃথিবীর মোট জনসংখ্যার প্রায় ৮০ % মানুষ অনুন্নত ও উন্নয়নশীল দেশে বসবাস করে।

  1. ভারতের কোন্ রাজ্যে সাক্ষরতার হার সবচেয়ে বেশি ?

উত্তরঃ- ভারতের কেরালা রাজ্যে সাক্ষরতার হার সবচেয়ে বেশি (৯০.৯২ %)।

  1. ভারতের কোন রাজ্যে সাক্ষরতার হার সবচেয়ে কম ?

উত্তরঃ- ভারতের বিহার রাজ্যে সাক্ষরতার হার সবচেয়ে কম (৪৭.৫৩ %)।

  1. ভারতে প্রথম আদমশুমারি কত সালে অনুষ্ঠিত হয় ?

উত্তরঃ- ভারতে প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় ১৮৭২ সালে।

  1. বিশ্বের সবচেয়ে জনবিরল দেশ কোন্‌টি ?

উত্তরঃ- বিশ্বের সবচেয়ে জনবিরল দেশটি হল অস্ট্রেলিয়া।

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘



-ঃআরও পড়ুনঃ–

🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here

🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here

🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here

🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here

🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here

🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here

🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here

🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴  ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here 

🔵🔴  দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।