কোনাে দেশের অর্থনৈতিক উন্নতিতে জনসংখ্যা (population) বৃদ্ধির প্রভাব খুবই তৎপর্যপূর্ণ। কারণ দেশের মােট সম্পদের পরিমাণের তুলনায় জনসংখ্যার পরিমাণ বেশি হলে দেশের অর্থনৈতিক উন্নয়ন অত্যন্ত ধীর গতিতে সম্পন্ন হয়। অন্যদিকে, দেশের মােট সম্পদের তুলনায় জনসংখ্যার পরিমাণ কম হলেও অর্থনৈতিক উন্নয়ন ব্যাহত হয়। দেশের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে জনসংখ্যা বৃদ্ধির সুফল এবং কুফল উভয়ই লক্ষ করা যায়।
অর্থনৈতিক উন্নতিতে জনসংখ্যা বৃদ্ধির প্রভাব (Impact of population growth on economic development):-
জনসংখ্যা বৃদ্ধির সুফল (The evils of population growth):- যেসব দেশে মােট প্রাকৃতিক সম্পদের অনুপাতে জনসংখ্যার পরিমাণ কম, সেসব দেশে জনসংখ্যা বৃদ্ধি পেলে অর্থনৈতিক উন্নতি ঘটে। যেমন-
(১) কৃষিজমির ব্যবহার বৃদ্ধিঃ- জনসংখ্যার অভাবে দেশে বহু জমি পতিত বা অব্যবহৃত অবস্থায় পড়ে থাকে । ফলে ওইসব জমি কৃষিজ সম্পদ উৎপাদনের উপযােগী হলেও সম্পদ উৎপাদনে এগুলি ব্যবহৃত হতে পারে না। অস্ট্রেলিয়ায় এই সমস্যা বিশেষভাবে দেখা যায়। কিন্তু এইসব ক্ষেত্রে জনসংখ্যার পরিমাণ বৃদ্ধি পেলে পতিত জমি সম্পদ উৎপাদনের কাজে সঠিকভাবে ব্যবহার করা যাবে।
(২) খনিজ সম্পদের পরিমাণ বৃদ্ধিঃ- যেসব দেশে মাটির তলায় প্রচুর পরিমাণে খনিজ দ্রব্য আছে অথচ জনসংখ্যার অভাবে সেগুলি উত্তোলিত হয় না, সেসব দেশে জনসংখ্যা বৃদ্ধি পেলে প্রয়ােজনের তাগিদে খনিজ সম্পদ উত্তোলনের পরিমাণ বৃদ্ধি পাবে।
(৩) শিল্লোল্পতিঃ- শিল্পোন্নতিতে শ্রমিকের ভূমিকা উল্লেখযােগ্য। সুতরাং, কম জনসংখ্যাযুক্ত দেশে শ্রমিকের অভাবে শিল্পোন্নতি ঘটে না। এই কারণে জনসংখ্যা বৃদ্ধি পেলে শ্রমিকের জোগান বৃদ্ধি পাবে এবং শিল্পোন্নতি ঘটবে।
জনসংখ্যা বৃদ্ধির কুফল (The evils of population growth):-
দেশের সম্পদের তুলনায় জনসংখ্যার পরিমাণ বেশি হলে বিভিন্ন অর্থনৈতিক ও সামাজিক সমস্যার সৃষ্টি হয়। যেমন-
(১) দারিদ্র্য বৃদ্ধি পায় ও সম্পদের তুলনায় জনসংখ্যা বেশি হলে মাথাপিছু আয়ের পরিমাণ কম হয়। ফলে দেশে দারিদ্র্য বৃদ্ধি পায়।
(২) সুষ্ঠু অর্থনৈতিক উন্নয়নে বাধাঃ- দেশে দারিদ্র্যের পরিমাণ বৃদ্ধি পেলে সঞ্চয়ের পরিমাণ কম হয়। ফলে মূলধনের জোগান কম বলে উন্নয়ন খাতে ব্যয় কম হয়। স্বাভাবিকভাবেই অর্থনৈতিক উন্নয়ন সুষ্ঠুভাবে সম্পন্ন হয় না।
(৩) বৈদেশিক ঋণের পরিমাণ বৃদ্ধিঃ- জনসংখ্যা বৃদ্ধির ফলে খাদ্য ও ভােগ্যপণ্যের সংকট সৃষ্টি হয়। এর ফলে বিদেশ থেকে খাদ্যশস্য ও ভােগ্যপণ্য আমদানি করতে বৈদেশিক ঋণ করতে হয়।
(৪) সার্বভৌমত্ব সুরক্ষিত থাকে নাঃ- অত্যধিক জনসংখ্যার চাপে বৈদেশিক ঋণের পরিমাণ ক্রমশ বৃদ্ধি পেলে ধীরে ধীরে দেশের সার্বভৌমত্ব নষ্ট হতে থাকে।
-ঃআরও পড়ুনঃ-
🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here
🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here
🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here
🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here
🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here
🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here
🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here
🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here
🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here
🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here