Hello Students,
Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি Political Science Questions and Answers. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে রাষ্ট্রবিজ্ঞান গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর | Political Science Questions and Answers ||. নিচে Solved Question Paper practice set টি যত্নসহকারে পড়ুন ও পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই রাষ্ট্রবিজ্ঞান গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর | Political Science Questions and Answers || এটি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।
🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘
[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]
রাষ্ট্রবিজ্ঞান গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর | Political Science Questions and Answers
- সাধারণ জনশিক্ষা কমিটি কবে গঠিত হয়?
উত্তর :- 1823 খ্রিস্টাব্দে
- হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন?
উত্তর :- গিরিশচন্দ্র ঘোষ।
- কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য কে ছিলেন?
উত্তর :- লর্ড ক্যানিং।
- চাইবাসার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল?
উত্তর :- ইংরেজদের সাথে কোলদের।
- খুৎকাঠি প্রথার অর্থ কি?
উত্তর :- জমির যৌথ মালিকানা।
- ভারতে কবে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে?
উত্তর :- 1858 খ্রিস্টাব্দে।
- ভারতমাতা চিত্রটি কে অংকন করেন?
উত্তর :- অবনীন্দ্রনাথ ঠাকুর।
- বর্তমান ভারত গ্রন্থটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল?
উত্তর :- উদ্বোধন পত্রিকা।
- বাংলার গুটেনবার্গ কাকে বলা হয়?
উত্তর :- চার্লস উইলকিন্স।
- ভারতে হাফটোন প্রিন্টিং পদ্ধতি কে প্রবর্তন করেন?
উত্তর :- উপেন্দ্রকিশোর রায়চৌধুরী।
- নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর :- 1920 খ্রিস্টাব্দে।
- ”Peasants movement in India” গ্রন্থটি কার লেখা?
উত্তর :- ডি.এন ধনাগারে।
- মিরাট ষড়যন্ত্র মামলা কবে শুরু হয়?
উত্তর :- 1929 খ্রিস্টাব্দে।
- নারী কর্ম মন্দির কে প্রতিষ্ঠা করেন?
উত্তর :- উর্মিলা দেবী।
- কোন আন্দোলনের সময় তিলক স্বরাজ তহবিল গঠন করা হয়েছিল?
উত্তর :- অহিংস অসহযোগ আন্দোলন।
- সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি কবে প্রকাশিত হয়?
উত্তর :- 1932 খ্রিস্টাব্দে।
- স্বতন্ত্র ভাষা ভিত্তিক অঙ্গরাজ্য অন্ধ্রপ্রদেশ কবে গঠিত হয়?
উত্তর :- 1953 খ্রিষ্টাব্দে।
- কে দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন?
উত্তর :- সর্দার বল্লভ ভাই প্যাটেল।
- ”বামাবোধিনী” পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন?
উত্তর :- উমেশচন্দ্র দত্ত।
- নীল কমিশন কবে গঠিত হয়েছিল?
উত্তর :- 1860 খ্রিস্টাব্দে।
- A Nation in Making গ্রন্থটি কার লেখা?
উত্তর :- সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।
- ফরওয়ার্ড ব্লক দল কে কবে গঠন করেন?
উত্তর :- 1939 খ্রিস্টাব্দে, সুভাষচন্দ্র বসু।
- কোন বিশ্ববিদ্যালয় কে ”গোলদিঘির গোলামখানা ” বলা হতো ?
উত্তর :- কলকাতা বিশ্ববিদ্যালয়কে।
- গোয়া কত সালে ভারতের অন্তর্ভুক্ত হয়?
উত্তর :- 1961 খ্রিস্টাব্দে।
- নীল বিদ্রোহের দুজন নেতার নাম লেখ।
উত্তর :- দিগম্বর বিশ্বাস ও বিষ্ণুচরন বিশ্বাস।
- ভারত সভা কে কবে গঠন করেন?
উত্তর :- 1876 খ্রিস্টাব্দে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।
- হিন্দু মেলা কে কবে প্রতিষ্ঠা করেন?
উত্তর :- 1867 খ্রিস্টাব্দে, নবগোপাল মিত্র।
- কার্লাইল সার্কুলার জারি করার প্রধান উদ্দেশ্য কি ছিল?
উত্তর :- বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন থেকে ছাত্রদের দূরে সরিয়ে রাখা।
- বঙ্গদর্শন পত্রিকাটি কে কবে প্রথম প্রকাশ করেন?
উত্তর :- 1872 খ্রিস্টাব্দে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
- পাঞ্জাবের উট চালকদের গানকে কি বলে?
উত্তর :- টপ্পা গান।
- ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ম্যাগনাকার্টা কাকে বলা হয়?
উত্তর :- 1854 খ্রিস্টাব্দের উডের ডেসপ্যাচ কে।
- ”হুতোম প্যাঁচার নকশা” গ্রন্থটি কে রচনা করেন?
উত্তর :- কালীপ্রসন্ন সিংহ।
- প্রথম ভারতীয় মহিলা ডাক্তার কে ছিলেন?
উত্তর :- কাদম্বিনী গাঙ্গুলী।
- অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেন?
উত্তর :- হেনরী লুই ভিভিয়ান ডিরোজিও।
- সতীদাহ প্রথা রদ হয়েছিল কোন আইনের দ্বারা?
উত্তর :- 17 নম্বর রেগুলেশন।
- ভারতবর্ষীয় ব্রাহ্মসমাজ কে প্রতিষ্ঠা করেন?
উত্তর :- কেশব চন্দ্র সেন (১৮৬৬ খ্রিস্টাব্দে)
- ”মেদিনীপুরের লক্ষীবাঈ” কাকে বলা হয়?
উত্তর :- রানী শিরোমণি কে।
- রংপুর বিদ্রোহের প্রধান নেতা কে ছিলেন?
উত্তর :- নুরুলউদ্দিন।
- জমিদার সভার সভাপতি কে ছিলেন?
উত্তর :- রাধাকান্ত দেব।
- আধুনিক ভারতীয় জাতীয়তাবাদী ব্যঙ্গচিত্রের জনক কাকে বলা হয়?
উত্তর :- গগনেন্দ্রনাথ ঠাকুর।
- ইলবার্ট বিলের বিপক্ষে গড়ে ওঠা সংগঠন টির নাম কি?
উত্তর :- প্রতিরক্ষা সভা/ডিফেন্স অ্যাসোসিয়েশন।
- বসু বিজ্ঞান মন্দির কে কবে প্রতিষ্ঠা করেন?
উত্তর :- আচার্য জগদীশচন্দ্র বসু 1917 খ্রিস্টাব্দে।
- ”লাঙ্গল” পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উত্তর :- কাজী নজরুল ইসলাম।
- দিপালী সংঘ কে কবে প্রতিষ্ঠা করেন?
উত্তর :- লীলা নাগ, 1923 খ্রিস্টাব্দে।
- রশিদ আলী দিবস কবে পালন করা হয়?
উত্তর :- 1946 খ্রিস্টাব্দের 12 ফেব্রুয়ারি।
- রাজ্য পুনর্গঠন কমিশন কবে গঠিত হয়?
উত্তর :- 1953 খ্রিস্টাব্দে।
- স্বাধীন ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্যটির নাম কি?
উত্তর :- অন্ধ্রপ্রদেশ।
- বারদৌলি সত্যাগ্রহ আন্দোলনের প্রধান নেতা কে ছিলেন?
উত্তর :- সর্দার বল্লভ ভাই প্যাটেল।
- মহারানীর ঘোষণাপত্র কবে প্রকাশিত হয়?
উত্তর :- 1858 খ্রিস্টাব্দে 1লা নভেম্বর।
- দুদুমিয়া কোন আন্দোলনের নেতা ছিলেন?
উত্তর :- ফরাজি আন্দোলনে।
Also Read:- Daily Current Affairs in Bengali
Also Read:- Daily Current Affairs in English
🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘
🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here
🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here
🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here
🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here
🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here
🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here
🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here
🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here
🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here
🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here
🔵🔴 দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।