রাষ্ট্রবিজ্ঞান গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর || Political science important questions and answers pdf ||

Hello Students,


Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি Political science important questions and answers pdf. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে রাষ্ট্রবিজ্ঞান গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর || Political science important questions and answers pdf || Pdf. নিচে  Solved Question Paper practice set টি যত্নসহকারে পড়ুন ও পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই রাষ্ট্রবিজ্ঞান গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর || Political science important questions and answers pdf || Pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।



🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘

[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]

রাষ্ট্রবিজ্ঞান গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর || Political science important questions and answers pdf ||

প্রশ্ন : – গণপরিষদের প্রথম সভাপতি কে ?

উত্তর : – গণপরিষদের প্রথম সভাপতি ছিলেন ডঃ রাজেন্দ্র প্রসাদ।

প্রশ্ন : – ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন ?

উত্তর : – ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং।

প্রশ্ন : – ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন ?

উত্তর : – ভারতের শেষ ভাইসরয় ছিলেন লর্ড মাউন্টব্যাটন।

প্রশ্ন : – ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন ?

উত্তর :- ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক।

প্রশ্ন : – ভারতের শেষ গভর্নর ছিলেন ?

উত্তর : – ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন চক্রবর্তী রাজাগোপাল আচারী।

প্রশ্ন : – কোন আইন বলে স্বাধীন ভারতের সংবিধান রচিত হয়েছে ?

উত্তর : – ভারতীয় স্বাধীনতা আইন (১৯৪৭) -এর বলে স্বাধীন ভারতের সংবিধান রচিত হয়েছে।

প্রশ্ন : – ভারতের সংবিধান রচনার মুসাবিদা কমিটির চেয়ারম্যান কে ছিলেন ?

উত্তর : – ভারতের সংবিধান রচনার মুসাবিদা কমিটির চেয়ারম্যান ছিলেন ডঃ বি.আর.আম্বেদকর।

প্রশ্ন : – ভারতের সংবিধান রচনায় কার ভূমিকা ছিল ?

উত্তর : – ভারতের সংবিধান রচনায় মূখ্য ভুমিকা ছিল ডঃ বি.আর.আম্বেদকর -এর।

প্রশ্ন : – ভারতের জাতীয় সঙ্গীত কে রচন করেন ?

উত্তর : – ভারতের জাতীয় সঙ্গীত রচন করেন রবীন্দ্রনাথ ঠাকুর।

প্রশ্ন : – স্বাধীন ভারতের সংবিধান কবে থেকে কার্যকর হয় ?

উত্তর : – ১৯৫০ খ্রিস্টাব্দের ২৬ শে জানুয়ারী থেকে স্বাধীন ভারতের সংবিধান কার্যকর হয়। ভারত এইদিন একটি প্রজাতন্ত্র রাষ্ট্র রূপে ঘোষিত হয়।

প্রশ্ন : – স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন ?

উত্তর : – স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্টব্যাটেন।

প্রশ্ন : – স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ?

উত্তর : – স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি হলেন ডঃ রাজেন্দ্রপ্রসাদ।

প্রশ্ন : – স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে হন ?

উত্তর : – স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী হন পন্ডিত জওহরলাল নেহরু।

প্রশ্ন : – কত বছর বয়সে ভারতীয় নাগরিক ভোটদানের অধিকারী হন ?

উত্তর : – ১৮ বছর বয়সে ভারতীয় নাগরিক ভোটদানের অধিকারী হন।

প্রশ্ন : – রাজ্যসভায় কে সভাপতিত্ব করেন ?

উত্তর : – ভারতের উপরাষ্ট্রপতি পদাধিকারবলে রাজ্যসভায় সভাপতিত্ব করেন।

প্রশ্ন : – লর্ড মাউন্টব্যাটেনের পর কে ভারতের গভর্নর জেনারেল হয়েছিলেন ?

উত্তর : – লর্ড মাউন্টব্যাটেনের পর চক্রবর্তী রাজাগোপাল আচারী ভারতের গভর্নর জেনারেল হয়েছিলেন।

প্রশ্ন : – ভারতীয় যুক্তরাষ্ট্রে বর্তমানে অঙ্গরাজ্য আছে ?

উত্তর : – ভারতীয় যুক্তরাষ্ট্রে। অঙ্গরাজ্য আছে।

প্রশ্ন : – ভারতের প্রধানমন্ত্রী কার দ্বারা নিযুক্ত হন ?

উত্তর : – ভারতের রাষ্ট্রপতি লোকসভায় সংখ্যাগরিষ্ঠ সদস্যদের আস্থাভাজন ব্যক্তিকে প্রধানমন্ত্রী পদে নিযুক্ত করেন।

প্রশ্ন : – ভারতবর্ষের সর্বোচ্চ বিচারালয়ের নাম কী ?

উত্তর : – ভারতবর্ষের সর্বোচ্চ বিচারালয়ের নাম সুপ্রিমকোর্ট।

প্রশ্ন : – সুপ্রিমকোর্টের প্রধান বিচাপতি কার দ্বারা নির্বাচিত হন ?

উত্তর : – সুপ্রিমকোর্টের প্রধান বিচাপতি ভারতের রাষ্ট্রপতি দ্বারা নির্বাচিত হন।

প্রশ্ন : – ভারতীয় সামরিক বাহিনীত্রয়ের সর্বাধিনায়ক কে ?

উত্তর : – ভারতীয় সামরিক বাহিনীত্রয়ের সর্বাধিনায়ক হলেন ভারতের রাষ্ট্রপতি।

প্রশ্ন : – কোন বিশেষ ধরণের বিলকে রাষ্ট্রপতি পুনর্বিবেচনার জন্য সংসদে ফেরত পাঠাতে পারেন না ?

উত্তর : – অর্থ বিলকে রাষ্ট্রপতি পুনর্বিবেচনার জন্য সংসদে ফেরত পাঠাতে পারেন না।

প্রশ্ন : – ভারতের উপরাষ্ট্রপতি কীভাবে নির্বাচিত হন ?

উত্তর : – ভারতীয় সংসদের উভয় কক্ষের যুক্ত অধিবেশনে ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচিত হন।

প্রশ্ন : – স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতির নাম কী ?

উত্তর : – স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতির নাম হল ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণণ।

প্রশ্ন : – ভারতীয় সংসদের উচ্চকক্ষের নাম কী ?

উত্তর : – ভারতীয় সংসদের উচ্চকক্ষের নাম হল রাজ্যসভা।

প্রশ্ন : – ভারতীয় সংসদের নিম্নকক্ষের নাম ?

উত্তর : – ভারতীয় সংসদের নিম্নকক্ষের নাম হল লোকসভা।

প্রশ্ন : – ভারতীয় সংসদের রাজ্যসভার সদস্য হতে হলে সর্বনিম্ন বয়স কত হওয়া প্রয়োজন ?

উত্তর : – ভারতীয় সংসদের রাজ্যসভার সদস্য হতে হলে সর্বনিম্ন বয়স ৩০ বছর হওয়া প্রয়োজন।

প্রশ্ন : – রাজ্যসভার চেয়ারম্যান কাকে কারা হয় ?

উত্তর : – ভারতের উপরাষ্ট্রপতিকে রাজ্যসভার চেয়ারম্যান কারা হয়।

প্রশ্ন : – রাজ্যসভার অধিবেশনে কে সভাপতিত্ব করেন ?

উত্তর : – রাজ্যসভার অধিবেশনে সভাপতিত্ব করেন ভারতের উপরাষ্ট্রপতি।

প্রশ্ন : – ভারতীয় সংসদের উচ্চকক্ষে কে সভাপতিত্ব করেন ?

উত্তর : – ভারতের উপরাষ্ট্রপতি পদাধিকারবলে ভারতীয় সংসদের উচ্চকক্ষে সভাপতিত্ব করেন।

প্রশ্ন : – কোন বিল শুধুমাত্র লোকসভায় আনা যায়, রাজ্যসভায় আনা যায় না ?

উত্তর : – অর্থ বিল শুধুমাত্র লোকসভায় আনা যায়, রাজ্যসভায় আনা যায় না।

প্রশ্ন : – ভারতীয় সংবিধানে লোকসভার মেয়াদ – সাধারণত কত বছর ?

উত্তর : – ভারতীয় সংবিধানে সাধারণত ৫ বছর।

প্রশ্ন : – রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের সদস্যদের কে নির্বাচিত করেন ?

উত্তর : – রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের সদস্যদের নির্বাচিত করেন রাজ্যপাল।

প্রশ্ন : – ভারতের সাম্প্রতিক দলীয় ব্যবস্থার যে কোন একটি গুরুত্বপূর্ণ প্রবণতা উল্লেখ করুন ?

উত্তর : – ভারতের সাম্প্রতিক দলীয় ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ প্রবণতা হল জোট রাজনীতি।

প্রশ্ন : – লোকসভার প্রার্থী পদের সর্বনিম্ন বয়স কত ?

উত্তর : – লোকসভার প্রার্থী পদের সর্বনিম্ন বয়স ২৫ বছর।

প্রশ্ন : – কারা লোকসভার স্পিকার নির্বাচন করেন ?



উত্তর : – লোকসভার নির্বাচিত সদস্যরা লোকসভার স্পিকার নির্বাচন করেন।

  1. ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন ?

উত্তর:- ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং।

  1. ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন ?

উত্তর:- ভারতের শেষ ভাইসরয় ছিলেন লর্ড মাউন্টব্যাটন।

  1. ভারতের প্রথম গভর্নর-জেনারেল কে ছিলেন ?

উত্তর:- ভারতের প্রথম গভর্নর-জেনারেল ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক।

  1. ভারতের শেষ গভর্নর-জেনারেল কে ছিলেন ?

উত্তর:- ভারতের শেষ গভর্নর-জেনারেল ছিলেন চক্রবর্তী রাজাগোপাল আচারী।

  1. কোন আইন বলে স্বাধীন ভারতের সংবিধান রচিত হয়েছে ?

উত্তর:- ভারতীয় স্বাধীনতা আইন (১৯৪৭) -এর বলে স্বাধীন ভারতের সংবিধান রচিত হয়েছে।

  1. ভারতের সংবিধান রচনার মুসাবিদা কমিটির চেয়ারম্যান কে ছিলেন ?

উত্তর:- ভারতের সংবিধান রচনার মুসাবিদা কমিটির চেয়ারম্যান ছিলেন ডঃ বি.আর.আম্বেদকর।

  1. ভারতের সংবিধান রচনায় মূখ্য ভুমিকা কার ছিল ?

উত্তর:- ভারতের সংবিধান রচনায় মূখ্য ভুমিকা ছিল ডঃ বি.আর.আম্বেদকর -এর।

  1. ভারতের জাতীয় সঙ্গীত কে রচন করেন ?

উত্তর:- ভারতের জাতীয় সঙ্গীত রচন করেন রবীন্দ্রনাথ ঠাকুর।

  1. স্বাধীন ভারতের সংবিধান কবে থেকে কার্যকর হয় ?

উত্তর:- ১৯৫০ খ্রিস্টাব্দের ২৬শে জানুয়ারী থেকে স্বাধীন ভারতের সংবিধান কার্যকর হয়। ভারত এইদিন একটি প্রজাতন্ত্র রাষ্ট্র রূপে ঘোষিত হয়।

  1. স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন ?

উত্তর:- স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্টব্যাটেন।

  1. স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ?

উত্তর:- স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি হলেন ডঃ রাজেন্দ্রপ্রসাদ।

  1. স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে হন?

উত্তর:- স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী হন পন্ডিত জওহরলাল নেহরু।

  1. কত বছর বয়সে ভারতীয় নাগরিক ভোটদানের অধিকারী হন ?

উত্তর:- ১৮ বছর বয়সে ভারতীয় নাগরিক ভোটদানের অধিকারী হন।

  1. রাজ্যসভায় কে সভাপতিত্ব করেন ?

উত্তর:- ভারতের উপরাষ্ট্রপতি পদাধিকারবলে রাজ্যসভায় সভাপতিত্ব করেন।

  1. লর্ড মাউন্টব্যাটেনেরপর কে ভারতের গভর্নর জেনারেল হয়েছিলেন ?

উত্তর:- লর্ড মাউন্টব্যাটেনেরপর চক্রবর্তী রাজাগোপাল আচারী ভারতের গভর্নর জেনারেল হয়েছিলেন।

  1. ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন ?

উত্তর:- ভারতের শেষ ভাইসরয় ছিলেন লর্ড মাউন্টব্যাটন।

  1. ভারতের প্রথম গভর্নর-জেনারেল কে ছিলেন ?

উত্তর:- ভারতের প্রথম গভর্নর-জেনারেল ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক।

  1. ভারতের শেষ গভর্নর-জেনারেল কে ছিলেন ?

উত্তর:- ভারতের শেষ গভর্নর-জেনারেল ছিলেন চক্রবর্তী রাজাগোপাল আচারী।

  1. কোন আইন বলে স্বাধীন ভারতের সংবিধান রচিত হয়েছে ?

উত্তর:- ভারতীয় স্বাধীনতা আইন (১৯৪৭) -এর বলে স্বাধীন ভারতের সংবিধান রচিত হয়েছে।

  1. ভারতের সংবিধান রচনার মুসাবিদা কমিটির চেয়ারম্যান কে ছিলেন ?

উত্তর:- ভারতের সংবিধান রচনার মুসাবিদা কমিটির চেয়ারম্যান ছিলেন ডঃ বি.আর.আম্বেদকর।

  1. ভারতের  সংবিধান রচনায় মূখ্য ভুমিকা কার ছিল ?

উত্তর:- ভারতের  সংবিধান রচনায় মূখ্য ভুমিকা ছিল ডঃ বি.আর.আম্বেদকর -এর।

  1. ভারতের জাতীয় সঙ্গীত কে রচন করেন ?

উত্তর:- ভারতের জাতীয় সঙ্গীত রচন করেন রবীন্দ্রনাথ ঠাকুর।

  1. স্বাধীন ভারতের সংবিধান কবে থেকে কার্যকর হয় ?

উত্তর:-  ১৯৫০ খ্রিস্টাব্দের ২৬শে জানুয়ারী থেকে স্বাধীন ভারতের সংবিধান কার্যকর হয় । ভারত এইদিন একটি প্রজাতন্ত্র রাষ্ট্র রূপে ঘোষিত হয়।

24. স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন ?

উত্তর:- স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্টব্যাটেন।

  1. স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ?

উত্তর:- স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি হলেন ডঃ রাজেন্দ্রপ্রসাদ।

  1. স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে হন ?

উত্তর:- স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী হন পন্ডিত জওহরলাল নেহরু।

  1. কত বছর বয়সে ভারতীয় নাগরিক ভোটদানের অধিকারী হন ?

উত্তর:- ১৮ বছর বয়সে ভারতীয় নাগরিক ভোটদানের অধিকারী হন।

  1. রাজ্যসভায় কে সভাপতিত্ব করেন ?

উত্তর- ভারতের উপরাষ্ট্রপতি পদাধিকার বলে রাজ্যসভায় সভাপতিত্ব করেন।

  1. লর্ড মাউন্টব্যাটেনের পর কে ভারতের গভর্নর জেনারেল হয়েছিলেন ? 

উত্তর:- লর্ড মাউন্টব্যাটেনের পর চক্রবর্তী রাজাগোপাল আচারী ভারতের গভর্নর জেনারেল হয়েছিলেন।

  1. ভারতীয় যুক্তরাষ্ট্রে বর্তমানে কয়টি অঙ্গরাজ্য আছে ?

উত্তর:- ভারতীয় যুক্তরাষ্ট্রে বর্তমানে ২৮টি অঙ্গরাজ্য আছে।

  1. ভারতের প্রদেশগুলির রাজ্যপাল কে নিযুক্ত করেন ?

উত্তর:- ভারতের প্রদেশগুলির রাজ্যপাল নিযুক্ত করেন রাষ্ট্রপতি।

  1. ভারতের প্রধানমন্ত্রী কার দ্বারা নিযুক্ত হন ?

উত্তর:- ভারতের রাষ্ট্রপতি লোকসভায় সংখ্যাগরিষ্ঠ সদস্যদের আস্থাভাজন ব্যক্তিকে প্রধানমন্ত্রী পদে নিযুক্ত করেন।

  1. ভারতবর্ষের সর্বোচ্চ বিচারালয়ের নাম কী ?

উত্তর:- ভারতবর্ষের সর্বোচ্চ বিচারালয়ের নাম সুপ্রিমকোর্ট।

  1. সুপ্রিমকোর্টের প্রধান বিচাপতি কার দ্বারা নির্বাচিত হন ?

উত্তর:- সুপ্রিমকোর্টের প্রধান বিচাপতি ভারতের রাষ্ট্রপতি দ্বারা নির্বাচিত হন।

  1. ভারতীয় সামরিক বাহিনীত্রয়ের সর্বাধিনায়ক কে ?

উত্তর:- ভারতীয় সামরিক বাহিনীত্রয়ের সর্বাধিনায়ক হলেন ভারতের রাষ্ট্রপতি।

  1. কোন বিশেষ ধরণের বিলকে রাষ্ট্রপতি পুনর্বিবেচনার জন্য সংসদে ফেরত পাঠাতে পারেন না ?

উত্তর:- অর্থ বিলকে রাষ্ট্রপতি পুনর্বিবেচনার জন্য সংসদে ফেরত পাঠাতে পারেন না।

  1. ভারতের উপরাষ্ট্রপতি কীভাবে নির্বাচিত হন ?

উত্তর:- ভারতীয় সংসদের উভয় কক্ষের যুক্ত অধিবেশনে ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচিত হন।

  1. স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতির নাম কী ?

উত্তর:- স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতির নাম হল ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণণ।

  1. ভারতের কেন্দ্রীয় সরকারে ক’ধরণের মন্ত্রী দেখা যায় ?

উত্তর:- ভারতের কেন্দ্রীয় সরকারে তিন ধরণের মন্ত্রী দেখা যায়—(১) ক্যাবিনেট মন্ত্রী  (২) রাষ্ট্রমন্ত্রী  (৩) উপমন্ত্রী।

  1. ভারতীয় সংসদের উচ্চকক্ষের নাম কী ?

উত্তর:- ভারতীয় সংসদের উচ্চকক্ষের নাম হল রাজ্যসভা।

  1. ভারতীয় সংসদের নিম্নকক্ষের নাম ?

উত্তর:- ভারতীয় সংসদের নিম্নকক্ষের নাম হল লোকসভা।

  1. ভারতীয় সংসদের রাজ্যসভার সদস্য হতে হলে সর্বনিম্ন বয়স কত হওয়া প্রয়োজন ?

উত্তর:- ভারতীয় সংসদের রাজ্যসভার সদস্য হতে হলে সর্বনিম্ন বয়স ৩০ বছর হওয়া প্রয়োজন।

  1. রাজ্যসভার চেয়ারম্যান কাকে কারা হয় ?

উত্তর:- ভারতের উপরাষ্ট্রপতিকে রাজ্য সভার চেয়ারম্যান কারা হয়।

  1. রাজ্যসভার অধিবেশনে কে সভাপতিত্ব করেন ?

উত্তর:- রাজ্যসভার অধিবেশনে সভাপতিত্ব করেন ভারতের উপরাষ্ট্রপতি ।

  1. ভারতীয় সংসদের উচ্চকক্ষে কে সভাপতিত্ব করেন ?

উত্তর:- ভারতের উপরাষ্ট্রপতি পদাধিকার বলে ভারতীয় সংসদের উচ্চকক্ষে সভাপতিত্ব করেন।

  1. কোন বিল শুধুমাত্র লোকসভায় আনা যায়, রাজ্যসভায় আনা যায় না ? 

উত্তর:- অর্থ বিল শুধুমাত্র লোকসভায় আনা যায়, রাজ্যসভায় আনা যায় না।

  1. ভারতীয় সংবিধানে লোকসভার মেয়াদ সাধারণত কত বছর ?

উত্তর:- ভারতীয় সংবিধানে লোকসভার মেয়াদ সাধারণত ৫ বছর।

  1. রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের সদস্যদের কে নির্বাচিত করেন ?

উত্তর:- রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের সদস্যদের নির্বাচিত করেন রাজ্যপাল।

  1. ভারতের সাম্প্রতিক দলীয় ব্যবস্থার যে কোন একটি গুরুত্বপূর্ণ প্রবণতা উল্লেখ করুন ? 

উত্তর:- ভারতের সাম্প্রতিক দলীয় ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ প্রবণতা হল জোট রাজনীতি।

  1. লোকসভার প্রার্থী পদের সর্বনিম্ন বয়স কত ?

উত্তর:- লোকসভার প্রার্থী পদের সর্বনিম্ন বয়স ২৫ বছর।

Political science important questions and answers Pdf টি সম্পূর্ণ বিনামূল্যে Download করার জন্য নিচে দেওয়া লিংকে Click করুন”

File Details:-

File Name:- Political science important questions and answers pdf in Bengali  [www.edu.bengaliportal.com]
File Format:- Pdf
Quality:- High
Size:-  3 Mb File
Location:- Google Drive

Download:- Click Here to Download



-ঃআরও পড়ুনঃ–

🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here

🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here

🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here

🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here

🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here

🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here

🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here

🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴  ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here 

🔵🔴  দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here