Hello Students,
Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি Political Science Important Question Answer. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে রাষ্ট্রবিজ্ঞান গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর Political Science Important Question Answer ||. নিচে Solved Question Paper practice set টি যত্নসহকারে পড়ুন ও পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই রাষ্ট্রবিজ্ঞান গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর Political Science Important Question Answer || এটি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।
🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘
[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]
রাষ্ট্রবিজ্ঞান গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর Political Science Important Question Answer
- গ্রীক দার্শনিকরা কোন শব্দ দ্বারা রাষ্ট্রকে বোঝাতেন ?
উঃ পোলিশ (Polis)।
- রোমানরা রাষ্ট্রকে কোন শব্দ দ্বারা বোঝাতেন ?
উঃ সিভিটাস (Civitas)।
- ‘পোলিস’ বা ‘সিভিটাস’ কী ধরণের রাষ্ট্র ?
উঃ মূলত নগররাষ্ট্র।
- রাষ্ট্রকে ‘স্ট্যাটাস’ বলে কারা অভিহিত করেছেন ?
উঃ টিউটনরা।
- ‘দ্য প্রিন্স’ গ্রন্থটি কার ?
উঃ নিকোলো মেকিয়াভেলির।
- ষোড়শ শতাব্দীর কোন চিন্তাবিদ তাঁর গ্রন্থে ‘রাষ্ট্র’ পরিভাষাটি প্রথম ব্যবহার করেন ?
উঃ নিকোলো মেকিয়াভেলি।
- ডেভিড ইস্টনের দেওয়া তথ্যানুযায়ী রাষ্ট্রের কতগুলি সংজ্ঞা আছে ?
উঃ ১৪৫ টি।
৪. রাষ্ট্রের আইনমূলক সংজ্ঞা দিয়েছেন এমন একজন রাষ্ট্রবিজ্ঞানীর নাম লেখো।
উঃ উড্রো উইলসন।
- কার রচনায় রাষ্ট্রকে পৃথিবীতে ঈশ্বরের পদচারণা বলে বর্ণনা করা হয়েছে ?
উঃ হেগেল।
- আচরণবাদীরা রাষ্ট্রকে ‘রাষ্ট্র’ – এর বদলে কী বলতে চান ?
উঃ রাজনৈতিক ব্যবস্থা।
- মার্কসবাদীরা রাষ্ট্রকে কী বলে অভিহিত করেছেন ?
উঃ শ্রেণী শোষণের হাতিয়ার।
- কোন রাষ্ট্রবিজ্ঞানীর সংজ্ঞাকে রাষ্ট্রের অধিকতর গ্রহণযোগ্য সংজ্ঞা বলে বিবেচনা করা হয় ?
উঃ অধ্যাপক গার্নার – এর সংজ্ঞাকে।
- গার্নারের সংজ্ঞায় রাষ্ট্রের ক – টি বৈশিষ্ট্যের সন্ধান পাওয়া যায় ?
উঃ ৪ টি প্রধান বৈশিষ্ট্য।
- রাষ্ট্রের উপাদানগুলির কোনটিকে রাষ্ট্রের ‘মস্তিষ্ক’ বলা হয় ?
উঃ সরকারকে।
- রাষ্ট্রের উপাদানগুলির কোনটিকে রাষ্ট্রের প্রাণ বলা হয় ?
উঃ সার্বভৌমিকতাকে।
- অন্যান্য সংঘ ‘রাষ্ট্র’ নয় কেন ?
উঃ অন্যান্য সঙ্ঘের সার্বভৌমিকতা নেই, তাই।
- ‘আমিই রাষ্ট্র’ – উক্তিটি কার ?
উঃ ফরাসি সম্রাট চতুর্দশ লুই – এর।
- রাষ্ট্র ও সরকার কি অভিন্ন ?
উঃ না, রাষ্ট্র ও সরকার স্বতন্ত্র।
- রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে সবচেয়ে প্রাচীন মতবাদ কোনটি ?
উঃ ঐশ্বরিক মতবাদ।
- হব্সের লেখা গ্রন্থের নাম কী ?
উঃ লেভিয়াথান।
- ‘সোশ্যাল কনট্রাক্ট’ গ্রন্থটির লেখক কে ?
উঃ জ্যঁ জ্যাক রুশো।
- লক রচিত গ্রন্থের নাম কী ?
উঃ টু ট্রিটিজেস অন সিভিল গভর্মেন্ট (১৬৯০)।
- লক ক – টি চুক্তির কথা বলেছেন ?
উঃ ২ ২ টি।
- চরম রাজতন্ত্রের সমর্থক কে ছিলেন ?
উঃ টমাস হবস।
- ওপেনহাইমার কোন তত্ত্বের সমর্থক ছিলেন ?
উঃ বলপ্রয়োগ তত্ত্বের।
- ‘সাধারণ ইচ্ছা m’ – তত্ত্বের প্রবক্তা কে ?
উঃ জ্যঁ জ্যাক রুশো।
- জনগণের সার্বভৌমিকতার কথা কে প্রচার করেন ?
উঃ জ্যঁ জ্যাক রুশো।
- সেন্ট অগাস্টিন কোন তত্ত্বের প্রচারক ছিলেন ?
উঃ রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কিত ঐশ্বরিক তত্ত্বের।
- কারা রাষ্ট্রের ক্ষুদ্রত্বকে ‘পাপের প্রতীক’ বলে বর্ণনা করেছেন ?
উঃ আদর্শবাদী জার্মান দার্শনিকরা (নিৎসে, ট্রিটস)।
- হস কোন সার্বভৌমিকতার ধারণার জন্ম দিয়েছিলেন ?
উঃ আইনসঙ্গত সার্বভৌমিকতার ধারণা।
- বাৰ্ক কোন মতবাদকে ‘অরাজকতার সারসংক্ষেপ বলেছেন ?
উঃ সামাজিক চুক্তি মতবাদকে।
- “রাষ্ট্র হল মানবসমাজের বিরামহীন ক্রমবিকাশের ফল” – কে বলেছেন ?
উঃ বার্জেস।
- প্রাকৃতিক অবস্থায় মানুষের জীবন কিভাবে চালিত হত ?
উঃ প্রাকৃতিক আইন দ্বারা।
- হস এবং রুশোর মতে প্রাকৃতিক অবস্থায় শাসক ও শাসিতের মধ্যে ক’টি চুক্তি হয়েছিল ?
উঃ ১ টি।
- ঐশ্বরিক তত্ত্বের অবসানের জন্য কোন তত্ত্ব দায়ী ?
উঃ সামাজিক চুক্তি তত্ত্ব।
- ‘Might is Right’ কোন তত্ত্বের সারকথা ?
উঃ বলপ্রয়োগ তত্ত্বের।
- ‘Man is born free , but everywhere he is in chains’ – কার উক্তি ?
উঃ জ্যঁ জ্যাক রুশোর উক্তি।
- ভারতের কোন গ্রন্থে ঐশ্বরিক উৎপত্তিবাদের সন্ধান পাওয়া যায় ?
উঃ মহাভারত মহাকাব্যের শান্তি পর্বে।
- মধ্যযুগে কোন আন্দোলনের ফলের পোপের প্রাধান্য হ্রাস পায় ?
উঃ প্রোটেস্টান্ট আন্দোলনের ফলে।
- কম জনসংখ্যা বিশিষ্ট রাষ্ট্রের একজন সমর্থকের নাম লেখো।
উঃ অ্যারিস্টটল।
- বৃহদায়তন রাষ্ট্রের একজন সমর্থকের নাম লেখো।
উঃ জার্মান দার্শনিক ট্রিটস।
- ক্ষুদ্রায়তন রাষ্ট্রের একজন সমর্থকের নাম লেখো।
উঃ রুশো।
- “প্রথম যিনি রাজা হন তিনি ছিলেন একজন সৌভাগ্যবান যোদ্ধা” – এটি কার মন্তব্য ?
উঃ ফরাসি দার্শনিক ভলতেয়ার – এর মন্তব্য।
- প্রোটেস্টান্ট আন্দোলনের একজন নেতার নাম বল ?
উঃ মার্টিন লুথার।
- রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে সনাতন মতবাদগুলির মধ্যে কোনটি শ্রেষ্ঠ ?
উঃ ঐতিহাসিক মতবাদ বা বিবর্তনবাদ।
- একজন বিবর্তনবাদী রাষ্ট্রবিজ্ঞানীর নাম উল্লেখ করো।
উঃ বার্জেস।
- ‘Sovereignty’ শব্দটি কোন্ শব্দ থেকে এসেছে ?
উঃ লাতিন শব্দ Superanus এবং Sovrano শব্দ থেকে।
- ‘Polis’ কথার অর্থ কী ?
উঃ নগর।
- ‘লেভিয়াথান’ গ্রন্থটি কার লেখা ?
উঃ দার্শনিক টমাস হবস – এর লেখা।
- রাষ্ট্রবিজ্ঞানে ‘লেভিয়াথান’ কথার অর্থ কী ?
উঃ প্রচণ্ড ক্ষমতাশালী স্বৈরাচারী রাজ্য।
- রাষ্ট্রের মূল কটি বৈশিষ্ট্য ? কী কী ?
উঃ ৪ টি, জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার, ও সার্বভৌমিকতা।
- লীকক রাষ্ট্রের উৎপত্তির কোন মতবাদের সমর্থক ?
উঃ বলপ্রয়োগ মতবাদের।
- ‘মানুষ রাজনৈতিক প্রাণী’- উক্তিটি কার ?
উঃ অ্যারিস্টটল – এর উক্তি।
- সেণ্ট অগাস্টিনের রাষ্ট্র – বিষয়ক গ্রন্থের নাম কী ?
উঃ সিটি অফ গড।
Also Read:- Daily Current Affairs in Bengali
Also Read:- Daily Current Affairs in English
🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘
🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here
🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here
🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here
🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here
🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here
🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here
🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here
🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here
🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here
🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here
🔵🔴 দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।