রাষ্ট্রবিজ্ঞান গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর Political Science Important Question Answer

Hello Students,


Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি Political Science Important Question Answer. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে রাষ্ট্রবিজ্ঞান গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর Political Science Important Question Answer ||. নিচে  Solved Question Paper practice set টি যত্নসহকারে পড়ুন ও পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই রাষ্ট্রবিজ্ঞান গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর Political Science Important Question Answer || এটি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘



[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]

রাষ্ট্রবিজ্ঞান গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর Political Science Important Question Answer



  1. গ্রীক দার্শনিকরা কোন শব্দ দ্বারা রাষ্ট্রকে বোঝাতেন ?

উঃ পোলিশ (Polis)।

  1. রোমানরা রাষ্ট্রকে কোন শব্দ দ্বারা বোঝাতেন ?

উঃ সিভিটাস (Civitas)।

  1. ‘পোলিস’ বা ‘সিভিটাস’ কী ধরণের রাষ্ট্র ?

উঃ মূলত নগররাষ্ট্র।

  1. রাষ্ট্রকে ‘স্ট্যাটাস’ বলে কারা অভিহিত করেছেন ?

উঃ টিউটনরা।

  1. ‘দ্য প্রিন্স’ গ্রন্থটি কার ?

উঃ নিকোলো মেকিয়াভেলির।

  1. ষোড়শ শতাব্দীর কোন চিন্তাবিদ তাঁর গ্রন্থে ‘রাষ্ট্র’ পরিভাষাটি প্রথম ব্যবহার করেন ?

উঃ নিকোলো মেকিয়াভেলি।

  1. ডেভিড ইস্টনের দেওয়া তথ্যানুযায়ী রাষ্ট্রের কতগুলি সংজ্ঞা আছে ?

উঃ ১৪৫ টি।

৪. রাষ্ট্রের আইনমূলক সংজ্ঞা দিয়েছেন এমন একজন রাষ্ট্রবিজ্ঞানীর নাম লেখো।

উঃ উড্রো উইলসন।

  1. কার রচনায় রাষ্ট্রকে পৃথিবীতে ঈশ্বরের পদচারণা বলে বর্ণনা করা হয়েছে ?

উঃ হেগেল।

  1. আচরণবাদীরা রাষ্ট্রকে ‘রাষ্ট্র’ – এর বদলে কী বলতে চান ?

উঃ রাজনৈতিক ব্যবস্থা।

  1. মার্কসবাদীরা রাষ্ট্রকে কী বলে অভিহিত করেছেন ?

উঃ শ্রেণী শোষণের হাতিয়ার।

  1. কোন রাষ্ট্রবিজ্ঞানীর সংজ্ঞাকে রাষ্ট্রের অধিকতর গ্রহণযোগ্য সংজ্ঞা বলে বিবেচনা করা হয় ?

উঃ অধ্যাপক গার্নার – এর সংজ্ঞাকে।

  1. গার্নারের সংজ্ঞায় রাষ্ট্রের ক – টি বৈশিষ্ট্যের সন্ধান পাওয়া যায় ?

উঃ ৪ টি প্রধান বৈশিষ্ট্য।

  1. রাষ্ট্রের উপাদানগুলির কোনটিকে রাষ্ট্রের ‘মস্তিষ্ক’ বলা হয় ?

উঃ সরকারকে।

  1. রাষ্ট্রের উপাদানগুলির কোনটিকে রাষ্ট্রের প্রাণ বলা হয় ?

উঃ সার্বভৌমিকতাকে।

  1. অন্যান্য সংঘ ‘রাষ্ট্র’ নয় কেন ?

উঃ অন্যান্য সঙ্ঘের সার্বভৌমিকতা নেই, তাই।

  1. ‘আমিই রাষ্ট্র’ – উক্তিটি কার ?

উঃ ফরাসি সম্রাট চতুর্দশ লুই – এর।

  1. রাষ্ট্র ও সরকার কি অভিন্ন ?

উঃ না, রাষ্ট্র ও সরকার স্বতন্ত্র।

  1. রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে সবচেয়ে প্রাচীন মতবাদ কোনটি ?

উঃ ঐশ্বরিক মতবাদ।

  1. হব্‌সের লেখা গ্রন্থের নাম কী ?

উঃ লেভিয়াথান।

  1. ‘সোশ্যাল কনট্রাক্ট’ গ্রন্থটির লেখক কে ?

উঃ জ্যঁ জ্যাক রুশো।

  1. লক রচিত গ্রন্থের নাম কী ?

উঃ টু ট্রিটিজেস অন সিভিল গভর্মেন্ট (১৬৯০)।

  1. লক ক – টি চুক্তির কথা বলেছেন ?

উঃ ২ ২ টি।

  1. চরম রাজতন্ত্রের সমর্থক কে ছিলেন ?

উঃ টমাস হবস।

  1. ওপেনহাইমার কোন তত্ত্বের সমর্থক ছিলেন ?

উঃ বলপ্রয়োগ তত্ত্বের।

  1. ‘সাধারণ ইচ্ছা m’ – তত্ত্বের প্রবক্তা কে ?

উঃ জ্যঁ জ্যাক রুশো।

  1. জনগণের সার্বভৌমিকতার কথা কে প্রচার করেন ?

উঃ জ্যঁ জ্যাক রুশো।

  1. সেন্ট অগাস্টিন কোন তত্ত্বের প্রচারক ছিলেন ?

উঃ রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কিত ঐশ্বরিক তত্ত্বের।

  1. কারা রাষ্ট্রের ক্ষুদ্রত্বকে ‘পাপের প্রতীক’ বলে বর্ণনা করেছেন ?

উঃ আদর্শবাদী জার্মান দার্শনিকরা (নিৎসে, ট্রিটস)।

  1. হস কোন সার্বভৌমিকতার ধারণার জন্ম দিয়েছিলেন ?

উঃ আইনসঙ্গত সার্বভৌমিকতার ধারণা।

  1. বাৰ্ক কোন মতবাদকে ‘অরাজকতার সারসংক্ষেপ বলেছেন ?

উঃ সামাজিক চুক্তি মতবাদকে।

  1. “রাষ্ট্র হল মানবসমাজের বিরামহীন ক্রমবিকাশের ফল” – কে বলেছেন ?

উঃ বার্জেস।

  1. প্রাকৃতিক অবস্থায় মানুষের জীবন কিভাবে চালিত হত ?

উঃ প্রাকৃতিক আইন দ্বারা।

  1. হস এবং রুশোর মতে প্রাকৃতিক অবস্থায় শাসক ও শাসিতের মধ্যে ক’টি চুক্তি হয়েছিল ?

উঃ ১ টি।

  1. ঐশ্বরিক তত্ত্বের অবসানের জন্য কোন তত্ত্ব দায়ী ?

উঃ সামাজিক চুক্তি তত্ত্ব।

  1. ‘Might is Right’ কোন তত্ত্বের সারকথা ?

উঃ বলপ্রয়োগ তত্ত্বের।

  1. ‘Man is born free , but everywhere he is in chains’ – কার উক্তি ?

উঃ জ্যঁ জ্যাক রুশোর উক্তি।

  1. ভারতের কোন গ্রন্থে ঐশ্বরিক উৎপত্তিবাদের সন্ধান পাওয়া যায় ?

উঃ মহাভারত মহাকাব্যের শান্তি পর্বে।

  1. মধ্যযুগে কোন আন্দোলনের ফলের পোপের প্রাধান্য হ্রাস পায় ?

উঃ প্রোটেস্টান্ট আন্দোলনের ফলে।

  1. কম জনসংখ্যা বিশিষ্ট রাষ্ট্রের একজন সমর্থকের নাম লেখো।

উঃ অ্যারিস্টটল।

  1. বৃহদায়তন রাষ্ট্রের একজন সমর্থকের নাম লেখো।

উঃ জার্মান দার্শনিক ট্রিটস।

  1. ক্ষুদ্রায়তন রাষ্ট্রের একজন সমর্থকের নাম লেখো।

উঃ রুশো।

  1. “প্রথম যিনি রাজা হন তিনি ছিলেন একজন সৌভাগ্যবান যোদ্ধা” – এটি কার মন্তব্য ?

উঃ ফরাসি দার্শনিক ভলতেয়ার – এর মন্তব্য।

  1. প্রোটেস্টান্ট আন্দোলনের একজন নেতার নাম বল ?

উঃ মার্টিন লুথার।

  1. রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে সনাতন মতবাদগুলির মধ্যে কোনটি শ্রেষ্ঠ ?

উঃ ঐতিহাসিক মতবাদ বা বিবর্তনবাদ।

  1. একজন বিবর্তনবাদী রাষ্ট্রবিজ্ঞানীর নাম উল্লেখ করো।

উঃ বার্জেস।

  1. ‘Sovereignty’ শব্দটি কোন্ শব্দ থেকে এসেছে ?

উঃ লাতিন শব্দ Superanus এবং Sovrano শব্দ থেকে।

  1. ‘Polis’ কথার অর্থ কী ?

উঃ নগর।

  1. ‘লেভিয়াথান’ গ্রন্থটি কার লেখা ?

উঃ দার্শনিক টমাস হবস – এর লেখা।

  1. রাষ্ট্রবিজ্ঞানে ‘লেভিয়াথান’ কথার অর্থ কী ?

উঃ প্রচণ্ড ক্ষমতাশালী স্বৈরাচারী রাজ্য।

  1. রাষ্ট্রের মূল কটি বৈশিষ্ট্য ? কী কী ?

উঃ ৪ টি, জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার, ও সার্বভৌমিকতা।

  1. লীকক রাষ্ট্রের উৎপত্তির কোন মতবাদের সমর্থক ?

উঃ বলপ্রয়োগ মতবাদের।

  1. ‘মানুষ রাজনৈতিক প্রাণী’- উক্তিটি কার ?

উঃ অ্যারিস্টটল – এর উক্তি।

  1. সেণ্ট অগাস্টিনের রাষ্ট্র – বিষয়ক গ্রন্থের নাম কী ?

উঃ সিটি অফ গড।

Also Read:- Daily Current Affairs in Bengali

Also Read:- Daily Current Affairs in English

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘



-ঃআরও পড়ুনঃ–

🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here

🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here

🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here

🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here

🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here

🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here

🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here

🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴  ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here 

🔵🔴  দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।