Hello Students,
Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি Political Science gk questions answers book. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে রাষ্ট্রবিজ্ঞান জিকে প্রশ্নোত্তর বই || Political Science gk questions answers book ||. নিচে Solved Question Paper practice set টি যত্নসহকারে পড়ুন ও পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই রাষ্ট্রবিজ্ঞান জিকে প্রশ্নোত্তর বই || Political Science gk questions answers book || টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।
🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘
[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]
রাষ্ট্রবিজ্ঞান জিকে প্রশ্নোত্তর বই || Political Science gk questions answers book
- ‘দাস ক্যাপিটেল’ গ্রন্থের রচয়িতা কে?
উত্তরঃ- কার্ল মাকর্স হলেন ‘দাস ক্যাপিটেল’ গ্রন্থের রচয়িতা।
- ‘বিপ্লব হিংসার তাণ্ডব নয়, বিপ্লব হল উৎপীড়িত ও শােষিতের মহােৎসব”— এটি কার উক্তি?
উত্তরঃ- ভি. আই. লেনিন বলেছেন,—“বিপ্লব হিংসার তাণ্ডব নয়, বিপ্লব হল উৎপীড়িত ও শােষিতের মহােৎসব”।
- শ্রমিক কাকে বলে ?
উত্তরঃ- শ্রমের বিনিময়ে যারা পারিশ্রমিক পায়, তাদের শ্রমিক বলা হয়।
- কখন, কার নেতৃত্বে জার্মানিতে ফ্যাসিবাদের উৎপত্তি হয় ?
উত্তরঃ- প্রথম বিশ্বযুদ্ধের পর হিটলারের নেতৃত্বে জার্মানিতে ফ্যাসিবাদের উৎপত্তি হয়।
- “Hence everything for the State- -উক্তিটি কার?
উত্তরঃ- ইটালির ফ্যাসিবাদী নেতা মুসােলিনি বলেছেন,—“Hence everything for the State”.
- “My nationalism is internationalism” —উক্তিটি কার?
উত্তরঃ- “My nationalism is internationalism”—এই উক্তিটি করেছেন গান্ধিজি।
- “Unto This Last” বইটির রচয়িতা কে ?
উত্তরঃ- “Unto This Last” বইটির রচয়িত হলেন জন রাস্কিন।
- কীভাবে রাজনৈতিক তত্ত্বের আবির্ভাব ঘটে ?
উত্তরঃ- স্যাবাইনের অভিমত হল ‘ব্যাবহারিক রাজনীতির অংশ হিসাবে রাজনৈতিক তত্ত্বের আবির্ভাব ঘটেছে।
- মার্কসবাদের প্রধান উৎস লেখাে।
উত্তরঃ- জার্মান চিরায়ত দর্শন, ফরাসি সমাজতন্ত্র এবং ব্রিটিশ অর্থনীতি হল মার্কসবাদের প্রধান উৎস।
- কার্ল মার্কসের জন্ম ও মৃত্যু হয় কত খ্রিস্টাব্দে?
উত্তরঃ- কার্ল মার্কসের জন্ম হয় ১৮১৮ খ্রিস্টাব্দে এবং মৃত্যু হয় ১৮৮৩ খ্রিস্টাব্দে।
- ফ্যাসিবাদের মূল বক্তব্য কী?
উত্তরঃ- ফ্যাসিবাদের মূল বক্তব্য হল রাষ্ট্রের অধীনে থেকে রাষ্ট্রের নির্দেশে ব্যক্তিকে কাজ করতে হবে।
- মুসােলিনির দৃষ্টিতে সাম্রাজ্যবাদ কী?
উত্তরঃ- সাম্রাজ্যবাদকে মুসােলিনি জীবনের স্বাভাবিক পরিণতি হিসাবে গণ্য করেছেন।
- জন রাস্কিনের কোন বইটি গান্ধিজির চিন্তাধারাকে প্রভাবিত করেছিল ?
উত্তরঃ- জন রাস্কিনের লেখা ‘Unto this Last’ গ্রন্থটি গান্ধিজির চিন্তাধারাকে প্রভাবিত করেছিল।
- মার্কসের মতে ‘ভিত্তি’ ও ‘উপরি কাঠামাে’ কী ?
উত্তরঃ- মার্কসের মতে অর্থনীতি হল ‘ভিত্তি’ এবং তার উপর গড়ে ওঠা আইন, কলা, ধর্ম, সাহিত্য প্রভৃতি হল সমাজের ‘উপরি’ কাঠামাে।
- শ্রেণিবিভক্ত সমাজের প্রথম পর্যায়ের নাম কী ?
উত্তরঃ- শ্রেণিবিভক্ত সমাজের প্রথম পর্যায়ের নাম হল দাস সমাজ।
- গান্ধিজির চিন্তাধারার সারবস্তু কী?
উত্তরঃ- গান্ধিজির সামাজিক ও রাজনৈতিক চিন্তার মূল কথা হল—অহিংসা, সত্যাগ্রহ এবং সর্বোদয়।
- ‘সর্বোদয়’ ধারণাটি কোন দার্শনিকের নামের সঙ্গে যুক্ত ?
উত্তরঃ- গান্ধিজির নামের সঙ্গে ‘সর্বোদয়’ ধারণাটি যুক্ত।
- সনাতন বা প্রাচীন উদারনীতিবাদ কোনটি?
উত্তরঃ- সপ্তদশ থেকে উনবিংশ শতাব্দী পর্যন্ত উদারনীতিবাদ সনাতন বা প্রাচীন উদারনীতিবাদ নামে পরিচিত।
- ‘On Liberty’ গ্রন্থের রচয়িতা কে?
উত্তরঃ- জন স্টুয়ার্ট মিল হলেন ‘On Liberty’ গ্রন্থের রচয়িতা।
- উপযােগিতাবাদ বা হিতবাদের প্রবক্তা কে?
উত্তরঃ- জেরেমি বেন্থাম হলেন উপযােগিতাবাদ বা হিতবাদের প্রবক্তা।
- আধুনিক উদারনীতিবাদ কোনটি?
উত্তরঃ- বিংশ শতাব্দীর উদারনীতিবাদ আধুনিক উদারনীতিবাদ নামে পরিচিত।
- ‘রাজনৈতিক তত্ত্ব’ কাকে বলে?
উত্তরঃ- রাষ্ট্রব্যবস্থা এবং রাজনৈতিক ক্রিয়াকলাপ সম্পর্কিত বিশেষ চিন্তাভাবনাকে ‘রাজনৈতিক তত্ত্ব’ বলে।
- ‘সর্বাধিক মানুষের সর্বাধিক সুখ’ নীতির প্রবক্তা কে?
উত্তরঃ- ‘সর্বাধিক মানুষের সর্বাধিক সুখ’ নীতির প্রবক্তা হলেন বেন্থাম।
- কার্ল মার্কস-এর রচিত দুটি গ্রন্থের নাম লেখাে।
উত্তরঃ- কার্ল মার্কস-এর রচিত দুটি বিখ্যাত গ্রন্থ হল —‘কমিউনিস্ট ম্যানিফেস্টে’এবং ‘দাস ক্যাপিটেল’।
- হেগেলের দ্বন্দ্বমূলক ভাববাদকে দ্বন্দ্বমূলক বস্তুবাদে রূপান্তরিত করেছেন কে?
উত্তরঃ- কার্ল মার্কস হেগেলের দ্বন্দ্বমূলক ভাববাদকে দ্বন্দ্বমূলক বস্তুবাদে রূপান্তরিত করেছেন।
- বুর্জোয়া বলতে কাদের বােঝানাে হয় ?
উত্তরঃ- উৎপাদনের উপাদান যাদের হাতে থাকে তাদেরকে বুর্জোয়া বলা হয়।
- কখন, কার নেতৃত্বে ইটালিতে ফ্যাসিবাদের উদ্ভব হয় ?
উত্তরঃ- প্রথম বিশ্বযুদ্ধের পরে মুসােলিনির নেতৃত্বে ইটালিতে ফ্যাসিবাদের উদ্ভব হয়।
- “চিরন্তন যুদ্ধের মাধ্যমেই মানবজাতি সমৃদ্ধ হয়েছে, শান্তির পক্ষে মানবজাতির ধ্বংস অনিবার্য।” —একথা কে বলেছেন?
উত্তরঃ- জার্মানির ফ্যাসিবাদী নেতা হিটলার বলেছেন,—“চিরন্তন যুদ্ধের মাধ্যমেই মানবজাতি সমৃদ্ধ হয়েছে, শান্তির পক্ষে নবজাতির ধ্বংস অনিবার্য”।
- মার্কস-এর মতে শ্রেণিসংগ্রামের অনিবার্য পরিণতি কী?
উত্তরঃ- শ্রমিক শ্রেণির একনায়কত্ব প্রতিষ্ঠাই হল মার্কসের মতে শ্রেণিসংগ্রামের অনিবার্য পরিণতি।
- কার্ল মার্কসের ইতিহাস-ভিত্তিক দর্শনের নাম কী?
উত্তরঃ- ঐতিহাসিক বস্তুবাদ হল কার্ল মার্কসের ইতিহাস ভিত্তিক দর্শন।
- ভারতীয় জাতীয় কংগ্রেস কে কবে প্রতিষ্ঠা করেন?
উত্তরঃ- অ্যালান অক্টোভিয়ান হিউম,1885 খ্রীঃ।
- জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে কে সভাপতিত্ব করেন?
উত্তরঃ- দাদাভাই নৌরজি।
- কাকোরি ষড়যন্ত্র মামলা কবে হয়েছিল?
উত্তরঃ- 1925 খ্রীঃ।
- ব্রতচারি আন্দোলন কে গড়ে তুলেছিলেন?
উত্তরঃ- গুরুসদয় দত্ত।
- ভূদান আন্দোলন কে শুরু করেছিলেন?
উত্তরঃ- আচার্য বিনোবা ভাবে।
- স্বাধীনতা প্রাপ্তির সময় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন?
উত্তরঃ- জে.বি.কৃপালিনি।
- কে জাতীয় কংগ্রেসের অধিবেশন কে “তিন দিনের তামাশা” বলে অভিহিত করেছেন?
উত্তরঃ- অশ্বিনীকুমার দত্ত।
- ঢাকা অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা কে?
উত্তরঃ- পুলিন বিহারী দাশ।
- বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় কে অরন্ধন দিবস পালনের কথা বলেন?
উত্তরঃ- রামেন্দ্রসুন্দর ত্রিবেদী।
- শের-ই-বঙ্গাল কাকে বলা হয়?
উত্তরঃ- আবুল কাশেম ফজলুল হক।
- ভারতে “নিষ্ক্রিয় প্রতিরোধ” তত্ত্বের প্রবক্তা কে?
উত্তরঃ- বিপিন চন্দ্র পাল।
- সাইমন কমিশন বিরোধী আন্দোলন চলাকালে কোন জাতীয় নেতা পুলিশের লাঠির আঘাতে নিহত হন?
উত্তরঃ- লালা লাজপৎ রায়।
- ”দিব্য জীবন” গ্রন্থটি কার লেখা?
উত্তরঃ- অরবিন্দ ঘোষ।
- বরিশালের মুকুটহীন রাজা কাকে বলা হয়?
উত্তরঃ- অশ্বিনী কুমার দত্ত।
- ”ভারতী” পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উত্তরঃ- সরলাদেবী চৌধুরীণী।
- কে সর্বপ্রথম বয়কটের প্রস্তাব দেন?
উত্তরঃ- কৃষ্ণকুমার মিত্র(সঞ্জীবনী পত্রিকায়)
- গণপতি ও শিবাজী উৎসবের কে প্রচলন করেন?
উত্তরঃ- বাল গঙ্গাধর তিলক।
- রাসবিহারী বসু কোন ছদ্মনামে জাপানের পথে পাড়ি দেন?
উত্তরঃ- পি.এন.ঠাকুর।
- রেশমী রুমাল ষড়যন্ত্র মামলা কবে হয়েছিল?
উত্তরঃ- 1916 খ্রীঃ।
- বুড়িবালামের যুদ্ধের (1915 খ্রীঃ) প্রধান নায়ক কে ছিলেন?
উত্তরঃ- বাঘাযতীন।
- ’ডন সোসাইটি’ কে প্রতিষ্ঠা করেন?
উত্তরঃ- সতীশচন্দ্র মুখোপাধ্যায়।
- জাতীয় শিক্ষা পরিষদ কবে গঠিত হয়?
উত্তরঃ- 1906 খ্রীঃ।
- ইন্ডিয়া হাউস কে প্রতিষ্ঠা করেন?
উত্তরঃ- শ্যামজী কৃষ্ণবর্মা।
- ”A Nation in Making” গ্রন্থটি কে রচনা করেন?
উত্তরঃ- সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।
- ’মারাঠা’ ও ‘কেশরী’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উত্তরঃ- বাল গঙ্গাধর তিলক।
- ভারতের সংবিধানের ব্যাখ্যা-কর্তা কাকে বলা হয়?
উত্তরঃ- সুপ্রিমকোর্টকে ভারতীয় সংবিধানের ব্যাখ্যা-কর্তা বলা হয়।
- ভারতীয় সংবিধান রচনার দায়িত্ব কোন সংস্থার উপর দেওয়া হয়েছিল?
উত্তরঃ- গণপরিষদের উপর ভারতীয় সংবিধান রচনার দায়িত্ব দেওয়া হয়েছিল।
- বর্তমানে ভারতে কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা কটি?
উত্তরঃ- বর্তমানে ভারতে ৭টি কেন্দ্রশাসিত অঞ্চল আছে।
- ভারতীয় সংবিধানের প্রস্তাবনা অনুসারে ভারত কীরূপ রাষ্ট্র?
উত্তরঃ- ভারতীয় সংবিধানের প্রস্তাবনা অনুসারে ভারত হ’ল সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ রাষ্ট্র।
- কোন দেশের সংবিধান পৃথিবীর মধ্যে বৃহত্তম লিখিত সংবিধান ?
উত্তরঃ- ভারতীয় সংবিধান হল পৃথিবীর মধ্যে বৃহত্তম লিখিত সংবিধান।
🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘
🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here
🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here
🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here
🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here
🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here
🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here
🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here
🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here
🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here
🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here
🔵🔴 দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।