রাষ্ট্রবিজ্ঞান জিকে প্রশ্নোত্তর বই || Political Science gk questions answers book

Hello Students,


Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি Political Science gk questions answers book. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে রাষ্ট্রবিজ্ঞান জিকে প্রশ্নোত্তর বই || Political Science gk questions answers book ||. নিচে  Solved Question Paper practice set টি যত্নসহকারে পড়ুন ও পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই রাষ্ট্রবিজ্ঞান জিকে প্রশ্নোত্তর বই || Political Science gk questions answers book || টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘

[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]

রাষ্ট্রবিজ্ঞান জিকে প্রশ্নোত্তর বই || Political Science gk questions answers book

  1. ‘দাস ক্যাপিটেল’ গ্রন্থের রচয়িতা কে?

উত্তরঃ- কার্ল মাকর্স হলেন ‘দাস ক্যাপিটেল’ গ্রন্থের রচয়িতা।

  1. ‘বিপ্লব হিংসার তাণ্ডব নয়, বিপ্লব হল উৎপীড়িত ও শােষিতের মহােৎসব”— এটি কার উক্তি?

উত্তরঃ- ভি. আই. লেনিন বলেছেন,—“বিপ্লব হিংসার তাণ্ডব নয়, বিপ্লব হল উৎপীড়িত ও শােষিতের মহােৎসব”।

  1. শ্রমিক কাকে বলে ?

উত্তরঃ- শ্রমের বিনিময়ে যারা পারিশ্রমিক পায়, তাদের শ্রমিক বলা হয়।

  1. কখন, কার নেতৃত্বে জার্মানিতে ফ্যাসিবাদের উৎপত্তি হয় ?

উত্তরঃ- প্রথম বিশ্বযুদ্ধের পর হিটলারের নেতৃত্বে জার্মানিতে ফ্যাসিবাদের উৎপত্তি হয়।

  1. “Hence everything for the State- -উক্তিটি কার?

উত্তরঃ- ইটালির ফ্যাসিবাদী নেতা মুসােলিনি বলেছেন,—“Hence everything for the State”.

  1. “My nationalism is internationalism” —উক্তিটি কার?

উত্তরঃ- “My nationalism is internationalism”—এই উক্তিটি করেছেন গান্ধিজি।

  1. “Unto This Last” বইটির রচয়িতা কে ?

উত্তরঃ- “Unto This Last” বইটির রচয়িত হলেন জন রাস্কিন।

  1. কীভাবে রাজনৈতিক তত্ত্বের আবির্ভাব ঘটে ?

উত্তরঃ- স্যাবাইনের অভিমত হল ‘ব্যাবহারিক রাজনীতির অংশ হিসাবে রাজনৈতিক তত্ত্বের আবির্ভাব ঘটেছে।

  1. মার্কসবাদের প্রধান উৎস লেখাে।

উত্তরঃ- জার্মান চিরায়ত দর্শন, ফরাসি সমাজতন্ত্র এবং ব্রিটিশ অর্থনীতি হল মার্কসবাদের প্রধান উৎস।

  1. কার্ল মার্কসের জন্ম ও মৃত্যু হয় কত খ্রিস্টাব্দে?

উত্তরঃ- কার্ল মার্কসের জন্ম হয় ১৮১৮ খ্রিস্টাব্দে এবং মৃত্যু হয় ১৮৮৩ খ্রিস্টাব্দে।

  1. ফ্যাসিবাদের মূল বক্তব্য কী?

উত্তরঃ- ফ্যাসিবাদের মূল বক্তব্য হল রাষ্ট্রের অধীনে থেকে রাষ্ট্রের নির্দেশে ব্যক্তিকে কাজ করতে হবে।

  1. মুসােলিনির দৃষ্টিতে সাম্রাজ্যবাদ কী?

উত্তরঃ- সাম্রাজ্যবাদকে মুসােলিনি জীবনের স্বাভাবিক পরিণতি হিসাবে গণ্য করেছেন।

  1. জন রাস্কিনের কোন বইটি গান্ধিজির চিন্তাধারাকে প্রভাবিত করেছিল ?

উত্তরঃ- জন রাস্কিনের লেখা ‘Unto this Last’ গ্রন্থটি গান্ধিজির চিন্তাধারাকে প্রভাবিত করেছিল।

  1. মার্কসের মতে ‘ভিত্তি’ ও ‘উপরি কাঠামাে’ কী ?

উত্তরঃ- মার্কসের মতে অর্থনীতি হল ‘ভিত্তি’ এবং তার উপর গড়ে ওঠা আইন, কলা, ধর্ম, সাহিত্য প্রভৃতি হল সমাজের ‘উপরি’ কাঠামাে।

  1. শ্রেণিবিভক্ত সমাজের প্রথম পর্যায়ের নাম কী ?

উত্তরঃ- শ্রেণিবিভক্ত সমাজের প্রথম পর্যায়ের নাম হল দাস সমাজ।

  1. গান্ধিজির চিন্তাধারার সারবস্তু কী?

উত্তরঃ- গান্ধিজির সামাজিক ও রাজনৈতিক চিন্তার মূল কথা হল—অহিংসা, সত্যাগ্রহ এবং সর্বোদয়।

  1. ‘সর্বোদয়’ ধারণাটি কোন দার্শনিকের নামের সঙ্গে যুক্ত ?

উত্তরঃ- গান্ধিজির নামের সঙ্গে ‘সর্বোদয়’ ধারণাটি যুক্ত।

  1. সনাতন বা প্রাচীন উদারনীতিবাদ কোনটি?

উত্তরঃ- সপ্তদশ থেকে উনবিংশ শতাব্দী পর্যন্ত উদারনীতিবাদ সনাতন বা প্রাচীন উদারনীতিবাদ নামে পরিচিত।

  1. ‘On Liberty’ গ্রন্থের রচয়িতা কে?

উত্তরঃ- জন স্টুয়ার্ট মিল হলেন ‘On Liberty’ গ্রন্থের রচয়িতা।

  1. উপযােগিতাবাদ বা হিতবাদের প্রবক্তা কে?

উত্তরঃ- জেরেমি বেন্থাম হলেন উপযােগিতাবাদ বা হিতবাদের প্রবক্তা।

  1. আধুনিক উদারনীতিবাদ কোনটি?

উত্তরঃ- বিংশ শতাব্দীর উদারনীতিবাদ আধুনিক উদারনীতিবাদ নামে পরিচিত।

  1. ‘রাজনৈতিক তত্ত্ব’ কাকে বলে?

উত্তরঃ- রাষ্ট্রব্যবস্থা এবং রাজনৈতিক ক্রিয়াকলাপ সম্পর্কিত বিশেষ চিন্তাভাবনাকে ‘রাজনৈতিক তত্ত্ব’ বলে।

  1. ‘সর্বাধিক মানুষের সর্বাধিক সুখ’ নীতির প্রবক্তা কে?

উত্তরঃ- ‘সর্বাধিক মানুষের সর্বাধিক সুখ’ নীতির প্রবক্তা হলেন বেন্থাম।

  1. কার্ল মার্কস-এর রচিত দুটি গ্রন্থের নাম লেখাে।

উত্তরঃ- কার্ল মার্কস-এর রচিত দুটি বিখ্যাত গ্রন্থ হল —‘কমিউনিস্ট ম্যানিফেস্টে’এবং ‘দাস ক্যাপিটেল’।

  1. হেগেলের দ্বন্দ্বমূলক ভাববাদকে দ্বন্দ্বমূলক বস্তুবাদে রূপান্তরিত করেছেন কে?

উত্তরঃ- কার্ল মার্কস হেগেলের দ্বন্দ্বমূলক ভাববাদকে দ্বন্দ্বমূলক বস্তুবাদে রূপান্তরিত করেছেন।

  1. বুর্জোয়া বলতে কাদের বােঝানাে হয় ?

উত্তরঃ- উৎপাদনের উপাদান যাদের হাতে থাকে তাদেরকে বুর্জোয়া বলা হয়।

  1. কখন, কার নেতৃত্বে ইটালিতে ফ্যাসিবাদের উদ্ভব হয় ?

উত্তরঃ- প্রথম বিশ্বযুদ্ধের পরে মুসােলিনির নেতৃত্বে ইটালিতে ফ্যাসিবাদের উদ্ভব হয়।

  1. “চিরন্তন যুদ্ধের মাধ্যমেই মানবজাতি সমৃদ্ধ হয়েছে, শান্তির পক্ষে মানবজাতির ধ্বংস অনিবার্য।” —একথা কে বলেছেন?

উত্তরঃ- জার্মানির ফ্যাসিবাদী নেতা হিটলার বলেছেন,—“চিরন্তন যুদ্ধের মাধ্যমেই মানবজাতি সমৃদ্ধ হয়েছে, শান্তির পক্ষে নবজাতির ধ্বংস অনিবার্য”।

  1. মার্কস-এর মতে শ্রেণিসংগ্রামের অনিবার্য পরিণতি কী?

উত্তরঃ- শ্রমিক শ্রেণির একনায়কত্ব প্রতিষ্ঠাই হল মার্কসের মতে শ্রেণিসংগ্রামের অনিবার্য পরিণতি।

  1. কার্ল মার্কসের ইতিহাস-ভিত্তিক দর্শনের নাম কী?

উত্তরঃ- ঐতিহাসিক বস্তুবাদ হল কার্ল মার্কসের ইতিহাস ভিত্তিক দর্শন।

  1. ভারতীয় জাতীয় কংগ্রেস কে কবে প্রতিষ্ঠা করেন?

উত্তরঃ- অ্যালান অক্টোভিয়ান হিউম,1885 খ্রীঃ।

  1. জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে কে সভাপতিত্ব করেন?

উত্তরঃ- দাদাভাই নৌরজি।

  1. কাকোরি ষড়যন্ত্র মামলা কবে হয়েছিল?

উত্তরঃ- 1925 খ্রীঃ।

  1. ব্রতচারি আন্দোলন কে গড়ে তুলেছিলেন?

উত্তরঃ- গুরুসদয় দত্ত।

  1. ভূদান আন্দোলন কে শুরু করেছিলেন?

উত্তরঃ- আচার্য বিনোবা ভাবে।

  1. স্বাধীনতা প্রাপ্তির সময় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন?

উত্তরঃ- জে.বি.কৃপালিনি।

  1. কে জাতীয় কংগ্রেসের অধিবেশন কে “তিন দিনের তামাশা” বলে অভিহিত করেছেন?

উত্তরঃ- অশ্বিনীকুমার দত্ত।

  1. ঢাকা অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা কে?

উত্তরঃ- পুলিন বিহারী দাশ।

  1. বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় কে অরন্ধন দিবস পালনের কথা বলেন?

উত্তরঃ- রামেন্দ্রসুন্দর ত্রিবেদী।

  1. শের-ই-বঙ্গাল কাকে বলা হয়?

উত্তরঃ- আবুল কাশেম ফজলুল হক।

  1. ভারতে “নিষ্ক্রিয় প্রতিরোধ” তত্ত্বের প্রবক্তা কে?

উত্তরঃ- বিপিন চন্দ্র পাল।

  1. সাইমন কমিশন বিরোধী আন্দোলন চলাকালে কোন জাতীয় নেতা পুলিশের লাঠির আঘাতে নিহত হন?

উত্তরঃ- লালা লাজপৎ রায়।

  1. ”দিব্য জীবন” গ্রন্থটি কার লেখা?

উত্তরঃ- অরবিন্দ ঘোষ।

  1. বরিশালের মুকুটহীন রাজা কাকে বলা হয়?

উত্তরঃ- অশ্বিনী কুমার দত্ত।

  1. ”ভারতী” পত্রিকার সম্পাদক কে ছিলেন?

উত্তরঃ- সরলাদেবী চৌধুরীণী।

  1. কে সর্বপ্রথম বয়কটের প্রস্তাব দেন?

উত্তরঃ- কৃষ্ণকুমার মিত্র(সঞ্জীবনী পত্রিকায়)

  1. গণপতি ও শিবাজী উৎসবের কে প্রচলন করেন?

উত্তরঃ- বাল গঙ্গাধর তিলক।

  1. রাসবিহারী বসু কোন ছদ্মনামে জাপানের পথে পাড়ি দেন?

উত্তরঃ- পি.এন.ঠাকুর।

  1. রেশমী রুমাল ষড়যন্ত্র মামলা কবে হয়েছিল?

উত্তরঃ- 1916 খ্রীঃ।

  1. বুড়িবালামের যুদ্ধের (1915 খ্রীঃ) প্রধান নায়ক কে ছিলেন?

উত্তরঃ- বাঘাযতীন।

  1. ’ডন সোসাইটি’ কে প্রতিষ্ঠা করেন?

উত্তরঃ- সতীশচন্দ্র মুখোপাধ্যায়।

  1. জাতীয় শিক্ষা পরিষদ কবে গঠিত হয়?

উত্তরঃ- 1906 খ্রীঃ।

  1. ইন্ডিয়া হাউস কে প্রতিষ্ঠা করেন?

উত্তরঃ- শ্যামজী কৃষ্ণবর্মা।

  1. ”A Nation in Making” গ্রন্থটি কে রচনা করেন?

উত্তরঃ- সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।

  1. ’মারাঠা’ ও ‘কেশরী’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?

উত্তরঃ- বাল গঙ্গাধর তিলক।

  1. ভারতের সংবিধানের ব্যাখ্যা-কর্তা কাকে বলা হয়?

উত্তরঃ- সুপ্রিমকোর্টকে ভারতীয় সংবিধানের ব্যাখ্যা-কর্তা বলা হয়।

  1. ভারতীয় সংবিধান রচনার দায়িত্ব কোন সংস্থার উপর দেওয়া হয়েছিল?

উত্তরঃ- গণপরিষদের উপর ভারতীয় সংবিধান রচনার দায়িত্ব দেওয়া হয়েছিল।

  1. বর্তমানে ভারতে কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা কটি?

উত্তরঃ- বর্তমানে ভারতে ৭টি কেন্দ্রশাসিত অঞ্চল আছে।

  1. ভারতীয় সংবিধানের প্রস্তাবনা অনুসারে ভারত কীরূপ রাষ্ট্র?

উত্তরঃ- ভারতীয় সংবিধানের প্রস্তাবনা অনুসারে ভারত হ’ল সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ রাষ্ট্র।

  1. কোন দেশের সংবিধান পৃথিবীর মধ্যে বৃহত্তম লিখিত সংবিধান ?

উত্তরঃ- ভারতীয় সংবিধান হল পৃথিবীর মধ্যে বৃহত্তম লিখিত সংবিধান।

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘

-ঃআরও পড়ুনঃ–

🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here

🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here

🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here

🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here

🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here

🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here

🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here

🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴  ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here 

🔵🔴  দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।