Hello Students,
Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি Political Science GK Questions Answers in Bengali. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে রাষ্ট্রবিজ্ঞান জিকে প্রশ্নোত্তর | Political Science GK Questions Answers in Bengali ||. নিচে Solved Question Paper practice set টি যত্নসহকারে পড়ুন ও পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই রাষ্ট্রবিজ্ঞান জিকে প্রশ্নোত্তর | Political Science GK Questions Answers in Bengali || এটি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।
🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘
[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]
রাষ্ট্রবিজ্ঞান জিকে প্রশ্নোত্তর | Political Science GK Questions Answers in Bengali
- গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি কে?
উঃ ডঃ রাজেন্দ্র প্রসাদ।
- গণপরিষদের খসড়া কমিটির সভাপতি কে ছিলেন?
উঃ ডঃ বি আর আম্বেদকর।
- গণপরিষদে ভারতীয় সংবিধানের ‘উদ্দেশ্য-সংক্রান্ত প্রস্তাব’ কে উত্থাপন করেছিলেন?
উঃ জওহরলাল নেহেরু।
- রাষ্ট্রের সর্বোচ্চ আইন কাকে বলে?
উঃ সংবিধান বা শাসনতন্ত্রকে।
- ভারতের সংবিধান কোন তারিখে গণপরিষদ কর্তৃক গৃহীত হয়েছিল?
উঃ ১৯৪৯ সালের ২৬ শে নভেম্বর।
- কোন তারিখে ভারতের সংবিধান কার্যকর হয়?
উঃ ১৯৫০ সালের ২৬ শে জানুয়ারি।
- গণপরিষদ বা ভারতের সংবিধানসভার প্রধান লক্ষ্য কী ছিল?
উঃ এমন একটি খসড়া সংবিধান রচনা করা যা সামাজিক বিপ্লবের চরম উদ্দেশ্য পূরণ করতে পারবে।
- গণপরিষদ খসড়া কমিটির যে-কোন দুজন সদস্যের নাম করো।
উঃ আল্লাদী কৃষ্ণস্বামী আয়ার এবং এন গোপালস্বামী আয়েঙ্গার।
- গণপরিষদের প্রথম অধিবেশনে অস্থায়ী সভাপতি কে ছিলেন?
উঃ সচ্চিদানন্দ সিংহ।
- গণপরিষদের যে-কোন দুটি কমিটির নাম উল্লেখ করো।
উঃ খসড়া কমিটি ও উপদেষ্টা কমিটি।
- গণপরিষদে কোন রাজনৈতিক দলের নিরঙ্কুশ প্রাধান্য ছিল?
উঃ ভারতের জাতীয় কংগ্রেস-এর।
- গণপরিষদের মোট আসন সংখ্যা কত?
উঃ ৩৮৯ টি।
- ভারতের সংবিধান কোন সংস্থা রচনা করেন?
উঃ গণপরিষদ।
- ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয়?
উঃ ডঃ বাবাসাহেব ভীমরাও আম্বেদকরকে।
- কোন সংবিধান সংশোধনে ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে সংশোধন করা হয়েছিল?
উঃ ১৯৭৬ সালের ৪২ তম সংবিধান সংশোধনে।
- ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় কী ধরনের প্রজাতন্ত্র গঠনের প্রতিজ্ঞা নেওয়া হয়েছে?
উঃ ভারতকে একটি সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক সাধারণতন্ত্র হিসেবে গঠনের প্রতিজ্ঞা নেওয়া হয়েছে।
- ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় উল্লিখিত দুটি নীতির উল্লেখ করো।
উঃ গণসার্বভৌমিকতা এবং ধর্মনিরপেক্ষতা।
- সংবিধানের প্রস্তাবনায় কি ধরণের সমাজতন্ত্র প্রতিষ্ঠার কথা বলা হয়েছে?
উঃ- গণতান্ত্রিক সমাজতন্ত্র।
🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘
🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here
🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here
🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here
🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here
🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here
🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here
🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here
🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here
🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here
🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here
🔵🔴 দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।