পুলিশ কন্সটেবল পরীক্ষার প্রশ্নোত্তর | Police Constable Exam Question Answer
1. নিম্নের কোন রাজ্যে গোল্ড উপজাতির মানুষেরা বসবাস করে?
(a) হিমাচল প্রদেশ
(b) মনিপুর
(c) মধ্যপ্রদেশ
(d) তামিলনাড়ু
উত্তর:- (c) মধ্যপ্রদেশ
2. সাতবাহন রাজাদের সময় একটি উল্লেখযোগ্য বন্দর ছিল –
(a) সোপারা
(b) তাম্রলিপ্ত
(c) কালিকট
(d) কোচিন
উত্তর:- (a) সোপারা
3. হোয়াইট লজ কোথায় অবস্থিত?
(a) যুক্তরাষ্ট্র
(b) লন্ডন
(c) ইংল্যান্ড
(d) ওয়াশিংটন ডিসি
উত্তর:- (c) ইংল্যান্ড
4. খানুয়ার যুদ্ধে বাবরের প্রধান প্রতিপক্ষ কে ছিলেন?
(a) মাহমুদ লোদী
(b) হিমু
(c) রানা সঙ্গ
(d) এদের কেউ নয়
উত্তর:- (c) রানা সঙ্গ
5. নিম্নলিখিত কোন ভারতীয় রাজ্য আকবর জয় করতে পারেন নি?
(a) কাশ্মীর
(b) বাংলা
(c) বিহার
(d) আসাম
উত্তর:- (d) আসাম
6. পারাদ্বীপ বন্দরটি কোন রাজ্যে অবস্থিত?
(a) গুজরাট
(b) উড়িষ্যায়
(c) মহারাষ্ট্র
(d) অন্ধ্র প্রদেশ
উত্তর:- (b) উড়িষ্যায়
7. জওহরলাল নেহেরু পোর্ট ট্রাস্ট বন্দরটি কোন রাজ্যে অবস্থিত?
(a) গুজরাট
(b) উড়িষ্যায়
(c) মহারাষ্ট্র
(d) অন্ধ্র প্রদেশ
উত্তর:- (c) মহারাষ্ট্র
8. কম্বোডিয়ার প্রাচীন নাম কী ছিল?
(a) পোলাস্কা
(b) সিমেস
(c) অঙ্গোরা
(d) কম্পুচিয়া
উত্তর:- (d) কম্পুচিয়া
9. অশোক চক্র হলো –
(a) শান্তি ও প্রগতির প্রতীক
(b) প্রগতি ও গতিশীল তার প্রতীক
(c) গতিশীলতা ও সাম্যের প্রতি
(d) কোনোটিই নয়
উত্তর:- (a) শান্তি ও প্রগতির প্রতীক
10. বাংলার শেষ স্বাধীন সুলতান কে ছিলেন?
(a) ইলিয়াস শাহ
(b) গিয়াসউদ্দিন মাহমুদ শাহ
(c) নসরৎ শাহ
(d) এদের কেউ নন
উত্তর:- (a) ইলিয়াস শাহ।