সিন্ধু সভ্যতার গুরুত্বপূর্ণ স্থান ও নদীর নাম | Important Places and Rivers of Indus Civilization in Bengali

Hello Students,


Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি Places and Rivers of Indus Civilization in Bengali. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে সিন্ধু সভ্যতার গুরুত্বপূর্ণ স্থান ও নদীর নাম | Important Places and Rivers of Indus Civilization in Bengali ||. নিচে  Solved Question Paper practice set টি যত্নসহকারে পড়ুন ও পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই সিন্ধু সভ্যতার গুরুত্বপূর্ণ স্থান ও নদীর নাম | Important Places and Rivers of Indus Civilization in Bengali || এটি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘



[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]

সিন্ধু সভ্যতার গুরুত্বপূর্ণ স্থান ও নদীর নাম | Important Places and Rivers of Indus Civilization in Bengali

স্থান ➨ নদীর নাম

🔲 হরপ্পা ➨ রাভী

🔲 মহেঞ্জোদরো ➨ সিন্ধু

🔲 লোথাল ➨ ভোগাবর

🔲 কালিবঙ্গান ➨ ঘর্ঘরা

🔲 রোপার ➨ শতদ্রু

🔲 আলমগীরপুর ➨ হিন্দন

🔲 দিমাবাদ ➨ প্রভার

🔲 সুক্তাজেন্দোর ➨ আরবসাগর

🔲 বনওয়ালি ➨ সরস্বতী

🔲 কোটদিজি ➨ সিন্ধু

🔲 বালাকোট ➨ সিন্ধুর উপকূল

🔲 দেশালপুর ➨ ভাদর

🔲 আলহাদিনো ➨ সিন্ধু

🔲 রোজদি ➨ ভাদর

🔲 মানদা ➨ চন্দ্রভাগা

🔶 কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরঃ-

  1. মেহেরগড় সভ্যতার একজন আবিষ্কারকের নাম লেখো?

উত্তরঃ- বিখ্যাত ফরাসি প্রত্নতত্ত্ববিদ জেন ফ্রাঁসোয়া জারেজ মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন।

  1. মেহেরগড় সভ্যতা কবে আবিষ্কৃত হয়?

উত্তরঃ- মেহেরগড় সভ্যতা ১৯৭৪ সালে আবিষ্কৃত হয়।

  1. মেহেরগড় সভ্যতা কোথায় অবস্থিত?

উত্তরঃ- বর্তমান পাকিস্তানের সিন্ধু প্রদেশে ও বালুচিস্তানের মধ্যবর্তী স্থানে – অর্থাৎ বোলান গিরিপথের কাছে ও কোয়েটা শহর থেকে ১৫০ কি.মি. দূরে মেহেরগড় সভ্যতা অবস্থিত ছিল।

  1. মেহেরগড় সভ্যতাটি ভারতের কোন প্রাক ঐতিহাসিক যুগের সভ্যতার নিদর্শন?

উত্তরঃ- মেহেরগড় সভ্যতা ভারতের নতুন প্রস্তর যুগের সমসাময়িক যুগের সভ্যতার নিদর্শন।

  1. ভারতীয় সভ্যতা কত প্রাচীন?

উত্তরঃ- ভারতীয় সভ্যতা প্রায় ৮৫০০ বছরের প্রাচীন।

  1. ভারতের কোন কোন স্থানে প্রাচীন প্রস্তরযুগের নিদর্শন আবিষ্কৃত হয়েছে?

উত্তরঃ- ভারতের পশ্চিম পাঞ্জাব ও দক্ষিণ ভারতের তামিলনাড়ু অঞ্চলে প্রাচীন প্রস্তরযুগের নিদর্শন আবিষ্কৃত হয়েছে।

  1. ভারতের সবচেয়ে প্রাচীন সভ্যতার নাম কী?

উত্তরঃ- ভারতের সবচেয়ে প্রাচীন সভ্যতার নাম মেহেরগড় সভ্যতা।

  1. মেহেরগড় সভ্যতা কোন যুগের সভ্যতা?

উত্তরঃ- মেহেরগড় সভ্যতা নতুন প্রস্তর যুগের সভ্যতা।

  1. হরপ্পা সভ্যতা ভারতের কোন প্রাক ঐতিহাসিক যুগের সভ্যতার নিদর্শন?

উত্তরঃ- হরপ্পা সভ্যতা ভারতের তাম্রপ্রস্তর যুগের সমসাময়িক যুগের সভ্যতার নিদর্শন।

  1. মেহেরগড় সভ্যতা কত দূর বিস্তৃত ছিল?

উত্তরঃ- বর্তমান পাকিস্তানের অন্তর্গত বালুচিস্তানের জোব নদী থেকে পশ্চিম ভারতের সিন্ধু নদ পর্যন্ত মেহেরগড় সভ্যতা বিস্তৃত ছিল।

  1. পশুপালনের ওপর ভিত্তি করে ভারতবর্ষের কোন সভ্যতা গড়ে উঠেছিল?

উত্তরঃ- পশুপালনের ওপর ভিত্তি করে ভারতবর্ষের মেহেরগড় সভ্যতা গড়ে উঠেছিল।

  1. মেহেরগড় সভ্যতার প্রকৃতি কী ধরনের ছিল?

উত্তরঃ- মেহেরগড় সভ্যতা ছিল কৃষিকেন্দ্রিক।

  1. বৈদিক সভ্যতা ভারতের কোন প্রাক ঐতিহাসিক যুগের সভ্যতার নিদর্শন?

উত্তরঃ- বৈদিক সভ্যতা ছিল লৌহযুগের সমসাময়িক যুগের সভ্যতার নিদর্শন।

  1. মেহেরগড় সভ্যতার ৫টি গুরুত্বপূর্ণ কেন্দ্রের নাম করো?

উত্তরঃ- মেহেরগড় সভ্যতার ৫টি গুরুত্বপূর্ণ কেন্দ্রের নাম হল– (ক) মেহেরগড় (খ) কিলে গুল মহম্মদ (গ) কোটদিজি (ঘ) গুমলা (ঙ) মুন্ডিগাক।

  1. সিন্ধু সভ্যতার নিদর্শন কে আবিস্কার করেন?

উত্তরঃ- বাঙালি প্রত্নতত্ত্ববিদ রাখালদাস বন্দোপাধ্যায় সিন্ধু সভ্যতা নিদর্শন আবিস্কার করেন।

অন্যান্য প্রশ্নোত্তর

১৬. সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে?

উওরঃ- খিজির খান

১৭. ভারত সভা কত সালে স্থাপিত হয়?

উওরঃ- ১৮৭৬ সালে

১৮. আলিপুর বোমা মামলায় প্রধান আসামী কে ছিলেন?

উওরঃ- অরবিন্দ ঘোষ

১৯. সন্ধ্যা পত্রিকার সম্পাদক কে ছিলেন?

উওরঃ- ব্রহ্মবান্ধব উপাধ্যায়

২০. বক্সারের যুদ্ধ কত সালে হয়?

উওরঃ- ১৭৬৪ সালে

২১. গদর পার্টির প্রতিষ্ঠাতা কে?

উওরঃ- লালা হরদয়াল

২২. সাইমন কমিশন কত সালে ভারতে আসে?

উওরঃ- ১৯২৮ সালে

২৩. গান্ধী বুড়ি কাকে বলা হয়?

উওরঃ- মাতঙ্গিনী হাজরা

২৪. ভারতছাড়ো আন্দোলনের সূচনা কে করেন?

উওরঃ- গান্ধীজি

২৫. ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন?

উওরঃ- লর্ড মাউন্টব্যাটেন

২৬. নৌ বিদ্রোহ কত সালে হয়?

উওরঃ- ১৯৪৬ সালে

২৭. কুনিক উপাধি কে গ্রহণ করেন?

উওরঃ- অজাতশত্রু

২৮. হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা কে?

উওরঃ- বিম্বিসার

২৯. ফরওয়ার্ড ব্লক কে গঠন করেন?

উওরঃ- সুভাষচন্দ্র বসু

৩০. গান্ধী আরউইন চুক্তি কত সালে হয়?

উওরঃ- ১৯৩১ সালে

৩১. বিক্রম শীল উপাধি কে গ্রহণ করেন?

উওরঃ- ধর্মপাল

৩২. প্রিয়দর্শীকা কে লিখেন?

উওরঃ- হর্ষবর্ধন

৩৩. শিলাদিত্য উপাধি কে গ্রহণ করেন?

উওরঃ- হর্ষবর্ধন

৩৪. কালিদাস কার সভাকবি ছিলেন?

উওরঃ- দ্বিতীয় চন্দ্রগুপ্তের

৩৫. মেঘদুত এর রচয়িতা কে?

উওরঃ- কালিদাস

৩৬. পল্লব বংশের শ্রেষ্ঠ রাজা কে?

উওরঃ- প্রথম নরসিংহ বর্মন

৩৭. গুপ্তাব্দের প্রচলন কবে হয়?

উওরঃ- ৩২০ সালে

৩৮. কনিষ্কের সভাকবি কে ছিলেন?

উওরঃ- অশ্বঘোষ

৩৯. সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে?

উওরঃ- শিমুক

৪০. কে বিক্রমাদিত্য উপাধি গ্রহণ করেন?

উওরঃ- দ্বিতীয় চন্দ্রগুপ্ত

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘



-ঃআরও পড়ুনঃ–

🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here

🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here

🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here

🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here

🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here

🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here

🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here

🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴  ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here 

🔵🔴  দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।