Hello Students,
Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি Places and Rivers of Indus Civilization in Bengali. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে সিন্ধু সভ্যতার গুরুত্বপূর্ণ স্থান ও নদীর নাম | Important Places and Rivers of Indus Civilization in Bengali ||. নিচে Solved Question Paper practice set টি যত্নসহকারে পড়ুন ও পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই সিন্ধু সভ্যতার গুরুত্বপূর্ণ স্থান ও নদীর নাম | Important Places and Rivers of Indus Civilization in Bengali || এটি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।
🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘
[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]
সিন্ধু সভ্যতার গুরুত্বপূর্ণ স্থান ও নদীর নাম | Important Places and Rivers of Indus Civilization in Bengali
স্থান ➨ নদীর নাম
🔲 হরপ্পা ➨ রাভী
🔲 মহেঞ্জোদরো ➨ সিন্ধু
🔲 লোথাল ➨ ভোগাবর
🔲 কালিবঙ্গান ➨ ঘর্ঘরা
🔲 রোপার ➨ শতদ্রু
🔲 আলমগীরপুর ➨ হিন্দন
🔲 দিমাবাদ ➨ প্রভার
🔲 সুক্তাজেন্দোর ➨ আরবসাগর
🔲 বনওয়ালি ➨ সরস্বতী
🔲 কোটদিজি ➨ সিন্ধু
🔲 বালাকোট ➨ সিন্ধুর উপকূল
🔲 দেশালপুর ➨ ভাদর
🔲 আলহাদিনো ➨ সিন্ধু
🔲 রোজদি ➨ ভাদর
🔲 মানদা ➨ চন্দ্রভাগা
🔶 কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরঃ-
- মেহেরগড় সভ্যতার একজন আবিষ্কারকের নাম লেখো?
উত্তরঃ- বিখ্যাত ফরাসি প্রত্নতত্ত্ববিদ জেন ফ্রাঁসোয়া জারেজ মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন।
- মেহেরগড় সভ্যতা কবে আবিষ্কৃত হয়?
উত্তরঃ- মেহেরগড় সভ্যতা ১৯৭৪ সালে আবিষ্কৃত হয়।
- মেহেরগড় সভ্যতা কোথায় অবস্থিত?
উত্তরঃ- বর্তমান পাকিস্তানের সিন্ধু প্রদেশে ও বালুচিস্তানের মধ্যবর্তী স্থানে – অর্থাৎ বোলান গিরিপথের কাছে ও কোয়েটা শহর থেকে ১৫০ কি.মি. দূরে মেহেরগড় সভ্যতা অবস্থিত ছিল।
- মেহেরগড় সভ্যতাটি ভারতের কোন প্রাক ঐতিহাসিক যুগের সভ্যতার নিদর্শন?
উত্তরঃ- মেহেরগড় সভ্যতা ভারতের নতুন প্রস্তর যুগের সমসাময়িক যুগের সভ্যতার নিদর্শন।
- ভারতীয় সভ্যতা কত প্রাচীন?
উত্তরঃ- ভারতীয় সভ্যতা প্রায় ৮৫০০ বছরের প্রাচীন।
- ভারতের কোন কোন স্থানে প্রাচীন প্রস্তরযুগের নিদর্শন আবিষ্কৃত হয়েছে?
উত্তরঃ- ভারতের পশ্চিম পাঞ্জাব ও দক্ষিণ ভারতের তামিলনাড়ু অঞ্চলে প্রাচীন প্রস্তরযুগের নিদর্শন আবিষ্কৃত হয়েছে।
- ভারতের সবচেয়ে প্রাচীন সভ্যতার নাম কী?
উত্তরঃ- ভারতের সবচেয়ে প্রাচীন সভ্যতার নাম মেহেরগড় সভ্যতা।
- মেহেরগড় সভ্যতা কোন যুগের সভ্যতা?
উত্তরঃ- মেহেরগড় সভ্যতা নতুন প্রস্তর যুগের সভ্যতা।
- হরপ্পা সভ্যতা ভারতের কোন প্রাক ঐতিহাসিক যুগের সভ্যতার নিদর্শন?
উত্তরঃ- হরপ্পা সভ্যতা ভারতের তাম্রপ্রস্তর যুগের সমসাময়িক যুগের সভ্যতার নিদর্শন।
- মেহেরগড় সভ্যতা কত দূর বিস্তৃত ছিল?
উত্তরঃ- বর্তমান পাকিস্তানের অন্তর্গত বালুচিস্তানের জোব নদী থেকে পশ্চিম ভারতের সিন্ধু নদ পর্যন্ত মেহেরগড় সভ্যতা বিস্তৃত ছিল।
- পশুপালনের ওপর ভিত্তি করে ভারতবর্ষের কোন সভ্যতা গড়ে উঠেছিল?
উত্তরঃ- পশুপালনের ওপর ভিত্তি করে ভারতবর্ষের মেহেরগড় সভ্যতা গড়ে উঠেছিল।
- মেহেরগড় সভ্যতার প্রকৃতি কী ধরনের ছিল?
উত্তরঃ- মেহেরগড় সভ্যতা ছিল কৃষিকেন্দ্রিক।
- বৈদিক সভ্যতা ভারতের কোন প্রাক ঐতিহাসিক যুগের সভ্যতার নিদর্শন?
উত্তরঃ- বৈদিক সভ্যতা ছিল লৌহযুগের সমসাময়িক যুগের সভ্যতার নিদর্শন।
- মেহেরগড় সভ্যতার ৫টি গুরুত্বপূর্ণ কেন্দ্রের নাম করো?
উত্তরঃ- মেহেরগড় সভ্যতার ৫টি গুরুত্বপূর্ণ কেন্দ্রের নাম হল– (ক) মেহেরগড় (খ) কিলে গুল মহম্মদ (গ) কোটদিজি (ঘ) গুমলা (ঙ) মুন্ডিগাক।
- সিন্ধু সভ্যতার নিদর্শন কে আবিস্কার করেন?
উত্তরঃ- বাঙালি প্রত্নতত্ত্ববিদ রাখালদাস বন্দোপাধ্যায় সিন্ধু সভ্যতা নিদর্শন আবিস্কার করেন।
অন্যান্য প্রশ্নোত্তর
১৬. সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে?
উওরঃ- খিজির খান
১৭. ভারত সভা কত সালে স্থাপিত হয়?
উওরঃ- ১৮৭৬ সালে
১৮. আলিপুর বোমা মামলায় প্রধান আসামী কে ছিলেন?
উওরঃ- অরবিন্দ ঘোষ
১৯. সন্ধ্যা পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উওরঃ- ব্রহ্মবান্ধব উপাধ্যায়
২০. বক্সারের যুদ্ধ কত সালে হয়?
উওরঃ- ১৭৬৪ সালে
২১. গদর পার্টির প্রতিষ্ঠাতা কে?
উওরঃ- লালা হরদয়াল
২২. সাইমন কমিশন কত সালে ভারতে আসে?
উওরঃ- ১৯২৮ সালে
২৩. গান্ধী বুড়ি কাকে বলা হয়?
উওরঃ- মাতঙ্গিনী হাজরা
২৪. ভারতছাড়ো আন্দোলনের সূচনা কে করেন?
উওরঃ- গান্ধীজি
২৫. ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন?
উওরঃ- লর্ড মাউন্টব্যাটেন
২৬. নৌ বিদ্রোহ কত সালে হয়?
উওরঃ- ১৯৪৬ সালে
২৭. কুনিক উপাধি কে গ্রহণ করেন?
উওরঃ- অজাতশত্রু
২৮. হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা কে?
উওরঃ- বিম্বিসার
২৯. ফরওয়ার্ড ব্লক কে গঠন করেন?
উওরঃ- সুভাষচন্দ্র বসু
৩০. গান্ধী আরউইন চুক্তি কত সালে হয়?
উওরঃ- ১৯৩১ সালে
৩১. বিক্রম শীল উপাধি কে গ্রহণ করেন?
উওরঃ- ধর্মপাল
৩২. প্রিয়দর্শীকা কে লিখেন?
উওরঃ- হর্ষবর্ধন
৩৩. শিলাদিত্য উপাধি কে গ্রহণ করেন?
উওরঃ- হর্ষবর্ধন
৩৪. কালিদাস কার সভাকবি ছিলেন?
উওরঃ- দ্বিতীয় চন্দ্রগুপ্তের
৩৫. মেঘদুত এর রচয়িতা কে?
উওরঃ- কালিদাস
৩৬. পল্লব বংশের শ্রেষ্ঠ রাজা কে?
উওরঃ- প্রথম নরসিংহ বর্মন
৩৭. গুপ্তাব্দের প্রচলন কবে হয়?
উওরঃ- ৩২০ সালে
৩৮. কনিষ্কের সভাকবি কে ছিলেন?
উওরঃ- অশ্বঘোষ
৩৯. সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে?
উওরঃ- শিমুক
৪০. কে বিক্রমাদিত্য উপাধি গ্রহণ করেন?
উওরঃ- দ্বিতীয় চন্দ্রগুপ্ত
🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘
🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here
🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here
🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here
🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here
🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here
🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here
🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here
🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here
🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here
🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here
🔵🔴 দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।