Physics Question answer in Bengali | পদার্থবিদ্যা গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর | Part-23

Hello Students,


Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি Physics Question answer in Bengali | পদার্থবিদ্যা গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে Physics Question answer in Bengali | পদার্থবিদ্যা গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ||. নিচে  Solved Question Paper practice set টি যত্নসহকারে পড়ুন ও পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই Physics Question answer in Bengali | পদার্থবিদ্যা গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর || এটি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘



[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]

Physics Question answer in Bengali | পদার্থবিদ্যা গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

  1. নীচের কোনটি গ্রিন হাউস গ্যাস নয়?

(A) মিথেন
(B) জলীয় বাষ্প
(C) কার্বন ডাই-অক্সাইড
(D) অক্সিজেন

উত্তরঃ- (D) অক্সিজেন

  1. নীচের কোন্ গ্যাসটি ভূপৃষ্ঠ থেকে বিকিরিত দীর্ঘ তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট অবলোহিত রশ্মি শােষণ করে?

(A) N2
(B) O2
(C) CH4
(D) He

উত্তরঃ- (C) CH4

  1. বায়ুমণ্ডলের কোন্ স্তরটি জলচক্র, উষ্ণতা আবহাওয়া নিয়ন্ত্রণ করে?

(A) ট্রপােস্ফিয়ার
(B) স্ট্রাটোস্ফিয়ার
(C) মেসােস্ফিয়ার
(D) থার্মোস্ফিয়ার

উত্তরঃ- (A) ট্রপােস্ফিয়ার

  1. বায়ুমণ্ডলের কোন্ স্তরে জলীয় বাষ্প থাকে?

(A) থার্মোস্ফিয়ার
(B) মেসসাস্ফিয়ার
(C) ট্রপােস্ফিয়ার
(D) স্ট্র্যাটোস্ফিয়ার

উত্তরঃ- (C) ট্রপােস্ফিয়ার

  1. বায়ুমণ্ডলের প্রধান উপাদান কোনটি?

(A) O2
(B) N2 
(C) H2O
(D) CO2

উত্তরঃ- (B) N2

  1. বায়ুমণ্ডলের কোন্ স্তরের মধ্য দিয়ে জেটপ্লেন চলাচল করে?

(A) ট্রপােস্ফিয়ার
(B) স্ট্রাটোস্ফিয়ার
(C) মেসােস্ফিয়ার
(D) এক্সোস্ফিয়ার

উত্তরঃ- (B) স্ট্রাটোস্ফিয়ার

  1. বায়ুমণ্ডলের শীতলতম স্তরটির নাম কী?

(A) ট্রপােস্ফিয়ার
(B) স্ট্রাটোস্ফিয়ার
(C) মেসসাস্ফিয়ার
(D) থার্মোস্ফিয়ার

উত্তরঃ- (C) মেসসাস্ফিয়ার

  1. বায়ুমণ্ডলের কোন্ স্তরে উল্কা ভস্মীভূত হয়?

(A) ট্রপােস্ফিয়ার
(B) স্ট্রাটোস্ফিয়ার
(C) থার্মোস্ফিয়ার
(D) মেসােস্ফিয়ার

উত্তরঃ- (D) মেসােস্ফিয়ার

  1. বেতার তরঙ্গ প্রতিফলিত করে বেতার যােগাযােগে সাহায্য করে বায়ুমণ্ডলের কোন স্তরে?

(A) ওজোননাস্ফিয়ার
(B) আয়নােস্ফিয়ার
(C) মেসসাস্ফিয়ার
(D) এক্সোস্ফিয়ার

উত্তরঃ- (B) আয়নােস্ফিয়ার

  1. গ্লোবাল ওয়ার্মিং-এর ফলে কোটি ঘটে না?

(A) ঋতুচক্রের পরিবর্তন
(B) সমুদ্রের জলতলের উচ্চতা বৃদ্ধি পাবে
(C) দিনরাত্রির দৈর্ঘ্য পরিবর্তন
(D) মহাসাগরীয় স্রোতের পরিবর্তন

উত্তরঃ- (C) দিনরাত্রির দৈর্ঘ্য পরিবর্তন

  1. সালােকসংশ্লেষ প্রক্রিয়া ব্যাহত করে কোন্ রশ্মি ?

(A) বেতার তরঙ্গ
(B) অবলােহিত রশ্মি
(C) অতিবেগুনি রশ্মি
(D) কোনােটিই নয়

উত্তরঃ- (C) অতিবেগুনি রশ্মি

  1. নীচের কোটি জীবাশ্ম জ্বালানি নয় ?

(A) কয়লা
(B) পেট্রোলিয়াম
(C) CNG
(D) বায়ােগ্যাস

উত্তরঃ- (D) বায়ােগ্যাস

  1. নীচের কোনটির তাপন মূল্য সর্বাধিক?

(A) কেরােসিন
(B) ডিজেল
(C) LPG
(D) CNG

উত্তরঃ- (C) LPG

  1. ‘Sweet Gas’-এর প্রধান উপাদান কী?

(A) CNG
(B) H2S
(C) CO2
(D) SO2

উত্তরঃ- (A) CNG

  1. নীচের কোটি বায়ােমাস শক্তি নয়?

(A) কৃষি বর্জ্য
(B) পােলট্রি বর্জ্য
(C) ডেয়ারি বর্জ্য
(D) কলকারখানার অজৈব বর্জ্য

উত্তরঃ- (D) কলকারখানার অজৈব বর্জ্য

  1. বায়ােগ্যাসের প্রধান উপাদান কী?

(A) CH4
(B) C2H2
(C) H2
(D) CO2

উত্তরঃ- (A) CH4

  1. LPG এর প্রধান উপাদান কী?

(A) মিথেন
(B) ইথেন
(C) প্রপেন
(D) বিউটেন।

উত্তরঃ- (D) বিউটেন।

  1. CNG-এর প্রধান উপাদান কী?

(A) বিউটেন
(B) মিথেন
(C) ইথেন
(D) প্রপেন

উত্তরঃ- (B) মিথেন

  1. মিথনোজেনিক ব্যাকটেরিয়া বিপাকের ফলে কোন্ গ্যাস উৎপন্ন করে?

(A) CO2
(B) H2
(C) C2H2
(D) CH4

উত্তরঃ- (D) CH4

  1. একটি সৌরকোশে কত বিভব পার্থক্য সৃষ্টি হয় ?

(A) 0.05 V
(B) 0.5 V
(C) 5V
(D) 50 V

উত্তরঃ- (B) 0.5 V

Also Read:- Daily Current Affairs in Bengali

Also Read:- Daily Current Affairs in English

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘



-ঃআরও পড়ুনঃ–

🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here

🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here

🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here

🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here

🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here

🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here

🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here

🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴  ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here 

🔵🔴  দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।