Hello Students,
Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি Physics Important MCQ || ভৌতবিজ্ঞান গুরুত্বপূর্ণ MCQ প্রশ্নোত্তর. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে Physics Important MCQ || ভৌতবিজ্ঞান গুরুত্বপূর্ণ MCQ প্রশ্নোত্তর ||. নিচে Solved Question Paper practice set টি যত্নসহকারে পড়ুন ও পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই Physics Important MCQ || ভৌতবিজ্ঞান গুরুত্বপূর্ণ MCQ প্রশ্নোত্তর || এটি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।
🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘
[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]
Physics Important MCQ || ভৌতবিজ্ঞান গুরুত্বপূর্ণ MCQ প্রশ্নোত্তর
1) একটি পোলার দ্রাবকের উদাহরণ হল
(a) বেঞ্জিন
(b)ক্লোরোফর্ম
(c) ইথার
(d) জল
উত্তরঃ- জল
2) উষ্ণতা বৃদ্ধি করলে ধাতুর মধ্য দিয়ে তড়িৎপ্রবাহের মাত্রা-
(a) বৃদ্ধি পায়
(b) হ্রাস পায়
(c) অপরিবর্তিত থাকে
(d) হ্রাস পায় অথবা বৃদ্ধি পায়
উত্তরঃ- হ্রাস পায়
3) আলোকের প্রতিসরণে আপতন কোণ ‘i’ এবং প্রতিসরণ কোণ ‘r’-এর মধ্যে সম্পর্কটি হল–
a) Sini/Sinr =ধ্রুবক
(b) sini × sinr = ধ্রুবক।
(c) i/r= ধ্রুবক
(d) Sini/Cosr = ধ্রুবক
উত্তরঃ- Sini/Sinr =ধ্রুবক
4) বায়ুমণ্ডলের শীতলতম অঞ্চল হল—
(a)ট্রোপোপজ
(b) মেসোপজ
(c) স্ট্র্যাটোপজ
(d) থার্মোপজ
উত্তরঃ- মেসোপজ
5) নীচের কোটি স্কেলার রাশি নয়?
A) শক্তি
B) উষ্ণতা
C) ঘনত্ব
D) ওজন
উত্তরঃ- ওজন
6) কোন বস্তুকে পৃথিবীর বাইরে কোন গ্রহে নিয়ে গেলে তার ভরের যে পরিবর্তন হবে
A) কমে শূন্য হয়ে যাবে
B) একই থাকবে
C) বেড়ে যাবে
D) কোনোটিই নয়
উত্তরঃ- একই থাকবে
7) হাতে স্পিটির ঢাললে ঠাণ্ডা লাগে কারণ, ইহা
A) লীনতাপ হ্রাস করে
B) তাপীয় বিকিরণ কমায়
C) বায়ু চলাচল বৃদ্ধি করে
D) বাম্পায়নের হার বৃদ্ধি করে
উত্তরঃ- বাম্পায়নের হার বৃদ্ধি করে
8) কত উয়তায় জলের ঘনত্ব সর্বাধিক হয়?
A) 25°C
B) 0°C
C) 4°C
D) 50°C
উত্তরঃ- 4°C
9) বস্তুর দ্রুতি হল
A) দ্রুতি = অতিক্রান্ত দূরত্ব/সময়
B) অতিক্রান্ত দূরত্ব xত্বরণ
C) দ্রুতি = অতিক্রান্ত দূরত্ব x সময়
D) কোনোটিই নয়
উত্তরঃ- দ্রুতি = অতিক্রান্ত দূরত্ব/সময়
10) S.I. পদ্ধতিতে ত্বরণের একক হল—
A) মিটার/সেকেন্ড
B) মিটার/সেকেন্ড2
C) সেমি/সেকেন্ড2
D) কোনোটিই নয়
উত্তরঃ- মিটার/সেকেন্ড2
11) বলের বিরুদ্ধে কৃতকার্য হলে, বলের প্রয়োগ বিন্দুর সরণ—
A) বলের অভিমুখে হয়
B) বলের অভিমুখের বিপরীত হয়
C) সরণ হয় না
D) কোনোটিই নয়
উত্তরঃ- বলের অভিমুখের বিপরীত হয়
12) S.I. পদ্ধতিতে তাপের একক হল—
A) ক্যালরি
B) জুল
C) থার
D) কোনোটিই নয়
উত্তরঃ- জুল
13) জেটের কার্যনীতি হল
A) ভরের সংরক্ষণ সূত্র
B) শক্তি সংরক্ষণ সূত্র
C) রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র
D) কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র
উত্তরঃ- রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র
14) কোনো তলকে মসৃণ করা হলে ঘর্ষণ গুণাঙ্কের কী পরিবর্তন হবে?
A) এটি দ্বিগুণ হবে
B) এটি অর্ধেক হবে
C) এটি অপরিবর্তিত থাকবে
D) কোনোটিই নয়
উত্তরঃ- এটি দ্বিগুণ হবে
15) গ্যালভানাইজড আয়রন হল প্রকৃতপক্ষে –
(a) Zn প্রলিপ্ত আয়রন
(b) Sn-প্রলিপ্ত আয়রন
(c) Ni-প্রলিপ্ত আয়রন
(d) Cr প্রলিপ্ত আয়রন
উত্তরঃ- Zn প্রলিপ্ত আয়রন
- – 1- B.O.T = ?
(A) 1000 ওয়াট – ঘন্টা
(B) 100 ওয়াট – ঘন্টা
(C) 10 ওয়াট – ঘন্টা
(D) 1 ওয়াট – ঘন্টা
উত্তরঃ- 1000 ওয়াট – ঘন্ট।
- নিচের কোন সূত্রটি শক্তির সংরক্ষণ সূত্র হিসেবে বিবেচিত হয় ?
(A) ওমের সূত্র
(B) ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম
(C) অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম
(D) লেঞ্জের সূত্র
উত্তরঃ- লেঞ্জের সূত্র।
- ফিউজ তারের বৈশিষ্ট্য কী?
(A) রোধ বেশি, গলনাঙ্ক কম
(B) রোধ কম ও গলনাঙ্ক বেশি
(C) রোধ ও গলনাঙ্ক দুটোই কম
(D) রোধ ও গলনাঙ্ক দুটোই বেশি
উত্তরঃ- রোধ বেশি, গলনাঙ্ক কম।
- সবচেয়ে বেশি বিদ্যুৎ বাচাঁয়-
(A) LED
(B) CFL
(C) ভাস্বর বাতি
(D) হ্যালোজেন ল্যাম্প
উত্তরঃ- LED.
- পারদ জনিত দূষণ ঘটে –
(A) LED
(B) CFL
(C) ভাস্বর বাতি
(D) হ্যালোজেন ল্যাম্প
উত্তরঃ- ভাস্বর বাতি
- একটি ইলেকট্রিক ইস্ত্রির গায়ে লেখা আছে 220V- 1100W. ইস্ত্রিটির রোধ কত?
(A) 44 ওহম
(B) 66 ওহম
(C) 88 ওহম
(D) 132 ওহম
উত্তরঃ- 44 ওহম।
- দুটি রোধ সমান্তরাল সমবায়ে যুক্ত। রোধ দুটি হল 100 ওহম এবং 200 ওহম। এদের ক্ষমতা অনুপাত কত হবে?
(A) 1:2
(B) 2:1
(C) 4:1
(D) 1:4
উত্তরঃ- 2:1
- বৈদ্যুতিক ডায়নামো কোনটির ভিত্তিতে কাজ করে?
(A) তড়িৎচুম্বকীয় আবেশ
(B) তড়িৎ প্রবাহের উপর চৌম্বক ক্রিয়া
(C) তড়িৎ প্রবাহের তাপীয় ফল
(D) চুম্বকের ওপর তড়িৎপ্রবাহের ক্রিয়া
উত্তরঃ- তড়িৎচুম্বকীয় আবেশ।
- তড়িৎ ক্ষমতা P, বিভব প্রভেদ V, এবং রোধ R – এদের মধ্যে সম্পর্কটি হলো-
(A) PR2=V2
(B) V2=PR
(C) P=V2/R
(D) P=V2R
উত্তরঃ- P=V2/R।
- রোধাঙ্ক -এর এস.আই একক কোনটি?
(A) ওহম- সেমি
(B) ওহম- সেমি-1
(C) ওহম- মিটার
(D) ওহম- মিটার -1
উত্তরঃ- ওহম- মিটার
- রোধাঙ্কের সিজিএস একক কী?
(A) ওহম- সেমি
(B) ওহম- সেমি-1
(C) ওহম- মিটার
(D) ওহম- মিটার -1
উত্তরঃ- ওহম- সেমি।
- বার্লোচক্রের কার্যনীতি কোন নীতির উপর কাজ করে?
(A) ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম
(B) ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম
(C) দক্ষিণ মুষ্টি নিয়ম
(D) অ্যাম্পেয়ারের সন্তরণ নিয়ম
উত্তরঃ- ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম।
- ফ্লেমিং এর বামহস্ত নিয়মকে কাজে লাগিয়ে নিচের কোনটি তৈরি করা হয়?
(A) বৈদ্যুতিক হিটার
(B) জেনারেটর
(C) বৈদ্যতিক মোটর
(D) ইস্ত্রি
উত্তরঃ- বৈদ্যতিক মোটর।
🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘
🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here
🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here
🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here
🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here
🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here
🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here
🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here
🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here
🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here
🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here
🔵🔴 দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।