ভৌত বিজ্ঞান প্রশ্ন ও উত্তর (Physical science top questions and answers in bengla) Part-4

Hello Students,


Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি Physical science top questions and answers in bengla set. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। এবার ভৌত বিজ্ঞান প্রশ্ন ও উত্তর (Physical science top questions and answers in bengla) set প্রতিযোগিতা মূলক পরীক্ষার বিষয়ভিত্তিক প্রশ্ন ও উওর আপনাদের জন্য নিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে  ভৌত বিজ্ঞান প্রশ্ন ও উত্তর (Physical science top questions and answers in bengla) set. নিচে  ভৌত বিজ্ঞান প্রশ্ন ও উত্তর (Physical science top questions and answers in bengla) set টি যত্নসহকারে পড়ুন ও যে কোনো প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই  Physical Science questions and answers set  টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

🔘🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘🔘

ভৌত বিজ্ঞান প্রশ্ন ও উত্তর (Physical science top questions and answers in bengla):

  1. কোন রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয়?

উওরঃ- কালো

  1. মটরগাড়ির হেড লাইটে কোন দর্পন ব্যবহার করা হয়? 

উওরঃ- অবতল।

  1. রান্না করার হাড়িপাতিল সাধারণত এলুমেনিয়াম ব্যবহার করা হয় কারণ?

উওরঃ- এতে দ্রুত তাপ সঞ্চালিত হয়ে খাদ্যদ্রব্য তাড়াতাড়ি সিদ্ধ হয়।

  1. পৃথিবীর ঘূর্ণনের ফলে আমরা ছিটকে পড়ি না কেন ?

উওরঃ- মধ্যাকর্ষণ বলের জন্য।

  1. কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি ?

উওরঃ- কঠিন।

  1. একক সময়ে শব্দ যে দুরত্ব অতিক্রম করে তাকে বলে ?

উওরঃ- শব্দের গতি।

  1. বিদ্যুৎ পরিবাহী তাপমাত্রা ও প্রস্থচ্ছেদ অপরিবর্তিত থাকলে দৈর্ঘ্য বাড়ালে রোধে কি ঘটবে?

উওরঃ- রোধ বাড়বে।

  1. প্যাসকেলের সূত্রটি প্রযোজ্য?

উওরঃ- তরল ও বায়বীয় পদার্থের ক্ষেত্রে।

  1. International System of Unite কে সংক্ষেপে বলে?  

উওরঃ- S.I পদ্ধতি।

  1. কোন বস্তুর ত্বরণ বলতে কি বুঝায় ?

উওরঃ- সময়ের সাথে বেগ বৃদ্ধির হার।

  1. নিউটন কি?

উওরঃ- বলের একক।

  1. পাত্রে আবদ্ধ তরল পদার্থের কোন অংশে চাপ প্রয়োগ করলে কি ঘটবে? 

উওরঃ- পদার্থের সবদিকে চাপ সমানভাবে সঞ্চালিত হয়।

  1. দুটি স্বচ্ছ মাধ্যমের বিভেদ তলে আলোকরশ্মির দিক পরিবর্তনের ঘটনাকে বলে ?

উওরঃ- প্রতিসরণ।

  1. লাল ও সবুজ রং মিশিয়ে কোন রং পাওয়া যায় ?

উওরঃ- হলুদ।

  1. ডায়নামো কি ?

উওরঃ- যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরের যন্ত্র।

🔵🔴 ভৌত বিজ্ঞান প্রশ্ন ও উত্তর Part-3👉 Click Here

🔵🔴  ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here 

🔵🔴  দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here