ভৌত বিজ্ঞান প্রশ্ন ও উত্তর (Physical science top questions and answers in bengali) Part-2

Hello Students,


Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি Physical science top questions and answers set. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। এবার Physical science top questions and answers set প্রতিযোগিতা মূলক পরীক্ষার বিষয়ভিত্তিক প্রশ্ন ও উওর আপনাদের জন্য নিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে  Physical science top questions and answers set. নিচে questions and answers set টি যত্নসহকারে পড়ুন ও যে কোনো প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই  Physical science top questions and answers set  টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

🔘🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘🔘

ভৌত বিজ্ঞান প্রশ্ন ও উত্তর (Physical science top questions and answers in bengali):

  1. ভিনিগার কাকে বলে ?

উত্তরঃ- ৪-১০% অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণকে।

  1. অ্যাকোয়া রেজিয়া বা অম্লরাজ কাকে বলে ?

উত্তরঃ- ১:৩ অনুপাতের নাইট্রিক ও হাইড্রোক্ষরিক অ্যাসিড

  1. ইস্পাতে কার্বনের শতকরা পরিমাণ কত ?

উত্তরঃ- ০.১৫-১.৫%

  1. ইস্পাত তৈরিতে লােহার সঙ্গে কী মেশাতে হয় ?

উত্তরঃ- কার্বন

  1. উড স্পিরিট কী ?

উত্তরঃ- মিখাইল অ্যালকোহল

  1. বিশ্বে আবিষ্কৃত মৌলিক পদার্থ কতটি ?

উত্তরঃ- ১১৮ টি

  1. সর্বাপেক্ষা হালকা ধাতু কোনটি ?

উত্তরঃ- লিথিয়াম

  1. পাইরােমিটার কী ?

উত্তরঃ- সূর্যের উত্তাপ নির্ণায়ক যন্ত্র বা উচ্চ তাপমাত্রা মাপক যন্ত্র।

  1. সােনায় মরিচা ধরে না কেন ?

উত্তরঃ- সােনা অনেকটা নিস্ক্রিয় ধাতু বলে

  1. মুক্তার ওজনের এককের নাম কী ?

উত্তরঃ- গ্রেন

  1. কলের জলে সাধারণত কোন উপাদান বেশি থাকে ?

উত্তরঃ- আয়রণ (লৌহ)

  1. ডিডিটির (DDT) পূর্ণরূপ কি ?

উত্তরঃ- ডাই-ক্লোরাে-ডাই-ফিনাইল-ট্রাই -ক্লোরাে- ইথেন

  1. টিএনটির (TNT) পূর্ণরুপ কি ?

উত্তরঃ- ট্রাই নাইট্রো টলুইন

  1. সাবানের রাসায়নিক নাম কি ?

উত্তরঃ- সােডিয়াম স্টিয়ারেট

  1. টেস্টিং সল্ট এর রাসায়নিক নাম কি ?

উত্তরঃ- সােডিয়াম মনােপ্লুটামেট

  1. পেট্রোলের অপর নাম কি ?

উত্তরঃ- গ্যাসােলিন

🔵🔴  ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here 

🔵🔴  দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here