Hello Students,
Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, edu.bengaliportal.com আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি Physical science questions and answers set. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। এবার ভৌত বিজ্ঞান প্রশ্ন ও উত্তর (Physical science questions and answers) set প্রতিযোগিতা মূলক পরীক্ষার বিষয়ভিত্তিক প্রশ্ন ও উওর আপনাদের জন্য নিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে ভৌত বিজ্ঞান প্রশ্ন ও উত্তর (Physical science questions and answers) set. নিচে ভৌত বিজ্ঞান প্রশ্ন ও উত্তর set টি যত্নসহকারে পড়ুন ও যে কোনো প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই ভৌত বিজ্ঞান প্রশ্ন ও উত্তর set টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।
🔘🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘🔘
ভৌত বিজ্ঞান প্রশ্ন ও উত্তর (Physical science questions and answers):
- অ্যাসিডে কোন মৌল প্রতিস্থাপিত হয় ?
উত্তর:- H2
- সােনার গহনা তৈরীতে কোন অ্যাসিড ব্যবহৃত হয় ?
উত্তর:- নাইট্রিক অ্যাসিড
- টয়লেটে ব্যবহৃত পরিষ্কারকে কি থাকে ?
উত্তর:- অ্যাসিড
- ব্যাটারিতে কোন অ্যাসিড থাকে না ?
উত্তর:- সালফিউরিক অ্যাসিড
- সাপের উপদ্রব কমাতে ব্যাবহৃত হয়
উত্তর:- কার্বলিক অ্যাসিড
- পাকস্থলিতে থাকে কোন অ্যাসিড
উত্তর:- HCL
- রকেটে জ্বালানীর সাথে কি ব্যবহার করা হয় ?
উত্তর:- HNO3
- খাবার জল বিশুদ্ধ করতে কি ব্যবহার করা হয় ?
উত্তর:- ক্লোরিন
- বিশুদ্ধ জলের pH কত ?
উত্তর:- 7
- পরম তাপমাত্রা স্কেলের আবিষ্কারক
উত্তর:- কেলভিন
- পরমানুর নিউক্লিয় তত্ত্বের প্রবক্তা ?
উত্তর:- রাদার ফোর্ড
- তড়িত চুম্বকীয় বিকিরন উদ্মাটন করেন কে ?
উত্তর:- হার্জ
- পরমানুর ফিশন যােগ্যতা কে আবিষ্কার করেন ?
উত্তর:- অটোহান
- ফিশন যােগ্যতা দিয়ে কি করা যায় ?
উত্তর:- প্রচুর শক্তি উৎপাদন হবে
- বেতার যােগাযােগ উদ্ভাবন করেন কে ?
উত্তর:- মার্কনী