Hello Students,
Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি Physical science best questions and answers set. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। এবার Life Science questions and answers set প্রতিযোগিতা মূলক পরীক্ষার বিষয়ভিত্তিক প্রশ্ন ও উওর আপনাদের জন্য নিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে Life Science questions and answers set set. নিচে Life Science questions and answers set টি যত্নসহকারে পড়ুন ও যে কোনো প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই Life Science questions and answers set টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।
🔘🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘🔘
ভৌত বিজ্ঞান প্রশ্ন ও উত্তর (Physical science best questions and answers):
- একটি বৈদ্যুতিক পাখা ধীরে চালালে বিদ্যুৎ খরচ হবে ?
উওরঃ- সমান বা একই হয়।
- রঙ্গিন টেলিভিশন থেকে ক্ষতিকর যে রশ্মি নির্গত হয় ?
উওরঃ- গামা রশ্মি।
- পানিকে বরফে পরিনত করলে এর আয়তন ?
উওরঃ- বাড়ে।
- বর্ণান্ধ লোকেরা কোন রং বুঝতে পারে না ?
উওরঃ- লাল, নীল, সবুজ।
- কোথায় সাঁতার কাটা কম অসাধ্য ?
উওরঃ- সাগরে।
- উষ্ণতার একক কিভাবে পরিমাপ করা হয় ?
উওরঃ- কেলভিন।
- হীঁরা আঁধারে চক চক করে কেন?
উওরঃ- উচ্চ প্রতিসরাঙ্কের কারনে আলোর প্রতিসরণ ঘটে।
- আবহাওয়ার 90% আদ্রতা বলতে কি বুঝায় ?
উওরঃ- বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সম্পৃক্ত অবস্থায় 90%।
- ভূমিকম্প মাপার যন্ত্র কি ?
উওরঃ- সিসমোগ্রাফ বা সিসমোমিটার।
- উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র ?
উওরঃ- ট্যাকোমিটার।
- কোন যন্ত্র দিয়ে বিদ্যুৎ পরিমাপ করা হয় ?
উওরঃ- অ্যামিটার।
- বাতাসের আদ্রতা পরিমাপ যন্ত্র ?
উওরঃ- হাইগ্রোমিটার।
- ডুবোজাহাজ হতে পানির উপরে কোন বস্তু দেখার জন্য ব্যবহৃত হয় ?
উওরঃ- পেরিস্কোপ।
- সমুদ্র নীল দেখানোর কারন হলো আপতিত সূর্য রশ্মির?
উওরঃ- বিক্ষেপন।
- সেলসিয়াস স্কেলে তাপমাত্রা 0° ডিগ্রি হলে তা ফারেনহাইট স্কেলে হবে ?
উওরঃ- 32 ফারেনহাইট।
🔵🔴 ভৌত বিজ্ঞান প্রশ্ন ও উত্তর Part-4- Click Here
🔵🔴 ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here