মাধ্যমিক ভৌতবিজ্ঞান প্রশ্নোত্তর অধ্যায়- ভৌত বিজ্ঞান ও পরিবেশ | Physical Science and Environment Questions Answers
- পাস্কাল (Pa) কীসের একক লেখো?
উওর:- চাপের একক।
- প্রতিমোল গ্যাস অণুর গড় গতিশক্তির মান কত হয়?
উওর:- 3/2 RT।
- 50g একটি গ্যাসের STP-তে আয়তন 56 লিটার হলে গ্যাসটির আণবিক ভর কত হবে?
উওর:- 200
- কোন রাসায়নিক বিক্রিয়ায় তাপ শোষিত হলে তাকে কী বলা হয়ে থাকে?
উওর:- তাপগ্রাহী বিক্রিয়া
- a ও n, এর মধ্যে সম্পর্কটি উল্লেখ করো।
উওর:- ৩ c = 5;
- গ্যালভানাইজেশন বলতে কি বোঝো? মরচে নিবারণ এই প্রক্রিয়ায় করার কারণ কী?
উত্তর:- গ্যালভাইনাইজেশন বলতে বোঝায় মরিচা নিবারণের জন্য আয়রণজাত দ্রব্যের ওপর গলিত জিংকের প্রলেপ দেওয়া হয়ে থাকে। একে জিংক গ্যালভানাইজেশন বলা হয়ে থাকে। আয়রন অপেক্ষা জিংক অধিক তড়িৎ ধনাত্মক ধাতু। তাই জিংক ও আয়রন একই সঙ্গে উপস্থিত থাকলে আদ্র বায়ুতে আয়রনের আগে জিংক জারিত হয়। ফলে আয়রনের মরচে পড়া বাধাপ্রাপ্ত হয়। তাই মরচে নিবারণের জন্য গ্যালভানাইজেশন করা হয়ে থাকে।
- CGS পদধতিতে তাপ পরিবাহিতার একক লেখো?
উওর:- Calcm-1 .n . -1 .s- .
- কোন লেন্সকে অপসারী লেন্স বলা হয়ে থাকে?
উওর:- অবতল লেন্সকে।
- বিবর্ধক কাচ হিসেবে কোন প্রকারের লেন্স ব্যবহৃত হয়ে থাকে?
উওর:- উত্তল লেন্স।
- একটি দর্পণ সমতল, অবতল এবং উত্তল কোন প্রকৃতির তা কীভাবে বোঝা যায়?
উওর:- কোন দর্পণের কাছে একটি পেন রাখলে যদি সমান মাপের প্রতিবিম্বদেখা যায়, তাহলে বুঝতে হবে যে দর্পনটি সমতল। যদি প্রতিবিম্ব বিবর্ধিত হয় তবে সেই দর্পনটি অবতল। আর যদি প্রতিবিম্ব সমশীর্ষ এবং হেলে অবস্থান করে তাহলে দর্পনটি হবে উত্তল।