Hello Students,
Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি physical education Important questions and answers pdf. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে শারীরশিক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর || physical education Important questions and answers || Pdf. নিচে Solved Question Paper practice set টি যত্নসহকারে পড়ুন ও পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই শারীরশিক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর || physical education Important questions and answers || Pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।
🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘
[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]
শারীরশিক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর || physical education Important questions and answers || pdf
- ২০০৪ সালে একমাত্র রৌপ্যপদক প্রাপকের নাম কী ?
উত্তর: রাজ্যবর্ধন সিং রাঠোর শ্যুটিং -এ একমাত্র ভারতীয় রৌপ্যপদক পেয়েছিলেন।
- অলিম্পিক রিং -এর হলুদ রং কোন মহাদেশের প্রতীক ?
উত্তর: এশিয়া মহাদেশের প্রতীক ।
- অলিম্পিক রিং -এর সবুজ রং কোন মহাদেশের প্রতীক ?
উত্তর: অস্ট্রেলিয়া মহাদেশরে প্রতীক ।
- ১৯৯৬ সালে আটলান্টা অলিম্পিকে কোন ভারতীয় লন টেনিসে ব্রোঞ্জ পদক লাভ করেন?
উত্তর: লিয়েন্ডার পেজ ।
- অলিম্পিক রিং -এর নীল রং কোন মহাদেশের প্রতীক ?
উত্তর: ইউরােপ মহাদেশরে প্রতীক ।
- দিল্লীতে কবে দ্বিতীয়বার এশিয়ান গেম -এর আসর বাসে ?
উত্তর: ১৯৮২ সালে ।
- ১৯৯৮ সালের ত্রয়ােদশ এশিয়ান গেমস্ -এর দলগত চ্যাম্পিয়ান হয়েছিল কোন দেশটি ?
উত্তর: চীন ।
- ২০০৬ সালে এশিয়ান গেমস্ কোথায় হয়েছিল ?
উত্তর: দোহা ।
- চতুর্থ এশিয়ান গেমস্ -এর আসর কোথায় বসে ?
উত্তর: জাকাতা ।
- পঞ্চম ও ষষ্ঠ এশিয়ান গেমস্ -এর আসর কোথায় বসে ?
উত্তর: ব্যাঙ্ককে, ১৯৬৬ ও ১৯৭০ সালে ।
- সপ্তম এশিয়ান গেমস -এর আসর কোথায় বসে ?
উত্তর: তেহেরান, ১৯৭৪ সালে ।
- অষ্টম এশিয়ান গেমস -এর আসর কোথায় বসে ?
উত্তর: ব্যাঙ্ককে, ১৯৭৮ সালে ।
- নবম এশিয়ান গেমস -এর আসর কোথায় বসে ?
উত্তর: নিউ দিল্লীতে, ১৯৮২ সালে ।
- ১৯৮৬ সালে দশম এশিয়ান গেমস্ এর আসর কোথায় বসে ?
উত্তর: সিওল
- ১৯৯২ সালে একাদশ এশিয়ান গেমস এর আসর কোথায় বসে ?
উত্তর: পিকিং |
- ১৩ তম এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হয় ?
উত্তর: ব্যাঙ্ককে, ১৯৯৮ ।
- এশিয়ান গেমস প্রতি কত বছর অন্তর অনুষ্ঠিত হয় ?
উত্তর: চার বছর অন্তর ।
- এশিয়ান গেমস -এর মােটো কে নির্বাচন করেন ?
উত্তর: পণ্ডিত জওহরলাল নেহেরু ।
- প্রথম এশিয়ান গেমস -এর উদ্বোধন কে করেন ?
উত্তর: ভারতের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্রপ্রসাদ |
- জ্যোতির্ময়ী সিকদার কত সালে এবং কোন এশিয়ান গেমস -এ পদক পান ?
উত্তর: ১৯৯৮ সালের ব্যাঙ্ককে এশিয়ান গেমস্ -এ পদক পান ।
- জ্যোতির্ময়ী সিকদার কোন ইভেন্টে স্বর্ণ পদক ও রৌপ্য পদক পান ?
উত্তর: ১৫০০ মিটার ও ৮০০ মিটার দৌড়ে স্বর্ণ পদক এবং ৪ × ১০০ মিটার রিলে দৌড়ে রৌপ্য পদক লাভ করেন ।
- প্রথম এশিয়ান গেমস্ -এর ইভেন্ট কি কি ছিল ?
উত্তর: বিভিন্ন দূরত্বের দৌড়, সাঁতার, ডাইভিং, ওয়াটার পােলাে, সাইক্লিং, ভারােত্তলন, ফুটবল, বাস্কেটবল ।
- ফুটবল মাঠের পেনাল্টি এরিয়ার আয়তন কত ?
উত্তর: দৈর্ঘ্য ৪৪ গজ এবং প্রস্থ ১৮ গজ ।
- ফুটবল মাঠের কেন্দ্ৰবৃত্তের ব্যাসার্ধ কত ?
উত্তর: ১০ গজ ।
- ফুটবল মাঠের সর্বাধিক দৈর্ঘ্য কত হতে পারে ?
উত্তর: ১২০ মিটার ।
- ফুটবল মাঠের পেনাল্টি আর্ক কাকে বলে ?
উত্তর: ফুটবল খেলার পেনাল্টি বক্সের উপর স্পটকে কেন্দ্রকরে ১০ গজ ব্যাসার্ধে যে বৃত্তচাপ আঁকা থাকে তাকে পেনাল্টি আর্ক বলে ।
- ফুটবল বিশ্বকাপ কত সালে চালু হয় ?
উত্তর: ১৯৩০ সালে ।
- বিশ্বকাপ ফুটবল প্রতিযােগিতায় উদ্যোক্তার নাম কী ?
উত্তর: বিশ্বকাপ ফুটবল প্রতিযােগিতা উদ্যোক্তার নাম ফিফা ।
- বিশ্বকাপ ফুটবল প্রতিযােগিতায় ‘ জুলেরিমে ’ কাপটি কে উপহার দেন ?
উত্তর: মশিয়ে জুলেরিমে ।
30.” জুলেরিমে ” কাপটি কোন ধাতুর তৈরি ?
উত্তর: সােনার ।
- জুলেরিমে কাপটি চিরদিনের মতাে জয় করার শর্ত কী ছিল ?
উত্তর: কোনও পর পর মােট তিনবার বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ান হলে চিরদিনের মতাে জয় করতে পারত ।
- জুলেরিমে কাপটি চিরকালের মতাে জয় করেছে কোন দেশ ?
উত্তর: ব্রাজিল ।
- বর্তমান বিশ্বকাপের নাম কী ?
উত্তর: ফিফা বিশ্বকাপ ।
- ফুটবলের সম্রাট কাকে বলে ?
উত্তর: পেলে ।
- পেলের সম্পূর্ণ নাম কী ?
উত্তর: অ্যারেন্টস্ ডু নাসিমন্টো এডসন ।
- আন্তর্জাতিক ফুটবল খেলায় পেলের গােল সংখ্যা কত ?
উত্তর: গােল সংখ্যা হল ১২৭৮ টি ।
- বিশ্বকাপ ফুটবলে পেলেকে আমরা প্রথম কবে দেখতে পাই ?
উত্তর: ১৯৫৮ সালে আমরা প্রথম পেলেকে দেখতে পাই ।
- শেষ জীবনে পেলে কোন ক্লাবের হয়ে ফুটবল খেলতেন ?
উত্তর: কসমস ক্লাব ।
- ভারতবর্ষের প্রথম ফুটবল ক্লাবের নাম কী ?
উত্তর: ক্যালকাটা ক্লাব ।
- কত সালে মােহনবাগান ক্লাব প্রতিষ্ঠিত হয় ?
উত্তর: ১৮৮৯ সালে মােহনবাগান ক্লাব প্রতিষ্ঠিত হয় ।
- বােলিং ক্রীজের দৈর্ঘ্য কত ?
উত্তর: ৮৮ (৮ ফুট ৮ ইঞি) ।
- পপিং ক্রিজের দৈর্ঘ্য কত ?
উত্তর: পপিং ক্রিজের দৈর্ঘ্য ৩.৬৬ মিটার বা ১২ ফুট ।
- পেনাল্টি কর্ণার কোন খেলার সাথে যুক্ত ?
উত্তর: হকি ।
- ব্যাডমিন্টনের শাটলের দৈর্ঘ্য কত ?
উত্তর: ৬.৪ থেকে ৭ সেমি ।
- শাটলের পালক সংখ্যা কত ?
উত্তর: ১৪ টি ।
- ব্যাডমিন্টনের র্যাকেটের জলের দৈর্ঘ্য ও প্রস্থ কত ?
উত্তর: দৈর্ঘ্য ৬৮ সেমি এবং প্রস্থ ২৩ সেমি ।
- ব্যাডমিন্টন ককের ব্যাস কত ?
উত্তর: ২.৫ থেকে ২.৮ সেমি ।
- ব্যাডমিন্টন র্যাকেটের জালের দৈর্ঘ্য ও প্রস্থ কত ?
উত্তর: দৈর্ঘ্য ২৮ সেমি এবং প্রস্থ ২২ সেমির মধ্যে ।
- ব্যাডমিন্টনে মহিলাদের সিঙ্গলস্ খেলা কত পয়েন্টের হয় ?
উত্তর: ১১ পয়েন্টের ।
- মহিলা ডাবলস এবং পুরুষদের সিঙ্গলস ব্যাডমিন্টন খেলায় পয়েন্টে সেট হয় ?
উত্তর: ২১ পয়েন্টের
- ব্যাডমিন্টন খেলা কটি সেটে হয় ?
উত্তর: ৩ টি সেটে ।
- ব্যাডমিন্টন নেটের ফাকগুলি কত ?
উত্তর: ১.৫-২ সেমি ।
- ব্যাডমিন্টন খেলার নেটের উচ্চতা কত ?
উত্তর: ১ মিটার ৫২ সেমি ।
- W.B.F.- এর সম্পূর্ণ নাম কী ?
উত্তর: World Badminton Federation.
- ব্যাডমিন্টনে দুটি অভিক্ষার নাম কী ?
উত্তর: ১) মিলার ওয়াল ভলি টেস্ট ২) সার্ভ টেস্ট ।
- টমাস কাপ কোন খেলার সাথে যুক্ত ?
উত্তর : ব্যাডমিন্টন খেলার সাথে যুক্ত ।
- দিল্লীর ন্যাশানাল স্টেডিয়ামের নতুন নাম কী ?
উত্তর: ধ্যানচাঁদ স্টেডিয়াম ।
- বাস্কেট বলের ওজন কত ?
উত্তর: ৬০০ থেকে ৬৫০ গ্রাম ।
- বাস্কেট বল খেলার আবিষ্কারক কাদের বলা হয় ?
উত্তর: ড. জেমস এবং নেসমিথকে বাস্কেট বল খেলার আবিষ্কারক বলা হয় ।
- ভলিবল খেলায় একটি টিমে কতজন খেলােয়াড় মূল খেলায় অংশগ্রহণ করেন ?
উত্তর: একটি টিমে ৬ জন খেলােয়াড় মূল খেলায় অংশগ্রহণ করেন ।
- F.I.V.B. -এর সম্পূর্ণ নাম কী ?
উত্তর: Federation of International Volley Ball.
- এশিয়ান গেমস -এ ভলিবল কবে অন্তর্ভুক্ত হয় ?
উত্তর: ১৯৬৬ সালে ব্যাঙ্কক এশিয়ান গেমস্-এ |
- মহিলাদের বিশ্বকাপ ভলিবল কবে আরম্ভ হয় ?
উত্তর: মহিলাদের ১৯৭৩ সালে ভলিবল আরম্ভ হয় |
- ভলিবলের দুটি অভিক্ষার নাম লেখাে ?
উত্তর: ১) হেলমেন ভলিবল টেস্ট, ২) রাসেল লেঞ্জ ভলিবল টেস্ট |
- ভারতের জাতীয় খেলা কী ?
উত্তর: কবাডি |
- কবাডি খেলার জন্ম কোথায় ?
উত্তর: মহারাষ্ট্রে ।
- কোন অলিম্পিকে কবাডি খেলাকে প্রথম প্রদর্শনী হিসেবে দেখানাে হয়েছে ?
উত্তর: ১৯৩৬ সালে বার্লিন অলিম্পিকে প্রদর্শনী খেলা হিসেবে দেখানাে হয় ।
- কবাডি খেলার সময়সীমা কত ?
উত্তর: পুরুষদের ২০+৫ বিরতি +২০ মিনিট এবং মহিলাদের ১৫+৫ বিরতি +১৫ মিনিট । অর্থাৎ পুরুষদের মােট ৪৫ মিনিট এবং মহিলাদের ৩৫ মিনিট ।
- লােনা শব্দটি কোন খেলার সাথে যুক্ত ?
উত্তর: কবাড়ি ।
- মহিলা কবাডি কোর্টের দৈর্ঘ্য ও প্রস্থ কত ?
উত্তর: মহিলা কবাডি কোর্টের দৈর্ঘ্য ১১ মিটার ও প্রস্থ ৮ মিটার ।
- মহিলা কবাডি কোর্টের মধ্যরেখা থেকে বাক লাইনের দূরত্ব কত ?
উত্তর: ৩ মিটার ।
- একটি কবাডি টিমে কতজন খেলােয়াড় থাকে ?
উত্তর: ১২ জন ।
- কবাড়ি খেলায় কমপক্ষে খেলােয়াড় নিয়ে খেলা শুরু করা যায় ?
উত্তর: ৫ জন ।
- কবাডি খেলা পরিচালনার জন্য কতজন পরিচালক প্রয়ােজন ?
উত্তর: ৬ জন ।
- কবাডি খেলায় প্রতি অর্ধে অধিনায়ক কতবার টাইম আউট নিতে পারে ?
উত্তর: ৩০ সেকেন্ড করে মােট ২ বার ।
- এশিয়ান অ্যামেচার কবাডি ফেডারেশন কত সালে জন্ম লাভ করে ?
উত্তর: ১৯৭৮ সালে এশিয়ান অ্যামেচার কবাড়ি ফেডারেশন গঠিত হয় ।
- এশিয়ান অ্যামেচার কবডি ফেডারেশনের সদস্য দেশগুলির নাম লেখাে ?
উত্তর: ফেডারেশনের সদস্য দেশগুলি হল – নেপাল, পাকিস্তান, বাংলাদেশ, মালয়েশিয়া, শ্রীলঙ্কা ও ভারতবর্ষ ।
- কবাডি খেলায় একটি টিমে কতজন খেলােয়াড় মাঠে নামে ?
উত্তর: ৭ জন ।
- ভারতে কবাডি খেলায় শ্রেষ্ঠ হানাদার কাকে বলা হয় ?
উত্তর: রমা সরকারকে ।
- কবাডি খেলায় কৃতিত্বের জন্য বাংলার বাঘিনী কাকে বলা হয় ?
উত্তর: রমা সরকারকে ।
- খাে-খাে খেলার জন্ম কোথায় ?
উত্তর: মহারাষ্ট্রে ।
- খাে-খাে খেলা পরিচালনার কতজন পরিচালকের প্রয়ােজন ?
উত্তর: ৬ জন ।
- লৌহগােলক -এর পরিধি পুরুষদের কত ?
উত্তর: ১১০-১৩৯ মিলিমিটার ।
- মহিলাদের লৌহগােলক -এর কত ?
উত্তর: ৪ কেজি ।
- লৌহগােলক -এর পরিধি মহিলাদের কত হবে ?
উত্তর: ৯৫-১০০ মিলিমিটার ।
- লৌহগােলক নিক্ষেপের বৃত্তের ব্যাস কত ?
উত্তর: লৌহগােলক নিক্ষেপের ব্যাস হবে ২.১৩৫ মিটার ।
- ডিসকাস ছোঁড়ার ক্ষেত্রের কোণ কত ?
উত্তর: ৩৪.৯২ (ডিগ্রী) কোণ হয় ।
- ডিসকাস নিক্ষেপের বৃত্তের ব্যাস কত হবে ?
উত্তর: ২.৫০ মিটার ডিসকাস নিক্ষেপের বৃত্তের ব্যাস হবে ।
- পুরুষদের ডিসকাসের পরিধি কত ?
উত্তর: ২১৯-২২১ মিলিমিটার ।
- মহিলা ডিসকাসের পরিধি কত ?
উত্তর: ১৮০–১৮২ মিলিমিটার ।
- পুরুষদের ডিসকাসের ওজন কত হবে ?
উত্তর: ২ কেজি ।
- মহিলাদের ডিসকাসের ওজন কত ?
উত্তর: ১ কেজি ।
- ডিসকাস নিক্ষেপের বৃত্তের ব্যাসার্ধ কত ?
উত্তর: ১.২৫ মিটার ।
- জ্যাভলিন নিক্ষেপের ক্ষেত্রের কোণ কত ?
উত্তর: ২৮.৯৬ ডিগ্রি
- পুরুষদের জ্যাভলিন -এর ওজন কত হবে ?
উত্তর: ৮০০ গ্রাম ।
- মহিলা জ্যাভলিন -এর ওজন কত হবে ?
উত্তর: ৬০০ গ্রাম।
- হাইজাম্পের ল্যান্ডিং এলাকা কত হবে ?
উত্তর: দৈর্ঘ্য ১০ মিটার প্রস্থ ৩ মিটার হবে ।
- তিনটি জাম্পিং ইভেন্টের নাম লেখাে ?
উত্তর: হাইজাম্প, লংজাম্প, ট্রিপলজাম্প ।
- শারীরশিক্ষা কাকে বলে ?
উত্তর: শারীরশিক্ষা কার্যাবলীর মধ্য দিয়ে যে শিক্ষা সমগ্র ব্যক্তি সত্তার উন্নতি ঘটায় তাকেই শারীরশিক্ষা বলে । J. E. William -এর মতে, “ Physical Education is the sum of mans physical activities, selected as to kind and conducted as to out comes.”
- সার্কিট ট্রেনিং কাকে বলে ?
উত্তর: কতকগুলি নির্দিষ্ট ব্যায়াম চক্রাকারে নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট সংখ্যক পুনরাবৃত্তি অনুসারে সংগঠিত করা হয়, তাকেই সার্কিট ট্রেনিং বা বৃত্তাকার প্রশিক্ষণ বলে ।
- ক্রিকেট খেলার জন্ম কোথায়?
উত্তরঃ- ইংল্যান্ডে
- ICC প্রতিষ্টিত হয় কখন?
উত্তরঃ- 1909
- প্রথম অলিম্পিক খেলা শুরু হয়
উত্তরঃ- 776 খ্রিঃ পূর্বাব্দ
- আধুনিক অলিম্পিক গেমসের প্রধান রূপকার
উত্তরঃ- ব্যারন পিয়ের দ্য কুবার্তিন
- অলিম্পিকের প্রতিক
উত্তরঃ- পাঁচটি রঙিন বৃত্ত, যা পাঁচটি মহাদেশের মধ্যে পারস্পারিক সমন্বয় নির্দেশ করে
- বীরসা মুন্ডা স্টেডিয়াম কোথায় অবস্থিত?
উত্তরঃ- রাঁচি
- ডুরান্ড কাপ কোন খেলার সাথে যুক্ত?
উত্তরঃ- ফুটবল
- প্রথম কোন ভারতীয় ইংল্যান্ডের হয়ে ক্রিকেট খেলেছিলেন?
উত্তরঃ- রঞ্জিত সিং
- একমাত্র খেলোয়াড় যিনি ফুটবল ও ক্রিকেট উভয়েরই ওয়ার্ল্ড কাপ খেলেছেন?
উত্তরঃ- ভিভ রিচার্ডস
- যে ব্যক্তিকে ‘ভারতের উরন্ত শিখ’ বলা হয়
উত্তরঃ- মিলখা সিং
- প্রথম কমনওয়েলথ গেমস কত সালে অনুষ্ঠিত হয়?
উত্তরঃ- 1930 সালে
- হকি খেলাটি প্রথমে কী নামে পরিচিত ছিল
উত্তরঃ- কমস
- প্রথম এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তরঃ- দিল্লিতে
- পৃথিবীতে প্রথম অলিম্পিক গেমসের আসর বসেছিল
উত্তরঃ- গ্রিসে
- আধুনিক অলিম্পিক গেমস কত সাল থেকে শুরু হয়?
উত্তরঃ- 1896 সালে
- ক্রিকেটে দুটি উইকেটের মধ্যে দূরত্ব কত?
উত্তরঃ- 22 গজ
- ফুটবল গোলপোস্টের উচ্চতা কত?
উত্তরঃ- 8 ফুট
- বিশ্বে প্রথম ফুটবল খেলা কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তরঃ- ইংল্যান্ডে
- হকি খেলার প্রচলন কোন দেশে?
উত্তরঃ- ইংল্যান্ডে
- দাবা খেলার প্রচলন কোন দেশে?
উত্তরঃ- ভারতে
“physical education Important questions and answers Pdf টি সম্পূর্ণ বিনামূল্যে Download করার জন্য নিচে দেওয়া লিংকে Click করুন”
File Details:-
File Name:- physical education Important questions and answers pdf in Bengali [www.edu.bengaliportal.com]
File Format:- Pdf
Quality:- High
Size:- 3 Mb File
Location:- Google Drive
Download:- Click Here to Download
🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘
-ঃআরও পড়ুনঃ–
🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here
🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here
🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here
🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here
🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here
🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here
🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here
🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here
🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here
🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here