প্যারামেডিকেল পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর PDF | Paramedical Entrance Exam Questions Answers
1. জাহাজের গতিবেগ কোন এককের সাহায্যে পরিমাপ করা হয়?
উওরঃ- নট (knot)।
2. সমাঙ্গ পুষ্প কাকে বলে?
উওরঃ- যে ফুলে স্তবকগুলাের অংশ সব সমান হয় সেই ফুলকে সমাঙ্গ পুষ্প বলে।
3. সূর্যাস্তের পর প্রস্ফুটিত হয় ও ভােরের বেলায় শুকিয়ে যায় এমন একটি ফুলের উদাহরণ দাও।
উওরঃ- ঝিঙে ফুল।
4. পদার্থের স্থিতিস্থাপকতার সূত্র কে আবিষ্কার করেন?
উওরঃ- হুক।
5. সালােকসংশ্লেষ শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন কোন্ বিজ্ঞানী?
উওরঃ- বিজ্ঞানী বার্নেস।
6. শুষ্ক বরফ আসলে বলতে কি বোঝো?
উওরঃ- কঠিন কার্বন-ডাই-অক্সাইড।
7. উপপত্র কাকে বলে?
উওরঃ- উদ্ভিদের পত্ৰমূলের দুপাশে ছােট ছোট পাতার মতাে অংশ গুলিকে উপপত্র বলে।
8. ‘স্টেইনলেস স্টিল’ এর উপাদান কী কী?
উওরঃ- লােহা ও ক্রোমিয়াম-এর মিশ্রণে।
9. যক্ষ্মা রোগের জীবাণুর নাম কী?
উওরঃ- মাইকোব্যাকটিরাম টিউবারকুলাসিস।
10. স্বচ্ছ চুন জলকে কার্বন-ডাই-অক্সাইডের সংস্পর্শে আনা হলে ঘােলা হয়ে যায় এর কারণ কী?
উওরঃ- কারণ জলে অদ্রাব্য ক্যালসিয়াম উৎপন্ন হয়।
11. অক্সিন হরমোনের একটি কাজ লেখো।
উওরঃ- উদ্ভিদের বৃদ্ধির সহায়ক।
12. কুলেখাড়া গাছটির ফল কীসের সংস্পর্শে এলে সশব্দে ফেটে বীজ গুলি চারদিকে ছড়িয়ে যায়?
উওরঃ- জলের সংস্পর্শে এলে।
13. রক্ততঞ্চনে সাহায্য করে কোন ভিটামিন?
উওরঃ- ভিটামিন K।
14. অর্নিথােলজি কোন সংক্রান্ত বিদ্যাকে বলা হয়?
উওরঃ- পাখি।
15. চামড়া ট্যান করতে ও কালি প্রস্তুতিতে ব্যবহার করা ট্যানিন পাওয়া যায় কোন্ কোন্ উদ্ভিদ থেকে?
উওরঃ- চা গাছের পাতা, হরিতকি, আমলকি, বয়েরা, তেঁতুল ইত্যাদির উদ্ভিদ থেকে ট্যানিন পাওয়া যায়।
16. অর্জিত গুণের বংশগতি এই মতবাদটির প্রবক্তা কে ছিলেন?
উওরঃ- ল্যামার্ক।
17. কোনো পদার্থের তরল অবস্থা থেকে বায়বীয় বা গ্যাসীয় অবস্থায় রূপান্তরিত হওয়ার ঘটনাকে কি বলে?
উওরঃ- বাপ্পীভবন।
18. পৌষ্টিক নালীর যে অংশ দিয়ে পাচিত খাদ্যবস্তু শােষিত হয় তাকে কী বলে?
উওরঃ- ক্ষুদ্রান্ত্র দিয়ে।
19. হীরে বিশেষভাবে কাটা হলে হীরের উজ্জ্বলতা বৃদ্ধি পায় এর কারণ কি?
উওরঃ- উচ্চ প্রতিসরাঙ্ক।
20. ফ্যাটি অ্যাসিড ও গ্লাইসেরল সহযােগে গঠিত হওয়া এস্টার বা ট্রাইগ্লিসারাইডকে কি বলা হয়ে থাকে?
উওরঃ- প্রকৃতি ফ্যাট বা চর্বি।
Click Here To Download