প্রবন্ধ রচনা- অলিম্পিক গেমস | Olympics Games Essay Writing in Bengali

প্রবন্ধ রচনা- অলিম্পিক গেমস | Olympics Games Essay Writing in Bengali

[প্রবন্ধ-সংকেত: ভূমিকা | কোথায় অনুষ্ঠিত হয়েছে | কবে থেকে শুরু হয়েছে | কতগুলি দেশ অংশ গ্রহণ করেছিল | কতজন অংশ গ্রহণকারী ছিল | কোন দেশ শ্রেষ্ঠ স্থান পেয়েছে | অংশগ্রহণকারী কতগুলি ইভেন্টে নাম দিয়েছিল | এই অনুষ্ঠানে ভারতের প্রাপ্তি | মন্তব্য | ভারতবর্ষ থেকে কতজন অংশ নিয়েছিল | উপসংহার।]

■ ভূমিকা:- অলিম্পিক ক্রীড়া প্রতিযোগীতা বিশ্বের সর্বশ্রেষ্ঠ সর্বপ্রাচীন ক্রীড়ানুষ্ঠান। ৭৭৬ খ্রিস্টপূর্বাব্দে গ্রিস দেখে প্রথম এই প্রতিযোগিতার সূচনা, পোপোনাল ও সুইনৈনাস নামক দুজন গ্রিক দৌড়বীর অলিম্পিয়া পর্বত থেকে দৌড় প্রতিযোগিতার মাধ্যমে অলিম্পিকের সূচনা করেন। তারপর প্রতি চার বছর অন্তর দৌড়, রথচালনা, অশ্বচালনা প্রভৃতি বিষয়ে প্রতিযোগীতা হত। ৩৯৩ খ্রিস্টাব্দে রোমান সম্রাট থেওদাকিত্তক এই প্রতিযোগিতা বন্ধ করে দেন। তারপর বহু শতাব্দী এই প্রতিযোগীতা বন্ধ হয়েই ছিল।

■ কোথায় অনুষ্ঠিত হয়েছে:- ২০০৪ সালের অলিম্পিক প্রতিযোগীতা হয়েছে গ্রীসের এথেন্সে। এখানে অনুষ্ঠিত হয়েছে ফুটবল, টেবিল টেনিস, লনটেনিস, সুটিং, সাঁতার, ওয়াটার পোলো, ডাইভিং, রোয়িং, জিমন্যাস্টিক, ভলিবল, কুস্তি ও ভারোত্তলন।

■ কবে শুরু হয়েছে:- ২০০৪ সালের ১৪ ই আগষ্ট শুরু হয়েছে অলিম্পিক খেলা। শেষ হয়েছে ২৯ শে আগষ্ট।

■ কতগুলি দেশ অংশ গ্রহণ করেছিল:- ২০০৪ সালে এথেন্সে অলিম্পিক খেলায় যোগ দিয়েছিল ভারত সহ ২০২ টি দেশ। ভারতের অংশ গ্রহণকারী ক্রীড়াবিদ ছিলেন ১৬ জন।

■ কোন দেশ শ্রেষ্ঠ স্থান পেয়েছে:- ২০০৪ সালের অলিম্পিক প্রতিযোগীতায় প্রতিটি বিষয়েই তীব্র প্রতিযোগীতা হয়েছিল। সবচেয়ে ভাল ফল করেছে আমেরিকা যুক্তরাষ্ট্র। আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রাপ্ত মোট পদকের সংখ্যা ১০৩ টি। এর মধ্যে সোনা ৩৫ টি।

■ ভারতবর্ষ থেকে কতজন অংশগ্রহণকারী কতগুলি ইভেন্টে নাম দিয়েছিল:- ভারতবর্ষ থেকে ১৬ জন ক্রীড়াবিদ অংশ গ্রহণ করেছিল। এরা ছটি দলে নাম দিয়েছিল। এবার গিয়েছিলেন অঞ্জু ববি জর্জ, অমৃতলাল সিংহ, নীলম জে, সিংহ, সীমা আস্তিন, অনিল কুমার, সোমা বিশ্বাস, সরস্বতী সাহা, জিতেন্দ্র কুমার, অভিনব বিন্দ্রা, রাজ্যবর্ধন রাঠোর, মৌমা দাস, সুনীল কুমার, রমেশ কুমার, সুজিত মান প্রভৃতি ৭৬ জন প্রতিযোগী। এদের সঙ্গে ছিলেন কর্নস মালেশ্বরীও।

■ এই অনুষ্ঠানে ভারতের প্রাপ্তি:- ভারতের প্রাপ্তি ১ টি রূপোর পদক। গত ২৪ বছরে ভারত মাত্র ২ টি ব্রোঞ্জ পদক পেয়েছে।

■ মন্তব্য:- ১০০ কোটি মানুষের দেশ ভারত থেকে বিরাট একদল ক্রীড়াবিদ ও কর্মকর্তার দল অলিম্পিকে গিয়েছিল। এদের সঙ্গে লিয়েন্ডার পেজও ছিলেন। অলিম্পিকের মধ্যে বিশ্রি অঘটন ঘটে গেল ভারতের ভারোত্তলক প্রতিমা কুমারী ও সানামাচা চানু ডোপটেস্টে ধরা পড়ায়। এই ডোপ টেস্ট কেলেঙ্কারি ভারতের পক্ষে এক লজ্জাজনক ব্যাপার। তবে এই লজ্জার হাত থেকে কিছুটা বাঁচায় শ্যুটার রাজ্যবর্ধনের রূপোর পদক জয়। রাজ্যবর্ধন ভারতীয় সেনাবাহিনীর দক্ষ অফিসার। জয়পুর নিবাসী ৩৪ বছর বয়সী ডাবন ট্রাপ রাইফেল সুটিং -এ ভারতকে রূপোর পদক এনে দিলেন। রাজ্যবর্ধনের এই কৃতিত্বে ভারতের কর্মকর্তাদের মুখে হাসি ফুটেছিল। কিন্তু সামগ্রিক ভাবে ভারতের ব্যর্থতার ছবি ভারতবাসীকে হতাশ করেছিল। ১০০ কোটি মানুষের দেশ ভারতের সোনার পদকের আশা স্বপ্নের ব্যাপার।

■ উপসংহার:- সাধনার জয়গান অলিম্পিক খেলার প্রধান নীতি। সারা বিশ্বের ছোট বড়ো দেশ এই বিশ্বযজ্ঞে অংশগ্রহণ করে, প্রতিষ্ঠিত হয় সাম্য ও সম্প্রীতি।