Hello Students,
Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি Official Languages of Different States in India | ভারতের বিভিন্ন রাজ্যের সরকারি ভাষা. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে Official Languages of Different States in India | ভারতের বিভিন্ন রাজ্যের সরকারি ভাষা ||. নিচে Solved Question Paper practice set টি যত্নসহকারে পড়ুন ও পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই Official Languages of Different States in India | ভারতের বিভিন্ন রাজ্যের সরকারি ভাষা || এটি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।
🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘
[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]
Official Languages of Different States in India | ভারতের বিভিন্ন রাজ্যের সরকারি ভাষা
- অন্ধ্রপ্রদেশ ➨ তেলেগু
- অরুণাচল প্রদেশ ➨ ইংরেজি
- আসাম ➨ অসমিয়া
- উত্তরপ্রদেশ ➨ হিন্দি
- উত্তরাখণ্ড ➨ হিন্দি
- ওড়িশা ➨ ওড়িয়া
- কর্ণাটক ➨ কন্নড়
- কেরল ➨ মালয়ালম
- গুজরাট ➨ গুজরাটি
- গোয়া ➨ কোঙ্কনি
- ছত্রিশগড় ➨ হিন্দি
- ঝাড়খণ্ড ➨ হিন্দি
- তামিলনাড়ু ➨ তামিল
- তেলেঙ্গানা ➨ তেলেগু
- ত্রিপুরা ➨ বাংলা, ইংরেজি, ককবরক
- নাগাল্যান্ড ➨ ইংরেজি
- পশ্চিমবঙ্গ ➨ বাংলা
- পাঞ্জাব ➨ পাঞ্জাবি
- বিহার ➨ হিন্দি
- মণিপুর ➨ মণিপুরি
- মধ্যপ্রদেশ ➨ হিন্দি
- মহারাষ্ট্র ➨ মারাঠি
- মিজোরাম ➨ মিজো , হিন্দি , ইংরেজি
- মেঘালয় ➨ ইংরেজি
- রাজস্থান ➨ হিন্দি
- সিকিম ➨ ইংরেজি
- হরিয়ানা ➨ হিন্দি
- হিমাচল ➨ প্রদেশ হিন্দি
🔶 কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
❏ ভারতের আয়তন- 3,287,263 বর্গকিমি (বিশ্বের সপ্তম বৃহত্তম)।
❏ ভারতের অবস্থান- দক্ষিণ এশিয়া।
❏ ভারতের সীমানা- পশ্চিমে পাকিস্তান, উত্তর পূর্বে চীন, নেপাল এবং ভুটান, পূর্বে বাংলাদেশ এবং মায়ানমার।
❏ ভারতের দক্ষিণতম বিন্দু- কন্যাকুমারী (মূল ভুখন্ড), ইন্দিরা পয়েন্ট (গ্রেট নিকোবর দ্বীপ)।
❏ ভারতের উত্তরতম বিন্দু- ইন্দিরা কোল (সিয়াচেন হিমবাহ)।
❏ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ- কারাকোরাম বা কে ২ (যদিও রাজনৈতিক বিতর্ক বিদ্যমান ; অনেকের মতে ভারতের সর্বোচ্চ বিন্দু কাঞ্চনজঙ্ঘা)।
❏ ভারতের সর্বনিম্ন স্থান- কুট্টানাদ (Kuttanad), কেরালা।
❏ ভারতের দীর্ঘতম নদী- গঙ্গা।
❏ ভারতের দীর্ঘতম উপনদী- যমুনা নদী।
❏ ভারতের বৃহত্তম হ্রদ- উলার হ্রদ।
❏ ভারতের অন্তর্বাহিনী নদী – লুনী নদী।
❏ ভারতের মরুভূমি- থর মরুভূমি।
❏ ভারতের অক্ষাংশ -৮ ডিগ্রি ৪ মিনিট – ৩৭ ডিগ্রি ৬ মিনিট উত্তর অক্ষাংশ।
❏ ভারতের দ্রাঘিমাংশ- ৬৮ ডিগ্রি ৭ মিনিট থেকে ৯৭ ডিগ্রি ২৫ মিনিট পূর্ব অক্ষাংশ।
❏ ভারতের প্রামাণ্য সময়- জিএমটি + ৫.৩০ ঘন্টা।
❏ ভারতের আইনবিভাগ- দ্বিকক্ষবিশিষ্ট ;
❏ উচ্চকক্ষ- রাজ্যসভা,
❏ নিম্নকক্ষ- লোকসভা।
❏ ভারতের বিচারবিভাগ- সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট।
❏ ভারতের সংবিধান- বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান।
❏ ভারতের প্রশাসনিক বিভাগ- ২৮ টি রাজ্য এবং ৯ টি কেন্দ্রশাসিত অঞ্চল; দিল্লি হল ভারতের জাতীয় রাজধানী অঞ্চল।
❏ ভারতের রাজধানী- নতুন দিল্লি।
❏ ভারতের বৃহত্তম রাজ্য (আয়তনে) – রাজস্থান।
❏ ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল- আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ।
❏ রাষ্ট্রের প্রকৃতি- যুক্তরাষ্ট্রীয় সংসদীয় গণতন্ত্র।
❏ ভারতের ভারতের শাসনবিভাগের প্রধান- রাষ্ট্রপতি।
❏ ভারতের ভারতের ক্ষুদ্রতম রাজ্য- গোয়া।
❏ ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল- লাক্ষাদ্বীপ।
❏ ভারতের জনবহুল রাজ্য- উত্তর প্রদেশ।
❏ ভারতের জনবহুল কেন্দ্রশাসিত অঞ্চল- দিল্লি।
❏ ভারতের জনবিরল রাজ্য- সিকিম।
❏ ভারতের জনবিরল কেন্দ্রশাসিত অঞ্চল- লাক্ষাদ্বীপ।
❏ ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য- বিহার।
❏ ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল- দিল্লি।
❏ ভারতের সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ রাজ্য- অরুণাচল প্রদেশ।
❏ ভারতের সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপ।
🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘
🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here
🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here
🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here
🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here
🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here
🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here
🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here
🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here
🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here
🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here
🔵🔴 দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।