Hello Students,
Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি Ocean Deposit Questions Answers in Bengali . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে সামুদ্রিক সঞ্চয় সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর | Ocean Deposit Questions Answers in Bengali ||. নিচে Solved Question Paper practice set টি যত্নসহকারে পড়ুন ও পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই সামুদ্রিক সঞ্চয় সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর | Ocean Deposit Questions Answers in Bengali || এটি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।
🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘
[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]
সামুদ্রিক সঞ্চয় সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর | Ocean Deposit Questions Answers in Bengali
- পিলেজিক সঞ্চয় কাকে বলে ?
উত্তরঃ- মহীসোপানের পরবর্তী অংশ গভীর সমুদ্রের তলদেশ পর্যন্ত জৈব পদার্থের সঞ্চয়কে পিলেজিক সঞ্চয় বলে।
- সিন্ধুকর্দ কী ?
উত্তরঃ- গভীর সমুদ্রে বসবাসকারী সামুদ্রিক প্রাণীর দেহাবশেষ নিঃসৃত চুন ও সিলিকা জাতীয় বস্তুকণা সমুদ্রের জলে দ্রবীভূত হয়ে যে পিচ্ছিল ও তরল কর্দম সৃষ্টি করে, সেই কর্দমকে সিন্ধুকর্ম বলে।
- গ্লোবিজারিনা সিন্ধুকর্দ কী ?
উত্তরঃ- যে ধরনের সিন্ধুমল গ্লোবিজারিনা নামে সূক্ষ্মাতিসূক্ষ্ম কীটের দেহাবশেষ দিয়ে গঠিত হয়, সেই পদার্থকে গ্লোবিজারিনা সিন্ধুকর্দ বলে।
- রেডিওলারিয়ান সিন্ধুকর্দ কী ?
উত্তরঃ- গভীর সমুদ্রে রেডিওলারিয়া ও ফোরামিনিফেরা প্রভৃতি ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণীর দেহ নিঃসৃত লালা থেকে যে ধরনের সিন্ধুকর্দ সৃষ্টি হয়, সেই সিন্ধুকর্দকে রেডিওলারিয়ান সিন্ধুকর্দ বলে।
- ডায়াটম কী ?
উত্তরঃ- গভীর সমুদ্রে সৃষ্ট নীলাভ বা পীতবর্ণের ক্ষুদ্রাতিক্ষুদ্র উদ্ভিদকে ডায়াটম বলে।
- নেরিটিক সঞ্চয় কী ?
উত্তরঃ- অগভীর সমুদ্রে শামুক, ঝিনুক, কাঁকড়া, স্পঞ্জ, প্রবাল প্রভৃতি প্রাণীর দেহাবশেষ দিয়ে গঠিত অবক্ষেপকে নেরিটিক সঞ্চয় বলে।
- হেমিপিল্যাজিক সঞ্চয় কী ?
উত্তরঃ- মহীঢাল বরাবর স্থলবিধৌত অজৈব পদার্থ এবং সামুদ্রিক জৈব ও অজৈব পদার্থের সম্মিলিত সঞ্চয়কে হেমিপিল্যাজিক সঞ্চয় বলে।
- ইউপিল্যাজিক সঞ্চয় কী ?
উত্তরঃ- গভীর সমুদ্রের সমভূমি ও সমুদ্রখাত বরাবর জৈব ও অজৈব পদার্থের সম্মিলিত সদয়কে ইউপিল্যাজিক সদয় বলে।
- উপবায়বীয় অবক্ষেপ কী ?
উত্তরঃ- স্থলভাগের আগ্নেয়গিরির উৎক্ষিপ্ত পদার্থসমূহ প্রাকৃতিক জলধারার মাধ্যমে সমুদ্রবক্ষে সতি হলে, সেই পদার্থকে উপবায়বীয় অবক্ষেপ বলে।
- অন্তঃসাগরীয় অবক্ষেপ কাকে বলে ?
উত্তরঃ- সমুদ্রগর্ভের আগ্নেয়গিরি থেকে উৎক্ষিপ্ত পদার্থ সমুদ্রতলদেশে সতি হলে, সেগুলিকে অন্তঃসাগরীয় অবক্ষেপ বলে।
- লিউটাইট কী ?
উত্তরঃ- মহাসাগরের তলদেশে ৫,৪০০ মিটারের অধিক গভীরতায় অ্যালুমিনা সিলিকেট ও বিভিন্ন পদার্থের রাসায়নিক বিক্রিয়ার ফলে সতি লাল কাদাকে লিউটাইট বলে।
- কসমিক ফেরিউল কী ?
উত্তরঃ- গভীর সমুদ্রে মহাজাগতিক বস্তুকণার সয়কে কসমিক ফেরিউল বলে।
- বেনথস কী ?
উত্তরঃ- সমুদ্রের তলদেশে সামুদ্রিক আৰ্চিন, স্পঞ্জ, প্রবাল প্রভৃতি প্রাণীর অবস্থানকে বেথস বলে।
- নেকটন কী ?
উত্তরঃ- সমুদ্রের তলদেশে চূর্ণকায় কঙ্কালবিশিষ্ট বিচরণশীল প্রাণীকে নেকটন বলে।
- অ্যাটল কী ?
উত্তরঃ- অঙ্গুরীয়াকার প্রবাল দ্বীপকে অ্যাটল বলে।
- নীলকাদা কাকে বলে ?
উত্তরঃ- আয়রন সালফাইড ও জৈবপদার্থ মিশ্রিত স্থলবিধৌত সূক্ষ্ম কর্করকে নীলকাদা বলে ৷
- টেরোপড কী ?
উত্তরঃ- সমুদ্রজলে ভাসমান শামুককে বলে টেরোপড়।
- ধাতব নুড়ি কী ?
উত্তরঃ- সমুদ্রগর্ভে তামা, দস্তা, নিকেল, মলিবডেনাম ও ইউরেনিয়াম প্রভৃতি ধাতব পদার্থের সঞ্চয়কে বলে ধাতব নুড়ি।
- ১ নটিক্যাল মাইল = কত কিমি ?
উত্তরঃ- ১ নটিক্যাল মাইল = ১.৮৫ কিমি।
- অন্তঃসাগরীয় অবক্ষেপ কী ?
উত্তরঃ- আগ্নেয়গিরি থেকে নির্গত আগ্নেয় পদার্থের সমুদ্রতলদেশে সঞ্চয়কে বলে অন্তঃসাগরীয় অবক্ষেপ।
🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘
🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here
🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here
🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here
🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here
🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here
🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here
🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here
🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here
🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here
🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here
🔵🔴 দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।