প্যারিসের বিখ্যাত নােএ দাম গির্জা | Nye Price Church




Nye Price Church: The church, which is more than eight hundred and fifty years old, has been undergoing renovations for some time. The world knows the name of this geyser from Victor Huga’s time-honored novel ‘Hunchback of the Night Price’.




নােএ দাম গির্জা | Nye Price Church

২০১৯ সালের ১৫ এপ্রিল বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গেল প্যারিসের বিখ্যাত নােএ দাম গির্জা।

প্রায় সাড়ে আটশাে বছরেরও বেশি প্রাচীন এই গির্জাটি তে বেশ কিছুদিন ধরেই সংস্কারের কাজ চলছিল । ভিক্টর হুগাের কালজয়ী উপন্যাস ‘ হাঞ্চব্যাক অব নােত্র দাম ’ এর সূত্রে সারা বিশ্ব এই গিজার নাম জানে ।




মধ্য প্যারিসের এই এলাকাটি সবসময় স্থানীয় মানুষ ও পর্যটকের ভিড়ে গমগম করে । এলাকাটি যতটা সম্ভব খালি করে দিয়ে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানাের কাজে নেমেছেন দমকলকর্মীরা । বেশ কিছুক্ষণ আগুন জ্বলার পরে ভাঙতে শুরু করে প্রাচীন স্থাপত্যের অংশগুলাে । ভেঙে পড়েছে ক্যাথিড্রালের চুড়ােয় লাগানাে ধাতব স্তম্ভটির একটা বড় অংশ । গির্জার ভেতরে থাকা প্রাচীন অমূল্য চিত্রকলার সম্ভারও আগুনে ভস্মীভূত হয়েছে বলে জানা গিয়েছে । আগুন লাগার কারণ প্রাথমিক ভাবে জানা যায়নি ।

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাকর বলেছেন , সব দেশবাসীর মতােই আমি মর্মাহত । আমাদের অস্তিত্বের একাংশ যেন জ্বলছে ।