রেলওয়ে NTPC Group D Questions Answers | Part-9

Hello Students,


Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি রেলওয়ে NTPC Group D Questions Answers. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে রেলওয়ে NTPC Group D Questions Answers ||. নিচে  Solved Question Paper practice set টি যত্নসহকারে পড়ুন ও পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই রেলওয়ে NTPC Group D Questions Answers || এটি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘



[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]

রেলওয়ে NTPC Group D Questions Answers




 

১. নিম্নলিখিত কোন উপাদান টি কৃত্রিম মেঘ (cloud seeding) সৃষ্টির ক্ষেত্রে ব্যবহৃত হয় 

ক) সিলভার  আয়োডাইড 

খ) বালি 

গ) কালো কার্বন 

ঘ) কপার সালফেট 

উত্তর –  ক 

২. আপেক্ষিক আর্দ্রতা বৃদ্ধি পায়, যখন 

ক) তাপমাত্রা হ্রাস পায় 

খ) তাপমাত্রা বৃদ্ধি পায়

গ) বায়ুর গতিবেগ হ্রাস পায় 

ঘ) কোনটিই নয় 

উত্তর –  খ 

৩. ট্রপোপজ ও নিম্ন থার্মোস্ফিয়ারের মধ্যবর্তী বায়ুমণ্ডলীয় স্তর কে বলে 

ক) মধ্য আবহমন্ডল 

খ) নিম্ন আবহমণ্ডল

গ) ঊর্ধ্ব আবহমণ্ডল 

ঘ) সর্বোচ্চ আবহমণ্ডল 

উত্তর – ক 

৪.  শুন্য ডিগ্রি সেলসিয়াসের  (0ºC) কম উষ্ণতায়  যখন ঘনীভবন, তখন তাকে বলে 

ক) অতিশীতল বিন্দু উষ্ণতা 

খ) তুষারবিন্দু উষ্ণতা 

গ) বরফ শীতল তাপমাত্রা  

ঘ) শীতল উষ্ণতা 

উত্তর – ক 

৫.  তড়িৎচুম্বকীয় তরঙ্গ যখন কোন মাধ্যম ছাড়াই শক্তি এক স্থান থেকে অন্য স্থানে প্রেরন করে, তখন তাকে বলা হয় 

ক) বিকিরন 

খ) পরিচলন 

গ) স্রোত 

ঘ) পরিবহন 

উত্তর – ক 

৬.  বর্জ্রবিদ্যুৎসহ ঝড় নর’ওয়েস্টার দেখা যায় 

ক) পাঞ্জাবে 

খ) পশ্চিমবঙ্গ 

গ) তামিলনাড়ু

ঘ) অন্ধ্রপ্রদেশ 

উত্তর – খ

৭. সারা পৃথিবীব্যাপী গড় বৃষ্টিপাতের পরিমান 

ক) ৫০ সেমি 

খ) ৭৫ সেমি 

গ) ১০০ সেমি 

ঘ) ১২৫ সেমি 

উত্তর –  খ

৮. কোপেনের জলবায়ুর শ্রেণীবিভাগ অনুসারে “BWh” দ্বারা বোঝানো হয় 

ক) মধ্য অক্ষাংশীয়  শীতল মরুভূমি 

খ) নিম্ন অক্ষাংশীয় উষ্ণ মরুভূমি 

গ) মৌসুমি জলবায়ু 

ঘ) সাভানা জলবায়ু 

উত্তর – খ

৯. তাপীয় বায়ু নামে পরিচিত 

ক) ঊর্ধ্বগামী বায়ু 

খ) জেট স্ট্রিম 

গ) বানিজ্য বায়ু 

ঘ) পশ্চিমা বায়ু 

উত্তর – খ 

১০. সবচেয়ে বেশি টর্নেডো দেখা যায় 

ক) আমেরিকা যুক্তরাষ্ট্রের গ্রেট প্লেন অঞ্চলে 

খ) উত্তর -পূর্ব আমেরিকা যুক্তরাষ্ট্রে

গ) উত্তর – পশ্চিম আমেরিকা যুক্তরাষ্ট্রে

ঘ) দক্ষিণ – পূর্ব আমেরিকা যুক্তরাষ্ট্রে

উত্তর – ক 

১১. আমেরিকা যুক্তরাষ্ট্র ব্যবহার CFCs বন্ধ করে 

ক) ১৯১৭ সালে 

খ) ১৯৪৭ সালে 

গ) ১৯৮৩ সালে 

ঘ) ১৯৭৮ সালে 

উত্তর – ঘ 

১২. অক্লুশন বলতে বোঝায় 

ক) ক্রান্তীয় ঘূর্নবাতের উৎপত্তি 

খ) মধ্য অক্ষাংশীয় ঘূর্নবাতের উৎপত্তি 

গ) ক্রান্তীয় ঘূর্নবাতের বিলোপ 

ঘ) মধ্য অক্ষাংশীয় ঘূর্নবাতের বিলোপ 

উত্তর – ঘ 

১৩.  উপক্রান্তিয় উচ্চচাপ থেকে নিরক্ষীয় নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত বায়ুকে বলে 

ক) সাময়িক বায়ু 

খ) পশ্চিমা বায়ু 

গ) বানিজ্য বায়ু 

ঘ) মৌসুমি  বায়ু 

উত্তর – গ 

১৪. ক্রান্তীয় অঞ্চলের বায়ুতে জলীয় বাষ্পের পরিমান 

ক) ৪ %

খ) ৯ % 

গ) ২০ %

ঘ) ৩০ % 

উত্তর – ক

১৫. বায়ুমণ্ডলে আর্গন গ্যাসের পরিমআন 

ক) ০.২৮ %

খ) ০.৯৩ %

গ) ০.৭৮ %

ঘ) ২১.০০ % 

উত্তর – খ 

১৬. বায়ুমণ্ডলের যে স্তর কে  সমতাপমাত্রা যুক্ত অঞ্চল বলা হয় 

ক) আয়নোস্ফিয়ার 

খ) ট্রপোস্ফিয়ার 

গ) স্ট্র্যাটোস্ফিয়ার 

ঘ) মেসোস্ফিয়ার 

উত্তর – গ 

১৭.  বায়ুমণ্ডলের কন উপাদান দ্বারা সবচেয়ে বেশি পরিমানে সৌর বিকিরন প্রতিফলিত হয়

ক) অক্সিজেন অনু 

খ) জলীয় বাষ্প 

গ) ধূলিকনা 

ঘ) ওজোন 

উত্তর – গ 

১৮. প্রতিফলন জনিত কারণে যে পরিমান সৌর বিকিরন নষ্ট হয় 

ক) ১৪ % 

খ) ১৬ %

গ) ৬ %

ঘ) ২৭ % 

উত্তর – গ 

১৯. বৈপরীত্য উষ্ণতা বলতে বোঝায় 

ক) বায়ুর অবনমন জনিত কারণে উষ্ণতার বৃদ্ধি 

খ) উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতার বৃদ্ধি 

গ) উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতার হ্রাস 

ঘ) বায়ুর প্রসারন জনিত কারণে উষ্ণতার হ্রাস 

উত্তর – খ

২০. অপসূর অপেক্ষা অনুসূরে কত শতাংশ বেশি সৌর বিকিরন গৃহীত হয় 

ক) ৭ %

খ) ৪ %

গ) ৬ %

ঘ) ৫ %

উত্তর – ক  

২১. নিম্নলিখিত কোন বায়ুটি চাপবলয় কে অনুসরন করে প্রবাহিত হয় 

ক) মৌসুমি বায়ু 

খ) নিয়ত বায়ু 

গ) সমুদ্র ও স্থল বায়ু 

ঘ) চিনুক বায়ু 

উত্তর – খ 

২২. উত্তর গোলার্ধে বানিজ্য বায়ু প্রবাহিত হয় 

ক) পশ্চিম থেকে পূর্বে 

খ) দক্ষিণ – পূর্ব থেকে উত্তর – পূর্বে 

গ) উত্তর – পূর্ব থেকে দক্ষিণ – পশ্চিমে 

ঘ) পূর্ব থেকে পশ্চিমে 

উত্তর – গ 

২৩.  বানিজ্য বায়ু 

ক) আর্দ্র 

খ) উষ্ণ ও আর্দ্র 

গ) ঠাণ্ডা ও শুষ্ক 

ঘ) শুষ্ক 

উত্তর – খ 

২৪. স্থল ও জলভাগের মধ্যে ঋতু ভিত্তিক চাপের পার্থক্যের ফলে সৃষ্ট হয় 

ক) পশ্চিমা বায়ু 

খ) সমুদ্র ও স্থল বায়ু 

গ) মৌসুমী বায়ু

ঘ) আয়ন বায়ু 

উত্তর – গ 

২৫.  আপেক্ষিক আর্দ্রতা সবচেয়ে বেশি হয়, যে জলবায়ু অঞ্চলে 

ক) নিরক্ষীয় জলবায়ু 

খ) মেরু জলবায়ু 

গ) মরু জলবায়ু 

ঘ) কোনটিই নয় 

উত্তর – ক 

২৬.  বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের প্রকৃত পরিমান কে বলা হয় 

ক) চরম আর্দ্রতা 

খ) কুয়াশা 

গ) আপেক্ষিক আর্দ্রতা 

ঘ) ঘনীভবন 

উত্তর – ক 

Also Read:- Daily Current Affairs in Bengali

Also Read:- Daily Current Affairs in English

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘



-ঃআরও পড়ুনঃ–

🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here

🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here

🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here

🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here

🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here

🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here

🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here

🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴  ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here 

🔵🔴  দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।