Hello Students,
Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি NTPC GK in Bengali. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে NTPC GK in Bengali ||. নিচে Solved Question Paper practice set টি যত্নসহকারে পড়ুন ও পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই NTPC GK in Bengali || এটি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।
🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘
[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]
NTPC GK in Bengali | NTPC জিকে প্রশ্নোত্তর |
- বিধবা বিবাহকে কত খ্রিঃ আইনসম্মত বলে ঘোষণা করা হয় ?
উত্তর : ১৮৫৬ খ্রিঃ।
- বিধান মণ্ডল আছে এমন একটি রাজ্যের নাম লেখো ?
উত্তর : কর্ণাটক।
- বিনয়- বাদল- দীনেশ কোন দলের কর্মী ছিলেন ?
উত্তর : বেঙ্গল ভলান্টিয়ার্স।
- বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কোন ঘটনার প্রতিবাদ স্বরূপ নাইট উপাধি ত্যাগ করেন ?
উত্তর : জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড।
- বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠা হয় ?
উত্তর : ১৯২১ খ্রিঃ।
- বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন ?
উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর।
- বিসমার্ক কোন দেশের সঙ্গে রি – ইন্সিওরেন্স চুক্তি স্বাক্ষর করেন ?
উত্তর : রাশিয়ার।
- বেঙ্গলি পত্রিকা কে রচনা করেন ?
উত্তর : সুরেন্দ্রনাথ বসু।
- বেথুন কলেজ কে প্রতিষ্ঠা করেন ?
উত্তর : ড্রিঙ্ক ওয়াটার বেথুন।
- ভগত সিং এর রাজনৈতিক দলের নাম কি ?
উত্তর : নওজোয়ান ভারতসভা।
- কে কত সালে ‘শিবাজী উৎসব’ প্রবর্তন করেন ?
উত্তরঃ- ১৮৯৫ সালে বালগঙ্গাধর তিলক।
- ফোর্ট উইলিয়াম কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয় ?
উত্তরঃ- ১৮০০ খ্রিস্টাব্দে।
- বারানসী সংস্কৃত কলেজ কে প্রতিষ্ঠা করেন ?
উত্তরঃ- জোনাথন ডানকান।
- কলকাতা মেডিক্যাল কলেজ কবে প্রতিষ্ঠা হয় ?
উত্তরঃ- ১৮৩৫ সালে।
- চার্লস উড -এর প্রতিবেদন কবে প্রকাশিত হয় ? তা কীসের সঙ্গে সম্পর্কযুক্ত ?
উত্তরঃ- ১৮৫৪ সালে, যা দেশীয় ভাষায় ও ইংরেজি ভাষায় শিক্ষা বিস্তারের কর্মসূচি রূপায়ণের সঙ্গে সম্পর্কযুক্ত।
- আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় কে, কত সালে প্রতিষ্ঠা করেন ?
উত্তরঃ- ১৯২০ সালে সৈয়দ আহমেদ খাঁ।
- বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় কত সালে স্থাপিত হয় ?
উত্তরঃ- ১৯১৬ সালে।
- রামকৃষ্ণ মিশন কে, কবে স্থাপন করেন ?
উত্তরঃ- ১৮৯৭ খ্রিস্টাব্দে, স্বামী বিবেকানন্দ।
- আর্যসমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন?
উত্তরঃ- স্বামী দয়ানন্দ সরস্বতী।
- নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন কবে পাস হয় ?
উত্তরঃ- ১৮৭৬ খ্রিস্টাব্দে।
Also Read:- Daily Current Affairs in Bengali
Also Read:- Daily Current Affairs in English
🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘
🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here
🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here
🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here
🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here
🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here
🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here
🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here
🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here
🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here
🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here
🔵🔴 দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।