NTPC জেনারেল নলেজ প্রশ্নোত্তর | NTPC General Knowledge Question Answer

NTPC জেনারেল নলেজ প্রশ্নোত্তর | NTPC General Knowledge Question Answer

1. “পাদশাহনামা” কার রচনা?
(a) জিয়াউদ্দিন বরনী
(b) এনায়েত খাঁ
(c) আব্দুল হামিদ লাহোরী
(d) আব্বাস শেরয়ানি

উত্তর:- (c) আব্দুল হামিদ লাহোরী

2. ভারতীয় সংবিধানে “লোকপাল” সম্পর্কিত ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে?
(a) জাপান
(b) কানাডা
(c) আয়ারল্যান্ড
(d) সুইডেন

উত্তর:- (d) সুইডেন

3. “সাভারি” কোন রাজ্যের আঞ্চলিক নৃত্য?
(a) বিহার
(b) ওড়িশা
(c) ঝাড়খন্ড
(d) মিজোরাম

উত্তর:- (b) ওড়িশা

4. রাজ্যপালের অর্ডিন্যান্স জারি করার ক্ষমতা কত নম্বর আর্টিকেলে রয়েছে?
(a) 132
(b) 123
(c) 213
(d) 231

উত্তর:- (c) 213

5. শিব সমুদ্রম জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত?
(a) কর্ণাটক
(b) কেরালা
(c) তামিলনাড়ু
(d) অন্ধ্রপ্রদেশ

উত্তর:- (a) কর্ণাটক

6. “Playing It My Way” বইটি কার আত্মজীবনী?
(a) সুনীল গাভাস্কার
(b) সচিন তেন্দুলকার
(c) ইউভরাজ সিং
(d) অনিল কুমলে

উত্তর:- (b) সচিন তেন্দুলকার

7. “মিরাৎ উল আখবার” নামক সংবাদপত্রের স্রষ্টা কে?
(a) দাদাভাই নওরোজি
(b) ফিরোজ শাহ মেহতা
(c) রামমোহন রায়
(d) লিয়াকত আলী খান

উত্তর:- (c) রামমোহন রায়

8. রামায়ণের মোট কতগুলি শ্লোক রয়েছে?
(a) 24000
(b) 24400
(c) 2400
(d) 2440

উত্তর:- (a) 24000

9. “সালোকসংশ্লেষ” কথাটির প্রবক্তা কে?
(a) জোসেফ প্রিস্টলে
(b) বার্নেস
(c) কেলভিন
(d) ব্ল্যাকম্যান

উত্তর:- (b) বার্নেস

10. ঔরঙ্গজেব কে কোথায় সমাধিস্থ করা হয়?
(a) দিল্লি
(b) লাহোর
(c) দৌলতাবাদ
(d) গোলকুণ্ডা

উত্তর:- (c) দৌলতাবাদ।