Hello Students,
Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি Noise Pollution Causes Effects Methods of Control. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে শব্দ দূষণের কারণ, প্রভাব, নিয়ন্ত্রণের উপায় | Noise Pollution Causes Effects Methods of Control।
শব্দ দূষণের কারণ, প্রভাব, নিয়ন্ত্রণের উপায় | Noise Pollution Causes Effects Methods of Control
■ শব্দ দূষণ (Noise pollution) :
শব্দ দূষণ আজ সমগ্র বিশ্বের কাছে সমস্যাদায়ক পরিস্থিতি সৃষ্টি করেছে। বিশ্ব প্রকৃতিতে অন্যান্য সমস্ত দূষণের মতো শব্দ দূষণ মূলত মনুষ্য সৃষ্ট। অবাঞ্ছিত শব্দ আমাদের দৈহিক ও মানসিক ক্ষতির কারণ হয়ে উঠেছে।
■ শব্দ দূষণের কারণ:-
(1) মাইকের একটানা গমগম্ আওয়াজ, ঢাকের শব্দ, বোমা পটকার বীভৎস আওয়াজ, বাজি পোড়ানোর শব্দ।
(ii) কলকারখানার শব্দ, গাড়ির হর্নের আওয়াজ, পুরানো গাড়ির ইঞ্জিনের আওয়াজ।
(iii) সহ্যসীমার বাইরে রেডিয়ো – টিভির আওয়াজ, স্টিরিওফোনিক শব্দ শোনা।
(iv) জেট প্লেনের শব্দ, বড়ো আকারের স্টিম ইঞ্জিন শব্দ।
(v) বান্ত্রিক মোটর, লেদ কারখানা থেকে নির্গত শব্দ ইত্যাদি। [শব্দের তীব্রতা লেভেল পরিমাপের একক হলো ‘বেল’ (bel)। কোনো শব্দের তীব্রতা লেভেল শূন্য লেভেল তীব্রতার 10 গুণ হলে সেই শব্দের তীব্রতা লেভেলকে। বেল বলা হয়। 1 বেল = 10 ডেসিবেল (dB)। আইন অনুযায়ী প্রকাশ্য স্থানে ব্যবহৃত শব্দের তীব্রতা লেভেলের ঊর্ধ্বসীমা 65 ডেসিবেল।]
■ শব্দ দূষণের প্রভাব (Effect of noise pollution):- শব্দ দূষণের বিরূপ প্রভাবের ফলে আমরা শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ি। কানে কম শোনা, স্থায়ী বধিরতা প্রাপ্তি, বমি-বমিভাব, রক্তচাপ বৃদ্ধি, হৃদ্পিন্ড ও মস্তিষ্কের জটিল রোগ, অনিদ্রাজনিত অসুস্থতা, ক্লান্ত ও অবসাদগ্রস্ত হয়ে পড়া, কর্মক্ষমতা হ্রাস, স্মৃতিশক্তি হ্রাস, মাথাধরা ইত্যাদি হলো শব্দ দূষণের ক্ষতিকারক প্রভাব।
■ শব্দ দূষণ নিয়ন্ত্রর্ণের সম্ভাব্য উপায় (Possible remedial measures on noise pollution):-
(i) অতি উচ্চ শব্দ সৃষ্টিকারী যানবাহনগুলিতে শব্দ নিরোধক যন্ত্র বসানো দরকার।
(ii) যানবাহনের ইঞ্জিন নিয়মিত পরীক্ষা করার প্রয়োজন।
(iii) আইন প্রণয়ন করে যথেচ্ছভাবে মাইক বাজানো, বাজি ফাটানো, গাড়ির হর্ন বাজানো বন্ধ করা প্রয়োজন।
(iv) পুরানো ও ত্রুটিপূর্ণ সাইলেন্সারযুক্ত গাড়ি বাতিল করার জন্য আইন জারি করার দরকার।
(v) মোটর, লরি ইত্যাদির শব্দ-মাত্রা যাতে সহনসীমার মধ্যে থাকে তার জন্য কঠোর নির্দেশ দেওয়ার প্রয়োজন।
(vi) কলকারখানায় শব্দ শোষক যন্ত্রের ব্যবহার চালু করার নির্দেশ দিতে হবে।
(vii) সরকারের তরফে প্রয়োজনীয় আইনগুলি যেমন কঠোরভাবে প্রয়োগ করার দরকার, তেমনি জনগণকেও আইন মানা এবং সেই মতো সচেতনভাবে নিজ নিজ দায়িত্বগুলি। পালন করা একান্তভাবে জরুরি।
❏ General Knowledge – Click Here
❏ Job Notification – Click Here
❏ Online Mock Test Quiz – Click Here
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।