এনআইটি দুর্গাপুরে একাধিক শূন্যপদে বিপুল পরিমাণে কর্মী নিয়োগ এখনই আবেদন করুন | NIT Durgapur Recruitment

এনআইটি দুর্গাপুরে একাধিক শূন্যপদে বিপুল পরিমাণে কর্মী নিয়োগ এখনই আবেদন করুন | NIT Durgapur Recruitment

ন্যাশনাল ইনস্টিটিউট অব দুর্গাপুর একাধিক পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি নম্বর: NITD / Estt . / 02 / 10 / Non Teaching / 2022 । যে কোন ভারতীয় নাগরিক সংশ্লিষ্ট যোগ্যতার ভিত্তিতে এই পদগুলির জন্য আবেদন করতে পারবেন।

শূন্যপদ:- শূন্যপদের সংখ্যা ১০৬

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘

শূন্যপদগুলি হলো:-
টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ২২, সিনিয়র টেকনিশিয়ান ১২, টেকনিশিয়ান ২৫, লাইব্রেরি এন্ড ইনফরমেটিক্স অ্যাসিস্ট্যান্ট ১, জুনির ইঞ্জিনিয়ার ২, এসএএস অ্যাসিস্ট্যান্ট ১, সুপারিন্টেন্ডেন্ট ১, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ১, স্টেনোগ্রাফার ১, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ৬, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ১৪ ল্যাব আটটেনডেন্ট ১২, অফিস আটটেনডেন্ট ৫ টি পদ রয়েছে।

বিস্তারিত বিজ্ঞপ্তিটি পড়ার জন্য নীচের অফিশিয়াল ওয়েবসাইটে ক্লিক করুন:- https://nitdgp.ac.in/p/careers




বিভিন্ন পদের জন্য শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা:-

টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট:- স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয় নিয়ে প্রথম শ্রেণীর বি / বিটেক / এমসিএ অথবা সংশ্লিষ্ট বিষয় নিয়ে প্রথম শ্রেণীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং অথবা প্রথম শ্রেণীর বিজ্ঞান শাখায় স্নাতক বা ৫০ % নম্বর সহ বিজ্ঞান শাখায় স্নাতকোত্তর প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। এই পদের জন্য সর্বোচ্চ বয়সসীমা হবে ৩০ বছর।

আরও পড়ুনঃ- UPSC এর মাধ্যমে কেন্দ্রীয় সরকার কয়েকশো মেডিক্যাল স্টাফ নিয়োগ

সিনিয়র টেকনিশিয়ান:- ১২- ৬০ % নম্বর সহ স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক উত্তীর্ন অথবা ৫০ % নম্বর সহ উচ্চমাধ্যমিক উত্তীর্ন এবং তার সাথে সংশ্লিষ্ট ক্ষেত্রে আইটিআই যোগ্যতা অথবা, সংশ্লিষ্ট বিষয় নিয়ে তিন বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং যোগ্যতা লাগবে। এই পদের জন্য বয়সরে উর্দ্ধসীমা ৩৩ বছর।

টেকনিশিয়ান – ৬০ % নম্বর সহ স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক উত্তীর্ন অথবা ৫০ % নম্বর সহ উচ্চমাধ্যমিক উত্তীর্ন এবং তার সাথে সংশ্লিষ্ট ক্ষেত্রে আইটিআই যোগ্যতা অথবা, সংশ্লিষ্ট বিষয় নিয়ে তিন বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং যোগ্যতা লাগবে। এই পদের জন্য বয়সের উর্দ্ধসীমা ২৭ বছর।

লাইব্রেরি এন্ড ইনফরমেটিক্স অ্যাসিস্ট্যান্ট- স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোন শাখায় স্নাতক লাগবে। লাইব্রেরি অটোমেশন এন্ড নেটওয়ার্কিং নিয়ে স্নাতকোত্তর ডিপ্লোমা হলে অগ্রাধিকার পাওয়া যাবে। এই পদের জন্য বয়সের উর্দ্ধসীমা ৩০ বছর।

জুনিয়র ইঞ্জিনিয়ার- স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সিভিল / ইলেক্ট্রিকাল ইঞ্জিনিয়ারিং নিয়ে বিই বা বিটেক যোগ্যতা লাগবে। প্রথম শ্রেণীর ডিপ্লোমা হলেও আবেদন করা যাবে। এই পদের জন্য বয়সের উর্দ্ধসীমা ৩০ বছর।

এসএএস অ্যাসিস্ট্যান্ট:- স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ফিজিক্যাল এডুকেশন নিয়ে প্রথম শ্রেণীর স্নাতক ডিগ্রি লাগবে। বয়সের উর্দ্ধসীমা ৩০ বছর।

সুপারিন্টেন্ডেন্ট- প্রথম শ্রেণীর স্নাতক ডিগ্রি, বা ৫০% নম্বর সহ মাস্টার ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার নলেজ লাগবে। বয়সের উর্দ্ধসীমা ৩০ বছর।

পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট- যে কোনও শাখায় স্নাতক ডিগ্রি লাগবে। ১০০ টি শব্দ প্রতি মিনিট টাইপিং স্পিড লাগবে। বয়সের উর্দ্ধসীমা ৩০ বছর।

স্টেনোগ্রাফার- স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক বা সমতুল। এর সাথে ৮০ টি শব্দ প্রতি মিনিট স্টানি স্পিড থাকতে হবে। বয়সের উর্দ্ধসীমা ২৭ বছর।

সিনিয়র অ্যাসিস্ট্যান্ট – স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক বা সমতুল। এর সাথে ৩৫ টি শব্দ প্রতি মিনিট টাইপিং স্পিড থাকতে হবে। বয়সের উর্দ্ধসীমা ৩৫ বছর।

জুনিয়র অ্যাসিস্ট্যান্ট- স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক বা সমতুল। এর সাথে ৩৫ টি শব্দ প্রতি মিনিট টাইপিং স্পিড থাকতে হবে। বয়সের উর্দ্ধসীমা ২৭ বছর।

ল্যাব আটটেনডেন্ট- স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক বা সমতুল। বয়সের উর্দ্ধসীমা ২৭ বছর। অফিস আটটেনডেন্ট স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক বা সমতুল। বয়সের উর্দ্ধসীমা ২৭ বছর।

আবেদনের শেষ তারিখ:- যোগ্য প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন ফি জমা করতে হবে। এসসি / এসটি / পিডব্লিউডি / এক্স-সার্ভিসম্যান এবং মহিলা প্রার্থীদের আবেদন ফি লাগবে না। আগামী ২৯ এপ্রিল, ২০২২ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে।

অনলাইনে আবেদন করার জন্য নীচের অফিশিয়াল ওয়েবসাইটে ক্লিক করুন:- https://nitdgp.ac.in/p/careers



Also Read:-

◾  350+ জীবনবিজ্ঞান প্রশ্নোত্তর pdf – Click Here

   WBCS Exam Syllabus in Bengali :- Click Here

   History MCQ for WBCS in Bengali:- Click Here

◾   250+ WBCS General Knowledge in Bengali:- Click Here

   WBCS পরীক্ষার বছর ভিত্তিক ভূগোল প্রশ্নোত্তর:- Click Here

   WBCS প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন ও উওর:- Click Here

◾   General knowledge for WBCS:- Click Here

◾   বিগত বছরের WBCS পরীক্ষার ইতিহাস প্রশ্নোত্তর:- Click Here

150+ জীবনবিজ্ঞান প্রশ্নোত্তর pdf – Click Here

◾   বাংলা ব্যকরণ প্রশ্ন ও উওর – Click Here

ভৌতবিজ্ঞান গুরুত্বপূর্ণ SAQ প্রশ্নোত্তর – Click Here

◾   ব্যাকরণ জিকে সমাধান – Click Here

◾   Bengali Grammer MCQ pdf – Click Here