Hello Students,
Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছি Netaji Subhash Chandra Bose Questions Answers. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে নেতাজি সুভাষচন্দ্র বসু সংক্রান্ত প্রশ্নোত্তর PDF | Netaji Subhash Chandra Bose Questions Answers PDF।
PDF টি সম্পূর্ণ ডাউনলোড করার জন্য নিচে দেওয়া লিঙ্কে Click করুন
নেতাজি সুভাষচন্দ্র বসু সংক্রান্ত প্রশ্নোত্তর PDF | Netaji Subhash Chandra Bose Questions Answers PDF
PDF- এর কিছু নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো:-
- নেতাজি নামে পরিচিত ভারতীয় স্বাধীনতা সংগ্রামীর নাম কী?
উত্তর:- সুভাষ চন্দ্র বসু
- সুভাষ চন্দ্র বসু কবে জন্মগ্রহণ করেন?
উত্তর:- 1897 সালে 23 শে জানুয়ারী
- সুভাষ চন্দ্র বসু কবে প্রথম কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন?
উত্তর:- 1938 (হরিপুরা কংগ্রেস বিভাগ)
- সুভাষ চন্দ্র বসু কবে দ্বিতীয়বার কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন?
উত্তর:- 1939 (পরবর্তীতে তিনি একই বছরে কংগ্রেস ত্যাগ করেন)
- ফরোয়ার্ড ব্লক পার্টির প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উত্তর:- সুভাষ চন্দ্র বসু
- ফরোয়ার্ড ব্লক পার্টি কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর:- 1939 (একই বছর তিনি কংগ্রেস ত্যাগ করেন)
৭. ভারতীয় জাতিকে জয় হিন্দ স্লোগান দেন কে?
উত্তর:- নেতাজি সুভাষ চন্দ্র বসু
- ভারতীয় জাতিকে দিল্লি চলো স্লোগান কে দিয়েছিলেন?
উত্তর:- নেতাজি সুভাষ চন্দ্র বসু
- “তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাকে স্বাধীনতা দেব” এই লাইনগুলি কে বলেছিলেন?
উত্তর:- নেতাজি সুভাষ চন্দ্র বসু
- দেশপ্রেমিকদের দেশপ্রেমিক হিসেবে পরিচিত কে?
উত্তর:- সুভাষ চন্দ্র বসু
- কে সুভাষ চন্দ্র বসু কে “দেশপ্রেমিকদের দেশপ্রেমিক” বলে ডাকে?
উত্তর:- গান্ধীজি
- দেশ নায়ক নামে কে পরিচিত?
উত্তর:- সুভাষ চন্দ্র বসু
- সুভাষ চন্দ্র বসুকে কে “দেশ নায়ক” বলে ডাকে?
উত্তর:- রবীন্দ্র নাথ ঠাকুর
- সুভাষ চন্দ্র বসুর রাজনৈতিক গুরু কে?
উত্তর:- চিতা রঞ্জন দাস
- নেতাজি সুভাষ চন্দ্র বসুকে কখন মরণোত্তর ভারতরত্ন দেওয়া হয়েছিল?
উত্তর:- 1992 সালে
- নেতাজি সুভাষ চন্দ্র বসুর রহস্যজনক নিখোঁজের বিষয়ে কোন কমিশন তদন্ত করেছিল?
উত্তর:- মুখার্জি কমিশন
- “দ্য ইন্ডিয়ান স্ট্রাগল” বইটির লেখক কে?
উত্তর:- নেতাজি সুভাষ চন্দ্র বসু
- রাজনৈতিক দল “অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক”-এর প্রতিষ্ঠাতা কে?
উত্তর:- নেতাজি সুভাষ চন্দ্র বসু
- নেতাজি সুভাষ চন্দ্র বসু ভারতে কোন নামে পরিচিত?
উত্তর:- নেতাজি
- সুভাষ চন্দ্র বসু কোন তারিখে জন্মগ্রহণ করেন?
উত্তর:- 23শে জানুয়ারী 1897
- 1919 সালে নেতাজি কোন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন?
উত্তর:- ইন্ডিয়ান সিভিল সার্ভিসেস (ICS) পরীক্ষা
- নেতাজি সুভাষ চন্দ্র বসুর আধ্যাত্মিক গুরু কে ছিলেন?
উত্তর:- স্বামী বিবেকানন্দ
- সুভাষ চন্দ্র বসুর পিতার নাম কি ছিল?
উত্তর:- জানকীনাথ বসু
- সুভাষ চন্দ্র বসুর মায়ের নাম কি ছিল?
উত্তর:- প্রভাতী বসু
- সুভাষ চন্দ্র বসুর স্ত্রীর নাম কি ছিল?
উত্তর:- Emilie Schenkl
- নেতাজি কতবার জেলে গিয়েছিলেন?
উত্তর:- ১১ বার
- কে প্রথম ভারতীয় সশস্ত্র বাহিনী তৈরি করেন?
উত্তর:- নেতাজি সুভাষ চন্দ্র বসু
- প্রথম ভারতীয় সশস্ত্র বাহিনীর নাম কী ছিল?
উত্তর:- আজাদ হিন্দ ফৌজ
- নেতাজি সুভাষ চন্দ্র বসু কর্তৃক প্রতিষ্ঠিত রেডিও স্টেশনের নাম কি ছিল?
উত্তর:- আজাদ হিন্দ রেডিও স্টেশন
- সুভাষ চন্দ্র বসুর পিতার পেশা কি ছিল?
উত্তর:- আইনজীবী
- সুভাষ চন্দ্র বসুর রাজনৈতিক গুরু কে ছিলেন?
উত্তর:- দেশবন্ধু চিত্তরঞ্জন দাস
- সুভাষ চন্দ্র বসু কোন সংবাদপত্র চালু করেন?
উত্তর:- স্বরাজ
- সুভাষ চন্দ্র বসুর স্ত্রীর নাম কী ছিল?
উত্তর:- সুভাষ চন্দ্র বসুর স্ত্রীর নাম এমিলি শেঙ্কল।
- সুভাষ চন্দ্র বসু কবে জন্মগ্রহণ করেন?
উত্তর:- সুভাষ চন্দ্র বসু 1897 সালের 23 জানুয়ারি জন্মগ্রহণ করেন।
- সুভাষ চন্দ্র বসুর পিতা কে ছিলেন?
উত্তর:- সুভাষ চন্দ্র বসুর বাবা ছিলেন পেশায় একজন আইনজীবী।
PDF টি সম্পূর্ণ ডাউনলোড করার জন্য নিচে দেওয়া লিঙ্কে Click করুন
File Name:- Netaji Subhash Chandra Bose Questions Answers pdf in Bengali [edu.bengaliportal.com]
File Format:- Pdf
Quality:- High
Size:- 3 Mb File
Location:- Google Drive
আরও পড়ুনঃ-
❏ General Knowledge – Click Here
❏ Job Notification – Click Here
❏ Online Mock Test Quiz – Click Here
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।