স্নায়ুতন্ত্র বিষয়ক গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর (questions answers about the nervous system)

Hello Students,


Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি questions answers about the nervous system. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে স্নায়ুতন্ত্র বিষয়ক গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর (questions answers about the nervous system). নিচে the nervous system Solved Question Paper practice set টি যত্নসহকারে পড়ুন ও পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই স্নায়ুতন্ত্র বিষয়ক গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর (questions answers about the nervous system) টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘

[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]

স্নায়ুতন্ত্র বিষয়ক গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর (questions answers about the nervous system):

  1. প্রানীদেহে কিসের মাধ্যমে ভৌত সমন্বয় ঘটে থাকে?

উওরঃ- প্রানীদেহে – “স্নায়ুতন্ত্র” – এর  মাধ্যমে ভৌত সমন্বয় ঘটে থাকে।

  1. আমাদের শরীরের কোন জিনিস পরিবেশের বিভিন্ন পরিবর্তন শনাক্ত করে বা, পরিবেশ থেকে উদ্দীপনা গ্রহন করে সেই উদ্দীপনা অনুযায়ী সাড়া দিতে সাহায্য করে?

উওরঃ- “স্নায়ুতন্ত্র “- পরিবেশের বিভিন্ন পরিবর্তন শনাক্ত করে বা, পরিবেশ থেকে উদ্দীপনা গ্রহন করে সেই উদ্দীপনা অনুযায়ী সাড়া দিতে সাহায্য করে।।

3.  “স্নায়ুতন্ত্র” – এর গঠনগত ও কার্যগত একক- কে কী বলা হয়?

উওরঃ-  “স্নায়ুতন্ত্র” – এর গঠনগত ও কার্যগত একক কে -“নিউরন” –  বলা হয়।

4.  জীবের উত্তেজনায় সাড়া দেওয়া ধর্ম কে কি বলে?

উওরঃ- জীবের উত্তেজনায় সাড়া দেওয়ার ধর্মকে উত্তেজিতা বলে।

  1. C.N.S (সি.এন .এস) এর পুরো নাম কি?

উওরঃ- C.N.S  এর পুরো নাম হল সেন্ট্রাল নার্ভাস সিস্টেম।

  1. স্নায়ুতন্ত্রের (nervous system) কার্যগত উপাদান গুলি কি কি?

উওরঃ-  স্নায়ুতন্ত্রের কার্যগত উপাদান গুলি হল গ্রাহক বাহক এবং কারক।

  1. নিউরনের গঠন গত উপাদান দুটি কি কি?

উওরঃ-  নিউরনের গঠনগত উপাদান দুটি হলো কোশদেহ এবং  প্রবর্ধক।

8.  Axon কি?

উওরঃ- Axon – হলো নিউরনের কোষদেহ থেকে এককভাবে নির্গত শাখাবিহীন সাইটোপ্লাজমীয় প্রবর্তক;  যার কাজ হলো স্নায়ু স্পন্দন কোষদেহ থেকে পরবর্তী নিউরনে বহন করা।

  1. বিভাজিত হতে পারে না বা হয় না এমন দুটি প্রাণীর নাম লেখ।

উওরঃ-  বিভাজিত হয় না এমন দুটি প্রাণীকোশ হল স্নায়ু কোষ এবং পেশী কোষ।

  1. গঠন অনুযায়ী নিউরোন কত প্রকার?

উওরঃ- গঠন অনুযায়ী নিউরোন 5 প্রকার।

  1. গঠন অনুযায়ী নিউরোন প্রকারভেদ গুলি লেখো।

উওরঃ- (i) অ্যাপোলার -মেরুবিহীন, (ii) ইউনিপোলার – একটি মেরুযুক্ত নিউরোন,  (iii)  বাইপোলার – দুইটি মেরুযুক্ত নিউরোন, (iv ) সিউডোপোলার – তিনটি মেরুযুক্ত নিউরোন, -(v)  মালটিপোলার – বহু মেরুযুক্ত নিউরোন,

  1. নিউরনের কোশদেহকে কি বলা হয়?

উওরঃ- নিউরনের কোশদেহকে -“নিউরোসাইটন “-বলা হয়।

  1. দুটি নিউরনের সংযোগস্থলকে কী বলা হয়?

উওরঃ- দুটি নিউরনের সংযোগস্থলকে সাইন্যাপস বলা হয়।

16.  কাকে শারীরবৃত্তীয় ভালভ বলা হয়?

উওরঃ-  আমাদের দেহের স্নায়ু স্পন্দন একমুখী হওয়ায় সাইন্যাপস কি শারীরবৃত্তীয় ভালভ বলা হয়।

  1. সাইন্যাপটিক  ক্লেফট সন্নিধি প্রণালী বলতে কী বোঝায়??

উওরঃ-  প্রধানত অ্যাক্সন (Axon )এর শেষপ্রান্ত ও ডেনড্রন এর মিলনস্থলে একটু কিঞ্চিৎ ফাঁক থাকে এবং সেই কিঞ্চিত থাকতেই  সাইন্যাপটিক ক্লেফট বলা হয়।

  1. মেনিনজেস কি?

উওরঃ- কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের ত্রিস্তরীয় আবরণীকে মেনিনজেস  বলে।

19.  নিউরোট্রান্সমিটার কি?

উওরঃ-  যেসব রাসায়নিক পদার্থ এক নিউরন থেকে অপর নিউরনে বা পেশিতে স্নায়ু স্পন্দন প্রবাহিত করে তাদের নিউরোট্রান্সমিটার বলে।

  1. একটি নিউরোট্রান্সমিটার এর নাম লেখ!

উওরঃ-  “অ্যাসিটাইল কোলিন” – হলো একটি নিউরোট্রান্সমিটার।

  1. নিউরো হরমোন কাকে বলে?  উদাহরণ দাও!

উওরঃ-  যে সকল হরমোনগুলো  স্নায়ুকোষ থেকে নিঃসৃত হয় ! , তাদের নিউরো হরমোন বলে।
– যেমন – ভেসোপ্রেসিন

22.  স্নায়ুকোশের স্বল্পদৈর্ঘ্যের  প্রবর্ধকগুলি কে কি বলা হয়?

উওরঃ-  স্নায়ুকোেশের স্বল্পদৈর্ঘ্যের  প্রবর্ধকগুলিকে ডেনড্রন বলা হয়।

  1. কোন আবরণী আমাদের মস্তিষ্ক ও সুষুম্নাকাণ্ড কে বাইরের আঘাত থেকে রক্ষা করে?

উওরঃ-  মেনিনজেস আবরণী আমাদের মস্তিষ্ক সুষুম্নাকাণ্ড কে বাইরের বিভিন্ন আঘাত থেকে রক্ষা করে।

24. সি.এস.এফ(CSF)  -.এর পুরো নাম কি?

উওরঃ- সি.এস.এফ – এর পুরো নাম হল সেরিব্রো স্পাইনাল ফ্লুইড

25. সি.এস.এফ বা সেরিব্রো স্পাইনাল ফ্লুইড -এর কাজ কি?

উওরঃ- সি.এস.এফ বা সেরিব্রোস্পাইনাল ফ্লুইড এর কাজ হলো- কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র কে সুরক্ষা প্রদান করা এবং স্নায়ুকোষ কে পুষ্টি দ্রব্য ও অক্সিজেন সরবরাহ করা।

26.  স্নায়ু কোষের কোন অংশ কোষদেহ থেকে স্নায়ু স্পন্দন পরিবহন করে থাকে।

উওরঃ- স্নায়ুকোশের – “অ্যাকশন ” – অংশ  কোষদেহ থেকে স্নায়ু স্পন্দন পরিবহন করে।

  1. একটি সংজ্ঞা বহু স্নায়ু নাম লেখো

উওরঃ- একটি সংগ্রহ স্নায়ুর নাম হল অপটিক স্নায়ু বা অডিটরি স্নায়ু

28.  মিশ্র স্নায়ু বলতে কী বোঝো?

উওরঃ-  যে  প্রকার স্নায়ু – সেনসরি নিউরণ ও মোটর নিউরন উভয় প্রকার  নিউরনের মধ্যে সমন্বয় গঠন করে, 
তাদের মিশ্র স্নায়ু বলা হয়।

  1. একটি মিশ্র স্নায়ুর নাম লেখ

উওরঃ- একটি মিশ্র স্নায়ুর নাম হলো ভেগাস !

  1. করোটিক স্নায়ুর সংখ্যা কত?:

উওরঃ- করোটিক স্নায়ুর সংখ্যা হল 12 জোড়া।

  1. মস্তিষ্কের গোলার্ধদ্বয়, কোন স্নায়ুযোজক দ্বারা যুক্ত থাকে যুক্ত ?

উওরঃ- মস্তিষ্কের গোলার্ধদ্বয়, “করপাস ক্যালোসাম”  নামক স্নায়ুযোজক দ্বারা যুক্ত থাকে।

  1. মস্তিষ্কের গহ্বর কে  কি বলা হয়?

উওরঃ-  মস্তিষ্কের গহ্বর কে নিলয় ভেন্ট্রিকল বলা হয়।।

33. মস্তিষ্কের কোন অংশ দেহের চাপ চাপ এবং স্পর্শ প্রভৃতির প্রেরক স্থান?

উওরঃ- থ্যালামাস।

  1. গুরু মস্তিষ্কের ব্রোকা অঞ্চলেরকাজ কি?

উওরঃ- গুরু মস্তিষ্কের ব্রোকা অঞ্চলের কাজ  হল কথা বলতে সাহায্য করা।

  1. মস্তিষ্কের কোন অংশ আমাদের শ্রবণ ও দর্শন নিয়ন্ত্রণ করে?

উওরঃ-  মধ্য মস্তিষ্ক আমাদের শ্রবণ ও দর্শন নিয়ন্ত্রণ করে  থাকে।

  1. মস্তিষ্কের কোন অংশ আমাদের দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে ?

উওরঃ-  লঘু মস্তিষ্ক আমাদের দেহের ভারসাম্য করে।

  1. মস্তিষ্কের হাইপোথ্যালামাস এর কাজ গুলি কি কি?

উওরঃ-  প্রথমত- হাইপোথ্যালামাসের কাজ হলো আমাদের দেহে জলের ভারসাম্য নিয়ন্ত্রণ করা ! 
  দ্বিতীয়তঃ আমাদের দেহের উষ্ণতা নিয়ন্ত্রণ করা
  তৃতীয়তঃ আমাদের দেহে  ক্ষুধা, তৃষ্ণা, উত্তেজনা উদ্বেগ প্রভৃতি মানসিক আবেগ নিয়ন্ত্রণ করা

  1. মস্তিষ্কের কোন অংশ রিলেস স্টেশন হিসেবে কাজ?

উওরঃ- থ্যালামাস (Thalamus)

  1. মস্তিষ্কের কোন অংশ আমাদের শ্বাসক্রিয়ার হার নিয়ন্ত্রণ করে??

উওরঃ- পনস্ বা,  যোজক মস্তিষ্ক আমাদের দেহের শ্বাসক্রিয়ার হার নিয়ন্ত্রণ করে।

  1. পনস্ , বা যোজক মস্তিষ্কের অপর নাম কি ?

উওরঃ- পনস্ , বা যোজক মস্তিষ্কের অপর নাম সেতু  মস্তিষ্ক।

  1. সুষুম্না স্নায়ুর সংখ্যা কত?

উওরঃ- সুষুম্না স্নায়ুর সংখ্যা হল 31 জোড়া।

42.  সুষুম্না কান্ডের গহ্বর কে কী  বলা হয়?

উওরঃ- সুষুম্না কান্ডের গহ্বরকে কেন্দ্রীয় নালী, বা  নিউরোসিল বলা হয়।

  1. কিসের মাধ্যমে আমাদের দেহের প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রিত হয়?

উওরঃ- আমাদের দেহের প্রতিবর্ত ক্রিয়া প্রধানত আমাদের দেহের সুষুম্না কান্ডের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়।

  1. “প্রতিবর্ত ক্রিয়া” – কথাটি সর্বপ্রথম কোন বিজ্ঞানী ব্যবহার করেছিলেন?

উওরঃ-  বিজ্ঞানী শেরিংটোন সর্বপ্রথম প্রতিবর্তক্রিয়া কথাটি ব্যবহার করেছিলেন।

  1. কোন বিজ্ঞানী  প্রতিবর্ত ক্রিয়ার শ্রেণীবিন্যাস করেছিলেন?

উওরঃ- রুশ বিজ্ঞানী -“আইভ্যান প্যাভলভ”.- প্রতিবর্ত ক্রিয়ার শ্রেণীবিন্যাস করেছিলেন।

  1. প্রতিবর্ত ক্রিয়া  কত প্রকারের ! এবং  সেই প্রকারভেদ গুলি কি কি??

উওরঃ- রুশ বিজ্ঞানী আইভান প্যাভলভ এর মতে প্রতিবর্ত ক্রিয়া দু’ধরনের হতে পারে –
–  প্রথম হল-  জন্মগত প্রতিবর্ত ক্রিয়া বা সহজাত প্রতিবর্ত ক্রিয়া।
–  এবং দ্বিতীয়-  অর্জিত প্রতিবর্ত ক্রিয়া বা অভ্যাসগত প্রতিবর্ত ক্রিয়া।

  1. আমাদের চোখের সবচেয়ে বাইরের অংশটিকে কী বলা হয়?

উওরঃ- মানব চক্ষুর সবচেয়ে বাইরের অংশটিকে স্ক্লেরা (Sclera) বলা হয়।

  1. চোখের কোন অংশগুলি প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে?

উওরঃ-  চোখের যে অংশগুলি প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে, তা হল- কর্নিয়া, অ্যাকুয়াস হিউমর ও ভিট্রিয়স হিউমর।

  1. অন্ধবিন্দু কী?

উওরঃ- চোখের, রেটিনার যে অংশে অপটিপ স্নায়ু মিলিত হয়েছে, সেই অংশে কোনো আলোক সুবেদী কোশ না থাকায় সেখানে কোনো বস্তুর প্রতিবিম্ব সৃষ্টি হয় না, সেই অংশটিকেই অন্ধ বিন্দু বলা হয়।

  1. আমাদের চোখের কোন অংশে প্রতিবিম্ব গঠিত হয়?

উওরঃ- আমাদের চোখের রেটিনায় সবকিছুর প্রতিবিম্ব গঠিত হয়।

  1. রেটিনার কোন কোশ কম আলোতেও আলোকসুবেদী?

উওরঃ- রেটিনার – “রড কোশ ” – কম আলোতেও আলোকসুবেদী।

  1. রড কোশে কোন রঞ্জক থাকে?

উওরঃ- রেডোপ্ সিন রঞ্জক।

  1. চোখের কোন অংশ, চোখের অভ্যন্তরীণ চাপ নিয়ন্ত্রণ করে?

উওরঃ- অ্যাকুয়াস হিউমর – চোখের অভ্যন্তরীণ চাপ নিয়ন্ত্রণ করে।

  1. লেন্স এর কাজ কী?

উওরঃ- লেন্সের কাজ হলো, আলোর প্রতিসরন ঘটিয়ে, রেটিনার ওপর প্রতিবিম্ব গঠনে সাহায্য করা বা রেটিনার ওপর ফোকাস সৃষ্টি করা।

  1. মায়োপিয়ার বা, নিকটদৃষ্টি রোগের ক্ষেত্রে কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়?

উওরঃ- মায়োপিয়ার ক্ষেত্রে অবতল লেন্স ব্যবহার করা হয়।

স্নায়ুতন্ত্র বিষয়ক গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর (questions answers about the nervous system) টি সম্পূর্ণ বিনামূল্যে Download করার জন্য নিচে দেওয়া লিংকে Click করুন”

-ঃআরও পড়ুনঃ–

🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here

🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here

🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here

🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here

🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here

🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here

🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here

🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴  ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here 

🔵🔴  দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here