Hello Students,
Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি Nature of Colonial Dominions Questions Answers. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে ঔপনিবেশিক আধিপত্যের প্রকৃতি : নিয়মিত ও অনিয়মিত সাম্রাজ্য | Nature of Colonial Dominions Questions Answers।
ঔপনিবেশিক আধিপত্যের প্রকৃতি : নিয়মিত ও অনিয়মিত সাম্রাজ্য | Nature of Colonial Dominions Questions Answers
- শিমনোসকির সন্ধি কোন দুই দেশের মধ্যে হয়েছিল?
উত্তর:- চিন-জাপান
- ভারতে সিভিল সার্ভিসের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উত্তর:- লর্ড কর্নওয়ালিশ
- চিন ও ইউরোপের বাণিজ্যিক সম্পর্কের সূত্রপাত হয়েছিল কোথায়?
উত্তর:- ক্যান্টন
- পলাশির যুদ্ধ হয়েছিল কত খ্রিস্টাব্দে?
উত্তর:- ১৭৫৭ খ্রিস্টাব্দে
- ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করেছিল কত খ্রিস্টাব্দে?
উত্তর:- ১৭৬৫ খ্রিস্টাব্দে
- ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যাক্ট কত সালে পাশ হয়েছিল?
উত্তর:- ১৭৭৮ সালে
- পাঁচসালা বন্দোবস্ত কত সালে চালু হয়েছিল?
উত্তর:- ১৭৭২ খ্রি.
- চিনে আফিমের যুদ্ধ হয়েছিল কটি?
উত্তর:- ২টি
- তাইপিং কথাটির অর্থ লেখো।
উত্তর:- মহাশান্তি
- চিনে বক্সার বিদ্রোহ ঘটেছিল কত খ্রিস্টাব্দে?
উত্তর:- ১৯০০ খ্রি:
- ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেছিলেন কে?
উত্তর:- ওয়ারেন হেস্টিংস
- ভাস্কো-দা-গামা কোন দেশের নাগরিক ছিল?
উত্তর:- পোর্তুগালের
- স্বাধীন হায়দ্রাবাদ রাজ্যের প্রতিষ্ঠা হয়েছিল কত খ্রীস্টাব্দে?
উত্তর:- ১৭২৪ খ্রীস্টাব্দে
- ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যাক্ট (১৭৮৪ খ্রি.) কার উদ্যোগে পাশ হয়েছিল?
উত্তর:- পিটের উদ্যোগে
- সর্বশেষ সনদ আইন বা চাটার অ্যাক্ট কত খ্রীস্টাব্দে পাশ হয়েছিল?
উত্তর:- ১৮৫৩ খ্রীস্টাব্দে।
- কত খ্রিস্টাব্দের সনদ আইনের দ্বারা ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অবসান ঘটেছিল?
উত্তর:- ১৮১৩ খ্রিস্টাব্দের
- কাকে রায়তওয়ারি ব্যবস্থার জনক বলা হয়ে থাকে?
উত্তর:- স্যার টমাস মনরোকে
- জেমস মিল কে ছিলেন?
উত্তর:- একজন উপযোগবাদী
- ক্যান্টন বাণিজ্যের অবসান ঘটেছিল কত খ্রীস্টাব্দে?
উত্তর:- ১৮৪২ খ্রি.
- কলকাতা সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিল?
উত্তর:- এলিজা ইম্পে
- ভারতে প্রথম রেলপথ স্থাপিত হয়ে ছিল কোথায়?
উত্তর:- মহারাষ্ট্রে
- বাংলায় স্বাধীন নবাবির সূচনা করেছিলেন কে?
উত্তর:- মুর্শিদকুলি খাঁ
- ব্রিটিশ ভারতে কোন বিষয়কে ভারতের ব্রিটিশ শাসনের ইস্পাত কাঠামো বলে অভিহিত করা হয়?
উত্তর:- আমলাতন্ত্রকে
- কে বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটিয়েছিলেন?
উত্তর:- ওয়ারেন হেস্টিংস
- পাঁচসালা বন্দোবস্ত চালু করেছিল কে?
উত্তর:- ওয়ারেন হেস্টিংস
- মিরকাশিম বাংলার রাজধানী স্থানান্তর করেছিলেন কোথায়?
উত্তর:- মুঙ্গেরে
- অমৃতসরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল কত খ্রীস্টাব্দে?
উত্তর:- ১৮০৯ খ্রিস্টাব্দে
- পোর্তুগিজ নাবিকরা প্রথম চিনের কোন বন্দরে তাদের বাণিজ্যঘাঁটি নির্মাণের অনুমতি লাভ করেছিল?
উত্তর:- ম্যাকাও
- দ্বিতীয় আফিমের যুদ্ধ শুরু হয়েছিল কত খ্রীস্টাব্দে?
উত্তর:- ১৮৫৬ খ্রিস্টাব্দে
- ‘কোড কর্নওয়ালিশ’ বলতে কী বোঝো?
উত্তর:- কোম্পানির দুর্নীতিগ্রস্ত ও অসৎ কর্মচারীদের নিজেদের দখলে আনতে এবং দক্ষতা বৃদ্ধির জন্য লর্ড কর্নওয়ালিশ ১৭৯৩ খ্রি: নির্দিষ্ট কিছু কর্মপদ্ধতি প্রণয়ন করেছিলেন। এটিই ‘কোড কর্নওয়ালিশ’ নামে পরিচিত।
- কে, কত সালে বেঙ্গল কেমিক্যালস প্রতিষ্ঠা করেছিলেন?
উত্তর:- প্রখ্যাত বাঙালি বিজ্ঞানী প্রফুল্লচন্দ্র রায় ১৯০১ সালে কলকাতায় বেঙ্গল কেমিক্যালস প্রতিষ্ঠা করেছিলেন।
- কবে, কাদের মধ্যে প্রথম অহিফেন যুদ্ধ হয়েছিল?
উত্তর:- ১৮৩৯ থেকে ১৮৪২ সাল পর্যন্ত ব্রিটেন ও চিনের মধ্যে প্রথম অহিফেন যুদ্ধ হয়েছিল।
- পুরন্দরের সন্ধি কত সালে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়?
উত্তর:- ১৭৭৬ সালে মারাঠা পেশোয়া দ্বিতীয় বাজিরাও ও হেস্টিংসের মধ্যে পুরন্দরের সন্ধি স্বাক্ষরিত হয়।
- বেসিনের সন্ধি কত সালে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? এই সন্ধি দু’টি শর্ত লেখো।
উত্তর:- দ্বিতীয় বাজিরাও ও ইংরেজদের মধ্যে ১৮০২ সালে স্বাক্ষরিত হয় বেসিনের সন্ধি। দুটি শর্ত : (i) পেশোয়া অধীনতামূলক মিত্ৰতা নীতি মেনে নিয়েছিলেন। (ii) পুনায় ইংরেজ সেনাবাহিনী নিয়োজিত হয়েছিল।
- এজেন্সি ব্যবস্থা বলতে কী বোঝোয়?
উত্তর:- ১৭৫৩-৭৫ পর্যন্ত ইস্ট ইন্ডিয়া কোম্পানি অধীনস্থ কর্মচারীদের এজেন্ট বানিয়ে তাদের থেকেই পণ্যসামগ্রী ক্রয় করত। এটিই এজেন্সি ব্যবস্থা নামে পরিচিত।
- ব্রিটিশ ভারতে “সম্পদের বহির্গমন” বলতে কী বোঝোয়?
উত্তর:- ব্রিটিশ শাসকরা প্রচুর ভারতীয় সম্পদ শোষণ করে ইংল্যান্ডে নিয়ে যেতেন। এটিকেই ‘সম্পদের বহির্গমন’ বলা হয়।
- গ্যারান্টি ব্যবস্থা বলতে কী বোঝো?
উত্তর:- এদেশে রেলপথ নির্মাণে ইংরেজ কোম্পানিকে প্রলুব্ধ করার জন্য ব্রিটিশ সরকার তাদের নিখরচায় জমি, বাৎসরিক বিনিয়োগে নির্দিষ্ট সুদ প্রদান ইত্যাদি বিষয়ে দেশবাসীকে আশ্বাস দিয়েছিল। এটাই গ্যারান্টি ব্যবস্থা নামে পরিচিত।
- কে, কবে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেছিলেন?
উত্তর:- ১৭৯৩ সালে ২২ মার্চ বাংলা, বিহার, ওড়িশায় চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেছিলেন লর্ড কর্নওয়ালিশ।
- অব-শিল্পায়ন বলতে কী বোঝা যায়?
উত্তর:- ব্রিটিশ নিয়ন্ত্রণাধীন ভারতের বাজারে প্রচুর পরিমাণে ব্রিটিশ শিল্পপণ্য চলে আসায় প্রতিযোগিতার জেরে বাংলার কুটিরশিল্প ধ্বংসের পথে অগ্রসর হয়। এটাই অব-শিল্পায়ন নামে পরিচিত।
- ভারতের কোথায় প্রথম পাটকল স্থাপিত হয়েছিল?
উত্তর:- ১৮৫৫ খ্রিস্টাব্দে ব্রিটিশ কর্মচারী জর্জ অকল্যান্ড রিষড়ায় ভারতের প্রথম পাটকল গড়ে তোলেন।
- ভারতের কবে প্রথম কাপড় কল প্রতিষ্ঠিত হয়েছিল?
উত্তর:- পারসি শিল্পপতি কাউয়াসজি নানাভাই দাভর বোম্বাইয়ে ১৮৫৩ খ্রিস্টাব্দে সর্বপ্রথম কাপড়ের কল স্থাপিত করেন।
- ইংরেজরা কার কাছ থেকে, কবে দেওয়ানি লাভ করেছিল?
উত্তর:- ১৭৬৫ খ্রিস্টাব্দে মুঘল সম্রাট শাহ আলমের কাছ থেকে দেওয়ানি লাভ করেছিল।
- দস্তক বলতে কী বোঝা যায়?
উত্তর:- মুঘল সম্রাট ফারুকশিয়ার ১৭১৭ খ্রিস্টাব্দে কোম্পানিকে বার্ষিক তিন হাজার টাকার বিনিময়ে ভারতে বিনাশুল্কে বাণিজ্য করার যে অধিকার প্রদান করেছিল সেটিই দস্তক নামে পরিচিত।
- কাও-তাও প্রথা বলতে কি বোঝো?
উত্তর:- বিদেশ থেকে আসা কোনো চিন সম্রাটের দর্শন পেলে তাকে সম্রাটের সামনে ভূমি পর্যন্ত নত হয়ে ষষ্ঠাঙ্গে প্রণাম জানাতে হতো—এই প্রথাই ‘কাও-তাও প্রথা’ নামে পরিচিত ছিল।
- কে, কত খ্রীস্টাব্দে ভ্রাম্যমাণ কমিটি নিয়োগ করেছিলেন?
উত্তর:- ওয়ারেন হেস্টিংস রাজস্ব আদায়ের জন্য ১৭৭২ খ্রিস্টাব্দে ভ্রাম্যমাণ কমিটি নিয়োগ করেছিলেন।
- কে, কবে, কী উদ্দেশ্যে আমিনি কমিশন গঠন করেছিলেন?
উত্তর:- ওয়ারেন হেস্টিংস-এর উদ্যোগে রাজস্ব সম্পর্কিত তথ্য আদায়ের জন্য ১৮৭৬ সালে আমিনি কমিশন গঠন হয়েছিল।
- বিদরার যুদ্ধ কবে, কাদের মধ্যে সংগঠিত হয়েছিল?
উত্তর:- ১৭৫৯ খ্রিস্টাব্দে ওলন্দাজদের সাথে ইংরেজদের বিদরার যুদ্ধ সংগঠিত হয়। এই যুদ্ধে ওলন্দাজরা পরাজিত হয়।
- কবে, কাদের মধ্যে বন্দিবাসের যুদ্ধ সংগঠিত হয়েছিল?
উত্তর:- ১৭৬০ খ্রিস্টাব্দে ভারতের ইংরেজ ও ফরাসি কর্তৃপক্ষের মধ্যে হয় বন্দিবাসের যুদ্ধ সংগঠিত হয়েছিল।
- দ্বৈত শাসন ব্যবস্থা বলতে কী বোঝো?
উত্তর:- ১৭৬৫ খ্রিস্টাব্দে ইংরেজ কোম্পানি দেওয়ানি লাভের পর আইনগত দিক বাংলার নবাবের হাতে থাকলেও শাসনক্ষমতা চলে যায় কোম্পানির অধিনে। এটিকেই দ্বৈত শাসন ব্যবস্থা বলা হয়ে থাকে।
- কবে, কার দ্বারা দ্বৈত শাসনের অবসান ঘটেছিল?
উত্তর:- ১৭৭২ খ্রিস্টাব্দে লর্ড ওয়ারেন হেস্টিংস-এর দ্বারা দ্বৈত শাসনের অবসান ঘটেছিল।
- সবাইয়ের সন্ধি কবে, কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল?
উত্তর:- ১৭৮২ খ্রিস্টাব্দে ইংরেজদের সাথে মারাঠা পেশোয়াদের মধ্যে সবাইয়ের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল।
- স্যার টমাস রো কবে ভারতে এসেছিলেন?
উত্তর:- ব্রিটিশরাজ প্রথম জেমসের দূত টমাস রো ১৬১৫ খ্রি: জাহাঙ্গিরের রাজদরবারে এসেছিলেন। মোগল সম্রাটের থেকে বাণিজ্যিক সুযোগ সুবিধা লাভ করাই ছিল তাঁর উদ্দেশ্য।
- সিরাজ-উদ-দৌলার আমলে ‘অন্ধকূপ হত্যা’ বলতে কী বোঝো?
উত্তর:- ব্রিটিশ কর্মচারী হলওয়েল -এর বিবরণে প্রকাশ, ১৭৫৬ সালে সিরাজ-উদ-দৌলার কলকাতা অভিযানের পর তার নির্দেশে বন্দি হওয়া ১৪৬ জন ব্রিটিশ সৈন্যকে ১৮ x ১৪ x ১০ ফুট আয়তন বিশিষ্ট একটি অন্ধকার ঘরে আটকে রাখা হয়েছিল। এতে ১২৩ জন দমবন্ধ হয়ে মারা গিয়েছিল। এই ঘটনাই ইতিহাসে অন্ধকূপ হত্যা নামে পরিচিত।
- কোন আইনের দ্বারা ‘ভাইসরয়’ পদের উদ্ভব হয়েছিল? প্রথম ভাইসরয় কে ছিলেন?
উত্তর:- ১৮৫৮ -এর ভারত শাসন আইনের দ্বারা ভাইসরয় পদের উদ্ভব হয়েছিল। ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং।
❏ General Knowledge – Click Here
❏ Job Notification – Click Here
❏ Online Mock Test Quiz – Click Here
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।