ভারতের জাতীয় আন্দোলনের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর | National Movement of India Questions Answers in Bengali

Hello Students,


Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি National Movement of India Questions Answers in Bengali | ভারতের জাতীয় আন্দোলনের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে ভারতের জাতীয় আন্দোলনের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর | National Movement of India Questions Answers in Bengali ||. এই ভারতের জাতীয় আন্দোলনের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর | National Movement of India Questions Answers in Bengali || এটি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘



[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]

ভারতের জাতীয় আন্দোলনের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর | National Movement of India Questions Answers in Bengali

  1. কবে ইংল্যান্ডের যুবরাজ ভারত সফরে এসেছিলেন ?

উত্তরঃ- ১৯২১ খ্রিস্টাব্দের ১৩ ই নভেম্বর ইংল্যান্ডের যুবরাজ ভারত সফরে এসেছিলেন।

  1. গান্ধিজির আন্দোলনের মূলমন্ত্র কী ছিল ?

উত্তরঃ- গান্ধিজির আন্দোলনের মূলমন্ত্র ছিল অহিংস সত্যাগ্রহ।

  1. ‘Kingdom of God’ গ্রন্থের রচয়িতা কে ?

উত্তরঃ- ‘Kingdom of God’ গ্রন্থের রচয়িতা হলেন রুশ লেখক লিও টলস্টয়।

  1. গান্ধিজির রাজনৈতিক গুরু কে ছিলেন ?

উত্তরঃ- গান্ধিজির রাজনৈতিক গুরু ছিলেন গোপালকৃষ্ণ গোখলে।

  1. গান্ধিজি প্রতিষ্ঠিত সত্যাগ্রহ আশ্রমের নাম কী ?

উত্তরঃ- গান্ধিজি প্রতিষ্ঠিত সত্যাগ্রহ আশ্রমের নাম সবরমতী আশ্রম।

  1. অসহযোগ আন্দোলনের প্রস্তাব কংগ্রেসের কোন্ অধিবেশনে গৃহীত হয় ?

উত্তরঃ- অসহযোগ আন্দোলনের প্রস্তাব কংগ্রেসের নাগপুর (১৯২০ খ্রি.) অধিবেশনে গৃহীত হয়।

  1. কবে অসহযোগ আন্দোলন প্রত্যাহার করা হয় ?

উত্তরঃ- ১৯২২ খ্রিস্টাব্দে অসহযোগ আন্দোলন প্রত্যাহার করা হয়।

  1. কেন গান্ধিজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন ?

উত্তরঃ- চৌরিচৌরায় পুলিশচৌকিতে ২২ জন পুলিশকে ক্ষিপ্ত জনতা পুড়িয়ে মারায় গান্ধিজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন।

  1. বিশ্বের প্রথম নিরস্ত্র আন্দোলন ‘ নামে পরিচিত কোন আন্দোলন ?

উত্তরঃ- বিশ্বের ‘প্রথম নিরস্ত্র আন্দোলন’ নামে পরিচিত অসহযোগ আন্দোলন।

  1. স্বরাজ্য দলের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?

উত্তরঃ- স্বরাজ্য দলের প্রতিষ্ঠাতা ছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ।

  1. কবে স্বরাজ্য দল প্রতিষ্ঠা করা হয় ?

উত্তরঃ- ১৯২৩ খ্রিস্টাব্দের ১ লা জানুয়ারি স্বরাজ্য দল প্রতিষ্ঠা করা হয়।

  1. ‘সীমান্ত গান্ধি’ নামে কে পরিচিত ?

উত্তরঃ- ‘সীমান্ত গান্ধি’ নামে পরিচিত ছিলেন খান আবদুল গফফ্ খান।

  1. সাইমন কমিশন কবে ভারতে আসে ?

উত্তরঃ- সাইমন কমিশন ১৯২৮ খ্রিস্টাব্দের ৩ রা ফেব্রুয়ারি ভারতে আসে।

  1. ভারতীয়রা সাইমন কমিশন বয়কট করেছিল কেন ?

উত্তরঃ- ভারতীয়রা সাইমন কমিশন বয়কট করেছিল কারণ এই কমিশনে কোনো ভারতীয় সদস্য ছিল না।

  1. ‘নেহরু রিপোর্ট’ কার নেতৃত্বে রচিত হয়েছিল ?

উত্তরঃ- ‘নেহরু রিপোর্ট’ মতিলাল নেহরুর নেতৃত্বে রচিত হয়েছিল।

  1. লাহোর কংগ্রেসের (১৯২৯ খ্রি.) সভাপতি কে ছিলেন ?

উত্তরঃ- লাহোর কংগ্রেসের (১৯২৯ খ্রি.) সভাপতি ছিলেন জওহরলাল নেহরু।

  1. কংগ্রেসের কোন অধিবেশনে প্রথম পূর্ণ স্বরাজের দাবি তোলা হয় ?

উত্তরঃ- কংগ্রেসের লাহোর অধিবেশনে (১৯২৯ খ্রি.) প্রথম পূর্ণ স্বরাজের দাবি তোলা হয়।

  1. গান্ধিজি কবে ১১ দফা দাবি পেশ করেন ?

উত্তরঃ- গান্ধিজি ১৯৩০ খ্রিস্টাব্দের ৩০ শে জানুয়ারি ১১ দফা দাবি পেশ করেন।

  1. আইন অমান্য আন্দোলন কবে শুরু হয় ?

উত্তরঃ- আইন অমান্য আন্দোলন শুরু হয় ১৯৩০ খ্রিস্টাব্দের ১২ ই মার্চ।

  1. গান্ধিজি কবে লবণ আইন ভঙ্গ করেন ?

উত্তরঃ- গান্ধিজি ১৯৩০ খ্রিস্টাব্দের ৬ ই এপ্রিল লবণ আইন ভঙ্গ করেন।

  1. ভারতে প্রথম কবে স্বাধীনতা পালন করা হয় ?

উত্তরঃ- ভারতে প্রথম ১৯৩০ খ্রিস্টাব্দের ২৬ শে জানুয়ারি স্বাধীনতা দিবস পালন করা হয়।

  1. সীমান্ত গান্ধির অনুগামীরা কী নামে পরিচিত ছিল ?

উত্তরঃ- সীমান্ত গান্ধির অনুগামীরা ‘খোদা-ই-খিদমৎগার’ ও ‘লাল কোর্তা’ বাহিনী নামে পরিচিত ছিল।

  1. গান্ধি-আরউইন চুক্তি কবে স্বাক্ষরিত হয় ?

উত্তরঃ- গান্ধি-আরউইন চুক্তি স্বাক্ষরিত হয় ১৯৩১ খ্রিস্টাব্দের ৫ ই মার্চ।

  1. মোট কয়টি গোলটেবিল বৈঠক হয়েছিল ?

উত্তরঃ- মোট তিনটি গোলটেবিল বৈঠক হয়েছিল।

  1. ‘গান্ধি-আরউইন চুক্তির’ অপর নাম কী ?

উত্তরঃ- গান্ধি-আরউইন চুক্তির ’অপর নাম‘ দিল্লি চুক্তি ।

  1. সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি কে প্রবর্তন করেন ?

উত্তরঃ- সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি প্রবর্তন করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড।

  1. পুনা চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল ?

উত্তরঃ- পুনা চুক্তি ১৯৩২ খ্রিস্টাব্দের ২৫ শে সেপ্টেম্বর স্বাক্ষরিত হয়েছিল।

  1. পুনা চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল ?

উত্তরঃ- পুনা চুক্তি মহাত্মা গান্ধি ও বি. আর. আম্বেদকরের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল।

  1. কবে সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি ঘোষিত হয় ?

উত্তরঃ- ১৯৩২ খ্রিস্টাব্দের ১৬ ই আগস্ট সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি ঘোষিত হয়।

  1. কবে দ্বিতীয় গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয় ?

উত্তরঃ- ১৯৩১ খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে দ্বিতীয় গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।

  1. খোদা-ই-খিদমৎগার কথার অর্থ কী ?

উত্তরঃ- খোদা-ই-খিদমৎগার কথার অর্থ ঈশ্বরের সেবক।

  1. ‘Unto The Last’ গ্রন্থের রচয়িতা কে ?

উত্তরঃ- ‘Unto The Last’ গ্রন্থের রচয়িতা হলেন ইংরেজ লেখক রাসকিন।

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘



-ঃআরও পড়ুনঃ–

🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here

🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here

🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here

🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here

🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here

🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here

🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here

🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴  ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here 

🔵🔴  দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।