উচ্চমাধ্যমিক শিক্ষাবিজ্ঞান প্রশ্নোত্তর অধ্যায়- জাতীয় শিক্ষানীতি | National Education Policy Questions Answers

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি National Education Policy Questions Answers. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে উচ্চমাধ্যমিক শিক্ষাবিজ্ঞান প্রশ্নোত্তর অধ্যায়- জাতীয় শিক্ষানীতি | National Education Policy Questions Answers

জাতীয় শিক্ষানীতি | National Education Policy Questions Answers

  1. অপারেশন ব্ল্যাকবোর্ড বলতে বলতে কী বোঝো?

উত্তর:- একটি কর্মসূচি

  1. ‘সেন্ট্রাল অ্যাডভাইসরি বোর্ড অব এডুকেশন’ এক ধরনের কী?  

উত্তর:- একটি জাতীয় প্রতিষ্ঠান। 

  1. নারীশিক্ষার প্রসারের জন্য জাতীয় শিক্ষানীতিতে কী কী সুপারিশ দেওয়া হয়েছে? 

উত্তর:- পাঠক্রম পুনর্গঠন এবং কুসংস্কার দূর করা

  1. “মর্যাদার বিচারে শিক্ষকদের ঊর্ধ্বে আর কেউ হতে পারে না” –উক্ত উক্তিটি কোথায় দেওয়া হয়েছে?

উত্তর:- জাতীয় শিক্ষানীতি (1986 খ্রীস্টাব্দে) 

  1. সর্বজনীন প্রাথমিক শিক্ষা বলতে কী বোঝো?

উত্তর:- ব্যক্তির অভিযোজনে সাহায্য করা, দেশের আর্থিক উন্নয়ন নির্ভর করা এবং সমগ্র বিশ্বে দেশের সম্মানজনক অবস্থান নিশ্চিত করা।

  1. বয়স্ক শিক্ষার ক্ষেত্রে এখানে ‘বয়স্ক‘ বলতে কত বছর থেকে কত বছরের মধ্যে বোঝানো হয়েছে?

উত্তর:- যারা 15 বছর থেকে 35 বছরের মধ্যে

  1. নবোদয় বিদ্যালয়ের অপর নাম লেখো।

উত্তর:- পেসসেটিং স্কুল

  1. কমন স্কুল ও নবোদয় বিদ্যালয়ের প্রধান দায়িত্ব লেখো? 

উত্তর:- শিক্ষায় সমতা আনা এবং জাতীয় সংহতি শক্তিশালী করা

  1. পশ্চিমবঙ্গের মুক্ত বিশ্ববিদ্যালয় কোনটি?

উত্তর:- নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়

  1. MLL- এর সম্পূর্ণ নাম লেখো। 

উত্তর:- Minimum Level of Learning

  1. জাতীয় শিক্ষানীতি (1986) – অনুযায়ী কোন স্কুল ব্যবস্থা গড়ে তোলার সুপারিশ দেওয়া হয়েছে? 

উত্তর:- Pace – setting

  1. জাতীয় শিক্ষানীতি কবে প্রকাশিত হয়েছে? 

উত্তর:- 1986 সালের 21 এপ্রিল

  1. ”Challange of Education A Policy Perspective” – উক্ত উক্তিটি কে করেছেন? 

উত্তর:- এই উক্তিটি করেছেন তদানীন্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধির।

  1. শিশুকেন্দ্রিক শিক্ষা বলতে কী বোঝো? 

উত্তর:- এই ধরনের শিক্ষাব্যবস্থায় শিশুই হলো মূল ভিত্তি। এক্ষেত্রে লক্ষ্য নির্ধারণ, পাঠক্রম চূড়ান্তকরণ, শিক্ষণ প্রক্রিয়া, শিক্ষার্থীর সঙ্গে সম্পর্ক সব ক্ষেত্রেই শিশুর চাহিদা ও ইচ্ছেকেই প্রাধান্য দেওয়া হয়ে থাকে। এমন শিক্ষাকে বলা হয়ে থাকে শিশুকেন্দ্রিক শিক্ষা৷ 

  1. কর্মসূচি রূপায়ণের পরিকল্পনা কত খ্রীস্টাব্দে রচিত হয়েছে? 

উত্তর:- কর্মসূচি রূপায়ণের পরিকল্পনা রচিত হয়েছে ১৯৯২ খিস্টাব্দে। 

  1. NIEPA –এর সম্পূর্ণ রূপটি লেখো।

উত্তর:- NIEPA -এর সম্পূর্ণ রূপটি হলো– National Institute of Educational Planing and Administration. 

  1. স্বশাসিত কলেজ কাকে বলে? 

উত্তর:- যে-সমস্ত কলেজ নিজেরাই সিদ্ধান্ত নেয় কোন কোন বিষয় ছাত্রদের পড়ানো হবে, পাঠক্রম বাছাই, পাঠদান পদ্ধতি কেমন হবে, পরীক্ষা ব্যবস্থা কেমন হবে এবং পরীক্ষা শেষে নিজেরাই ডিগ্রি প্রদান করে এই ধরনের কলেজকে স্বশাসিত কলেজ বলা হয়। 

  1. জাতীয় শিক্ষানীতির একটি গুরুত্বপূর্ণ সুপারিশ লেখো। 

উত্তর:- জাতীয় শিক্ষানীতির একটি উল্লেখ যোগ্য সুপারিশ হলো অপারেশন ব্ল্যাকবোর্ড। 

  1. নবোদয় বিদ্যালয় কাকে বলা হয়? 

উত্তর:- জাতীয় শিক্ষানীতিতে জাতি, ধর্ম, বর্ণ ভেদে সকল মেধাবী শিক্ষার্থীদের সুবিধার্থে যে শিক্ষা প্রতিষ্ঠানের সুপারিশ করা হয় তাকেই নবোদয় বিদ্যালয় বলা হয়ে থাকে। 

  1. অপারেশন ব্ল্যাকবোর্ড কাকে বলে?

উত্তর:- প্রাথমিক স্কুলগুলির উন্নতির জন্য ১৯৮৬ খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষানীতিতে যে পরিকল্পনা গ্রহন করা হয়েছে তাকে অপারেশন ব্ল্যাকবোর্ড বলা হয়। 

  1. নন্ -ফরম্যাল (Non-formal education) শিক্ষাব্যবস্থা কাকে বলে? 

উত্তর:- আর্থ-সামাজিক বা অন্য কোনো কারণে যেসকল শিশু প্রথাগত শিক্ষা থেকে বঞ্চিত হয়েছে, তাদের জন্য নন্ -ফরম্যাল শিক্ষাব্যবস্থার মাধ্যমে শিক্ষা প্রদানের কথা জাতীয় শিক্ষানীতিতে বলা হয়েছে। 

  1. POA –এর সম্পূর্ণ রূপটি লেখো? 

উত্তর:- POA –এর সম্পূর্ণ রূপটি হলো Programme of Action. 

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।