উচ্চমাধ্যমিক বাংলা প্রশ্নোত্তর নাটক- নানা রঙের দিন | Nana ranera din Questions Answers

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি উচ্চমাধ্যমিক বাংলা প্রশ্নোত্তর নাটক- নানা রঙের দিন | Nana ranera din Questions Answers. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে উচ্চমাধ্যমিক বাংলা প্রশ্নোত্তর নাটক- নানা রঙের দিন | Nana ranera din Questions Answers

উচ্চমাধ্যমিক বাংলা প্রশ্নোত্তর নাটক- নানা রঙের দিন | Nana ranera din Questions Answers

■ বিকল্পধর্মী প্রশ্নোত্তর:: [ মান- ১ ]

  1. “মাইরি এই না হলো অ্যাকটিং!” নাটকে কে একথা বলেছেন?

(ক) কালীনাথ বলেছেন (খ) রজনীবাবু বলেছেন (গ) দর্শক বলেছেন (ঘ) রামব্রিজ বলেছেন।

উত্তর:- (খ) রজনীবাবু বলেছেন

  1. “Life’s but a walking shadow” – এই উক্তিটি কোন নাটকের অংশ?

(ক) ম্যাকবেথ নাটকের (খ) কিংলিয়র নাটকের (গ) হ্যামলেট নাটকের (ঘ) ওথেলো নাটকের।

উত্তর:- (ঘ) ওথেলো নাটকের

  1. “গ্রিনরুমে ঘুমোই..”– নাটকে কে ঘুমোন?

(ক) কালীনাথ সেন ঘুমোন (খ) রামব্রীজ ঘুমোন (গ) রজনীকান্ত চট্টোপাধ্যায় ঘুমোন (ঘ) রামচরণ ঘুমোন

উত্তর:- (ক) কালীনাথ সেন ঘুমোন

  1. “শাহাজাদি! সম্রাটনন্দিনী! মৃত্যুভয় দেখাও কাহারে ?” উক্তিটি কোন নাটক থেকে নেওয়া হয়েছে?

(ক) জনা নাটক থেকে (খ) মেবার পতন নাটক থেকে (গ) রিজিয়া নাটক থেকে (ঘ) নূরজাহান নাটক থেকে

উত্তর:- (গ) রিজিয়া নাটক থেকে

  1. ‘নানা রঙের দিন’ নাটকে অভিনেতা রজনীকান্তর বয়স কত বলে জানা যায়?

(ক) ৫০ বছর (খ) ৬৮ বছর (গ) ৬০ বছর (ঘ) ৭০ বছর

উত্তর:- (খ) ৬৮ বছর

  1. “এ সব থিয়েটারী ভাষায় কী বকছেন বলুন তো?” এটি কোন নাটকের সংলাপ?

(ক) প্রলাপ নাটকের সংলাপ (খ) বেতাল নাটকের সংলাপ (গ) বেচাল নাটকের সংলাপ (ঘ) আবোল-তাবোল নাটকের সংলাপ

উত্তর:- (ঘ) আবোল-তাবোল নাটকের সংলাপ।

  1. “তারপর একদিন চাকরিটা ছেড়ে দিলাম” চাকরি ছেড়ে দেওয়ার কারণ হিসেবে কী বলা হয়েছে?

(ক) স্বাধীনভাবে জীবন চালাতে চাইছিলেন (খ) নাটক নিয়ে জীবন শুরু করলাম (গ) ভালো চাকরির আশায় তৈরি হতে লাগছিলেন (ঘ) ব্যবসায়ী হতে চাইছিলেন।

উত্তর:- (খ) নাটক নিয়ে জীবন শুরু করলাম

  1. “আর জীবনে ভোর নেই, সকাল নেই, দুপুর নেই, সন্ধেও ফুরিয়েছে- এখন শুধু” – এখন শুধু কীসের কথা বলা হয়েছে?

(ক) মৃত্যুর আশার অপেক্ষা (খ) মাঝ রাত্রির অপেক্ষা (গ) বার্ধক্যের অপেক্ষা (ঘ) স্বপ্নের অপেক্ষা

উত্তর:- (খ) মাঝ রাত্রির অপেক্ষা

  1. “Farewell the tranquil mind! farewell content!” — কথাগুলি কোন নাটকের সংলাপ?

(ক) ওথেলোর নাটকের (খ) ম্যাকবেথ নাটকের (গ) সিজার নাটকের (ঘ) অ্যান্টোনিও নাটকের

উত্তর:- (ক) ওথেলো নাটকের

  1. “রাজনীতি বড় কুট”– এই উক্তিটির বক্তা কে?

(ক) মোরাদ (খ) যশোবন্ত (গ) ঔরঙ্গজেব (ঘ) শাহজাহান

উত্তর:- (গ) ঔরঙ্গজেব

  1. “তাহলে সে রাজনীতি আমার জন্য নয়।” নাটকে এই উক্তিটি কার?

(ক) মিরজুমলার (খ) সিরাজরের (গ) কালীনাথের (ঘ) রজনীর

উত্তর:- (গ) কালীনাথের

  1. “শিল্পকে যে মানুষ ভালোবেসেছে”– তার কী নেই বলে মনে হয়?

(ক) একাকিত্ব নেই (খ) বার্ধক্য নেই (গ) রোগ নেই (ঘ) মৃত্যু নেই

উত্তর:- (খ) বার্ধক্য নেই

  1. “আমার শিরায় শিরায় কি জল বইছে? রক্ত বইছে না?” নাটকে বক্তার শিরায় শিরায় কী বইছে?

(ক) রাজরক্ত বইছে (খ) নেশার রক্ত বইছে (গ) সদবংশের রক্ত বইছে (ঘ) পবিত্র রক্ত বইছে

উত্তর:- (গ) সদবংশের রক্ত বইছে

  1. “এক পা এক পা করে এগিয়ে চলেছে”— কোন দিকে যাওয়ার কথা বলা হয়েছে?

(ক) গ্রিনরুমের দিকে এগিয়ে চলেছে (খ) মৃত্যুর দিকে এগিয়ে চলেছে (গ) অডিটোরিয়ামের দিকে এগিয়ে চলেছে (ঘ) বাড়ির দিকে এগিয়ে চলেছে।

উত্তর:- (খ) মৃত্যুর দিকে এগিয়ে চলেছে।

■ অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর [মান- ১]

  1. “তার দরুন আজ সন্ধেবেলা নগদ তিনটে টাকা বকশিশও দিলুম ওকে”– নাটকে কাকে, কী কারণে বকশিশ দেওয়া হয়েছিল?

উত্তর:- অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায় রামব্রীজকে তিন টাকা বকশিশ দিয়েছিলেন, কারণ গত রাতে রজনী মদ খেয়ে গ্রিনরুমে পড়েছিলেন। সেখান থেকে তাকে ঘুম থেকে তুলে ট্যাক্সিতে তুলে দিয়েছিলেন রামব্রীজ।

  1. “কাম অন, কুইক! মহম্মদের ক্যাচটা দাও তো”– মহম্মদ কে ছিলেন? কাকে মহম্মদের ক্যাচ দেওয়ার কথা বলা হয়েছ?

উত্তর:- মহম্মদ হলেন মোগল সম্রাট ঔরঙ্গজেবের পুত্র। নাটকে মহম্মদের ক্যাচ দিয়েছিলেন প্রম্পটার কালীনাথ সেন।

  1. “এই তো জীবনের সত্য কালীনাথ”– জীবনের সত্যটি কী বলে মনে হয়েছে?

উত্তর:- যার প্রতিভা আছে বয়স তার প্রতিবন্ধক হয় না। বয়সে তার কিছু যায় আসে না। এটিই জীবনের সত্য ও এই সত্যই উপলদ্ধি করেছে রজনীকান্তের।

  1. “মৃত্যুভয়ের ওপর সে তো হাসতে হাসতে ডাকাতি করতে পারে”– কে মৃত্যুভয়ের ওপর ডাকাতি করতে পারে?

উত্তর:- যে মানুষ শিল্পকে ভালোবেসেছে সে বার্ধক্য, একাকিত্ব, রোগকে জয় করে মৃত্যুভয়কেও হাসতে হাসতে ডাকাতি করতে পারে এমনটাই বলা হয়েছে।

  1. “যা করেছি ধর্মের জন্য”— এই নাটকে ধর্মের জন্য কে, কী করেছিল?

উত্তর:- ‘নানা রাঙা দিন’ নাটকে নাট্যকার অজিতেশ বন্দ্যোপাধ্যায় ‘সাজাহান’ নাটকের প্রসঙ্গ উল্লেখ করেছেন। নাটকটিতে দেখা যায়, ঔরঙ্গজেব ধর্মের জন্য সকলকে হত্যা করে সিংহাসন দখল করেছেন।

  1. “তখন মনে মনে কত আশা, কত প্ল্যান”– নাটকে কাকে, কীসের আশা বা প্ল্যান করতে দেখা যায়?

উত্তর:- ‘নানা রঙের দিন’ নাটকে তরুণ অভিনেতা রজনী অভিনয় জীবনে একটি মেয়ের প্রেমে পড়েছিলেন, সেই মেয়েটিকে বিয়ে করার আশা বা প্ল্যানের কথাই এই উক্তিতে বলা হয়েছে।

  1. “বাঃ বাঃ বুঢ্ঢা। আচ্ছা হি কিয়া।” – একথা কে, কাকে বলেছিল?

উত্তর:- ‘নানা রঙের দিন’ নাটকের এই কথাগুলি অভিনেতা রজনী রামব্রীজকে বলেছেন।

  1. “ও কী বললো জানো?” এখানে ‘ও’ বলতে কার কথা বলা হয়েছে এবং সে কাকে, কোন কথা বলেছিল?

উত্তর:- ‘নানা রঙের দিন’ নাট্যাংশ থেকে উদ্ধৃতাশংটিতে রজনীর প্রেমিকার কথাই এখানে বলা হয়েছে। রজনী তাকে বিবাহ করতে চাইলে সে রজনীকে তার অভিনয় পেশা ত্যাগ করতে অনুরোধ করেছিল।

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।