Names Of The Deepest Lakes In The World And India || পৃথিবীর গভীরতম হ্রদ ও ভারতের বিভিন্ন হ্রদ সমূহ

Hello Students,


Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি Names Of The Deepest Lakes In The World And India. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে Names Of The Deepest Lakes In The World And India. নিচে  Solved Question Paper practice set টি যত্নসহকারে পড়ুন ও পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই Names Of The Deepest Lakes In The World And India pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘



[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]

Names Of The Deepest Lakes In The World And India || পৃথিবীর গভীরতম হ্রদ ও ভারতের বিভিন্ন হ্রদ সমূহ

পৃথিবীর গভীরতম হ্রদ

  1. বৈকাল (রাশিয়া)

➨1620 মিটার

  1. টাঙ্গানিকা (আফ্রিকা)

➨1463 মিটার

  1. কাম্পিয়ান সাগর (এশিয়া-ইউরোপ)

➨1025 মিটার

  1. মালাউই / নিয়াশা (আফ্রিকা)

➨706 মিটার

  1. ইশিক-কূল (কিরজিস্থান)

➨702 মিটার

ভারতের বিভিন্ন হ্রদ

  1. হ্রদ ➨রাজ্য
  2. উজনি ➨মহারাষ্ট্র
  3. ভূজ ➨গুজরাট
  4. সম্বর ও পিচেলো ➨রাজস্থান
  5. চিল্কা ➨উড়িষ্যা
  6. নবরোভার ➨গুজরাট
  7. পুলিকট ➨তামিলনাড়ু
  8. রিয়ূনা ➨উত্তরপ্রদেশ
  9. উলার ডাল ➨জম্বু ও কাশ্মীর
  10. কোলেরু ➨অন্ধ্রপ্রদেশ
  11. লোকটাগ ➨মনিপুর
  12. কাবার ➨বিহার
  13. অষ্টমুদি ➨কেরালা
  14. সুখনা ➨চন্ডিগড়



🔶 কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরঃ-

  1. কোন রাজাকে ভারতের শষ্যভান্ডার বলা হয়?

উত্তর: পাঞ্জাব

  1. হায়দ্রাবাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত?

উত্তর: মুসী

  1. ভারতের জাতীয় পার্ক মােট ভূখন্ডের কত শতাংশ?

উত্তর: 1 শতাংশ

  1. মাউন্ট আৰু কিসের জন্য বিখ্যাত?

উত্তর: দিলওয়ারা মন্দির

  1. ভরতপুর পাখিরালয় কোথায় অবস্থিত?

উত্তর: রাজস্থান

  1. ব্লাক প্যাগােঙ্কা কোথায় অবস্থিত?

উত্তর: কোনারক

  1. ফিরােজাবাদ কিসের জন্য বিখ্যাত?

উত্তর: কাচের চুড়ি

  1. কোন রাজ্যে সড়ক দৈর্ঘ্য সবচেয়ে বেশি?

উত্তর: মহারাষ্ট্র

  1. পৃথিবীর নিরক্ষীয় ব্যাস কত?

উত্তর: 12,757 কিলাে মিটার

  1. সূর্য থেকে পৃথিবীর দুরত্ব কত?

উত্তর: 15 কোটি কিলাে মিটার

  1. কোন গ্রহ সূর্য থেকে সবচেয়ে বেশি তাপ পায়?

উত্তর: বুধ

12.আহ্নিক গতির ফলে কি সংঘটিত হয় ?

উত্তর: দিনরাত্রী

  1. বার্ষিক গতির ফলে কি সংঘটিত হয় ?

উত্তর: ঋতু পরিবর্তন

  1. ককট সংক্রান্তি কখন হয়?

উত্তর: 21 শে জুন।

  1. পৃথিবী সূর্যকে প্রদক্ষিন করে কিভাবে?

উত্তর: পশ্চিম থেকে পূর্বে

  1. মহাবিষুব কখন সংঘটিত হয়?

উত্তর: 21 শে মার্চ

  1. সূর্যকে বড় দেখায় কোন ঋতুতে?

উত্তর: গ্রীষ্মকালে

  1. তিলপাড়া ব্যারেজ কোন নদীর উপর নির্মিত হয়েছে?

উত্তর: ময়ূরাক্ষী

  1. ওরা জলবিদ্যুৎ প্রকল্প কোন নদীর ওপর নির্মিত হয়েছে?

উত্তর: রিহান্দ

  1. লাক্ষাদ্বীপের প্রধান ভাষা কি?

উত্তর: মালায়ালাম

  1. নকরেক কোন পাহাৱের সর্বচ্চ শৃঙ্গ?

উত্তর: গারাে

  1. খারদুংলা গিরিপথ কোন পর্বতশ্রেনীর অন্তর্গত?

উত্তর: লাদাখ

  1. বােচ বন্দর কোন নদীর তীরে অবস্থিত?

উত্তর: নর্মদা

  1. গডউইন অষ্টিন কোন পর্বতশ্রেনীর অন্তর্গত?

উত্তর: কারাকোরাম

  1. কোন নদীকে দক্ষিন ভারতের গঙ্গা বলা হয়?

উত্তর গােলাবরা

  1. কোন বহুমুখী নদী প্রকল্প ভারত – নেপালের যৌথ প্রয়াসে তৈরি হয়েছে?

উত্তর: কোশী প্রকল্প

  1. তিস্তা নদীর উৎপত্তি কোথা থেকে?

উত্তর: জেমু হিমবাহ

  1. পশ্চিমবঙ্গের কোন জেলায় এন্ডি পােকার চাষ হয়?

উত্তর: কোচবিহার

  1. ইউফ্রেটিস নদীর পূর্ব নাম কি?

উত্তর: ফোরাত নদী

  1. রাইন নদী উৎপত্তিস্থল কোথায়?

উত্তর: আম্পস পর্বত।

  1. ভূপৃষ্ঠের শিলায় যে কঠিন আবরণ দেখা যায়, তাকে কী বলে?

উত্তর: ভূ-ত্বক

  1. সাগর গর্ভে নির্গত লাভা স্তুপিকৃত হয়ে সৃষ্টি হয়েছে কোন দ্বীপপুঞ্জ?

উত্তর: হাওয়াই দ্বীপপুঞ্জ

  1. জীবাশ্ম জ্বালানী দহনের ফলে বায়ুমণ্ডলে কোন গ্রিন হাউজ গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি বৃদ্ধি পাচ্ছে?

উত্তর: কার্বন-ডাই-অক্সাইড

  1. কোনটি রূপান্তরিত শিলা নয়?

উত্তর: কেওলন

  1. সূর্যের চারদিকে পৃথিবীর এক পাক ঘুরতে সঠিক কত সময় লাগে?

উত্তর: 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড

  1. মহাবিষুব কি?

উত্তর: 21 শে মার্চকে মহাবিষুব বলা হয়।

  1. সারা বছর গ্রীষ্ম ঋতু কোথায় দেখা যায়?

উত্তর: নিরক্ষীয় অঞ্চলে

  1. অধিবর্ষ কাকে বলে?

উত্তর: যে বছর ফেব্রুয়ারি মাসের দিনসংখ্যা 1 দিন বাড়িয়ে বছরটিকে 366 দিন করা হয় তাকে অধিবর্ষ বলে।

  1. কোন দিন সূর্যের উত্তরায়ন শুরু হয়?

উত্তর: 21 শে ডিসেম্বর।

  1. পৃথিবীর কোন অঞ্চলে সারা বছর শীতকাল?

উত্তর: মেরু অঞ্চলে।

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘

-ঃআরও পড়ুনঃ–

🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here

🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here

🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here

🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here

🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here

🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here

🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here

🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴  ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here 

🔵🔴  দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here