Names Of Different Deserts Of The World || পৃথিবীর বিভিন্ন মরুভূমির নাম ||

Hello Students,


Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি Names Of Different Deserts Of The World. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে Names Of Different Deserts Of The World. নিচে  Solved Question Paper practice set টি যত্নসহকারে পড়ুন ও পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই Names Of Different Deserts Of The World টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।



🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘

[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]

Names Of Different Deserts Of The World || পৃথিবীর বিভিন্ন মরুভূমির নাম ||

❏ মরুভূমি: সাহারা মরুভূমি

❏ দেশ বা মহাদেশ: উত্তর আফ্রিকা

❏ আয়তন: 90,64,650 (বর্গ কিলোমিটার)

❏ মরুভূমি: কালাহারি

❏ দেশ বা মহাদেশ: দক্ষিণ আফ্রিকা

❏ আয়তন: 5,82,727 (বর্গ কিলোমিটার)

❏ মরুভূমি: সিম্পসন / স্টোনি

❏ দেশ বা মহাদেশ: উত্তর আফ্রিকা

❏ আয়তন: 1,45,034 (বর্গ কিলোমিটার)

❏ মরুভূমি: আরবীয় মরুভূমি

❏ দেশ বা মহাদেশ: মধ্য-পূর্ব এশিয়া

❏ আয়তন: 25,89,900 (বর্গ কিলোমিটার)

❏ মরুভূমি: থর

❏ দেশ বা মহাদেশ: পাকিস্তান / ভারত

❏ আয়তন: 4,53,232 (বর্গ কিলোমিটার)

❏ মরুভূমি: গোবি

❏ দেশ বা মহাদেশ: চীন / মঙ্গোলিয়া

❏ আয়তন: 12,94,950 (বর্গ কিলোমিটার)

❏ মরুভূমি: কিজুলকুম

❏ দেশ বা মহাদেশ: পশ্চিম এশিয়া

❏ আয়তন: 2,97,838 (বর্গ কিলোমিটার)

❏ মরুভূমি: তাকলামাকান

❏ দেশ বা মহাদেশ: চীন

❏ আয়তন: 2,71,939 (বর্গ কিলোমিটার)

❏ মরুভূমি: ইরানীয়

❏ দেশ বা মহাদেশ: ইরাণ

❏ আয়তন: 2,58,990 (বর্গ কিলোমিটার)

❏ মরুভূমি: গ্রেট ভিক্টোরিয়া

❏ দেশ বা মহাদেশ: অস্ট্রেলিয়া

❏ আয়তন: 6,47,475 (বর্গ কিলোমিটার)

❏ মরুভূমি: গ্রেট স্যান্ডি

❏ দেশ বা মহাদেশ: অস্ট্রেলিয়া

❏ আয়তন: 3,88,485 (বর্গ কিলোমিটার)

❏ মরুভূমি: গিবসন

❏ দেশ বা মহাদেশ: অস্ট্রেলিয়া

❏ আয়তন: 3,10,788 (বর্গ কিলোমিটার)

❏ মরুভূমি: হিহুয়াহুয়ান

❏ দেশ বা মহাদেশ: মেক্সিকো

❏ আয়তন: 4,53,232 (বর্গ কিলোমিটার)

❏ মরুভূমি: সোনোরান

❏ দেশ বা মহাদেশ: দক্ষিণ – পশ্চিম মার্কিন যুক্তরাষ্ট্র

❏ আয়তন: 3,10788 (বর্গ কিলোমিটার)

❏ মরুভূমি: মোহেব

❏ দেশ বা মহাদেশ: দক্ষিণ – পশ্চিম মার্কিন যুক্তরাষ্ট্র

❏ আয়তন: 1,39,854 (বর্গ কিলোমিটার)

❏ মরুভূমি: প্যাটাগোনিয়া

❏ দেশ বা মহাদেশ: আর্জেন্টিনা

❏ আয়তন: 6,73,374 (বর্গ কিলোমিটার)

❏ মরুভূমি: আটাকামা

❏ দেশ বা মহাদেশ: চিলি-পেরু সীমান্ত

❏ আয়তন: 3,63,000 (বর্গ কিলোমিটার)

❏ মরুভূমি: কলোরাডো

❏ দেশ বা মহাদেশ: ক্যালিফোর্নিয়া প্রদেশ

❏ আয়তন: 5,000 (বর্গ কিলোমিটার)



🔶 কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরঃ-

  1. মাটির সংজ্ঞা নির্দেশ করো।

উত্তরঃ- সৌরতাপ, বায়ুপ্রবাহ, বৃষ্টিপাত, হিমবাহ প্রভৃতি প্রাকৃতিক শক্তির দ্বারা ভূপৃষ্ঠের শিলাসমূহ ক্ষয়প্রাপ্ত হয়ে এবং জৈব পদার্থ যুক্ত হয়ে ভূত্বকের উপরিভাগে যে শিথিল আবরণ সৃষ্টি করে, সেই আবরণকেই মাটি বলে।

  1. আবহবিকার কাকে বলে ?

উত্তরঃ- সূর্যতাপ, বৃষ্টিপাত, তুষারপাত প্রভৃতি আবহাওয়ার বিভিন্ন উপাদানগুলির দ্বারা যখন ভূপৃষ্ঠের শিলাসমূহ যান্ত্রিক বা রাসায়নিক ভাবে বিচূর্ণিত হয় এবং মূল শিলা থেকে বিচ্ছিন্ন হয়ে ওইখানেই পড়ে থাকে, তখন সেই প্রক্রিয়াকে আবহবিকার বলে।

  1. রেগোলিথ (Regolith) কাকে বলে ?

উত্তরঃ- আবহবিকারের ফলে সৃষ্ট শিলাচূর্ণগুলি ভূত্বকের ওপর জমা হলে, সেগুলিকে রেগোলিথ বলে।

  1. আবহবিকার কত প্রকার ও কী কী ?

উত্তরঃ- আবহবিকার প্রধানত তিন প্রকার – (i) যান্ত্রিক আবহবিকার, (ii) রাসায়নিক আবহবিকার ও (iii) জৈবিক আবহবিকার।

  1. আবহবিকারের নিয়ন্ত্রকগুলি কী কী ?

উত্তরঃ- আবহবিকারের নিয়ন্ত্রকগুলি হল (i) শিলার প্রকৃতি, (ii) ভূপ্রকৃতি, (ii) জলবায়ু এবং (iv) উদ্ভিদ।

  1. টেরারোজা (Terra Rossa) কী ?

উত্তরঃ- আবহবিকারের ফলে বিচূর্ণিত শিলাখণ্ডগুলি চুনাপাথরযুক্ত অঞ্চলে ভূ-আস্তরণের সৃষ্টি করলে, সেগুলিকে টেরারোজা বলে।

  1. এলুভিয়েশন (Eluviation) কাকে বলে ?

উত্তরঃ- মাটির ওপরের স্তরের বিভিন্ন রাসায়নিক পদার্থ বৃষ্টির জলে দ্রবীভূত হয়ে মাটির নীচের স্তরে নামতে থাকলে, সেই প্রক্রিয়াকে এলুভিয়েশন বলে৷

  1. ল্যাটেরাইজেশন (Laterisation) কাকে বলে ?

উত্তরঃ- যে প্রক্রিয়ায় দ্রবণের মাধ্যমে মাটি ওপরের স্তর থেকে অপসৃত হয় এবং লোহা ও অ্যালুমিনিয়াম কণা স্বস্থানে থেকে যায় , সেই প্রক্রিয়াকে ল্যাটেরাইজেশন বলে।

  1. ক্যালসিফিকেশন (Calcification) কাকে বলে ?

উত্তরঃ- যে প্রক্রিয়ায় দ্রবণের মাধ্যমে ক্যালশিয়াম কার্বোনেট মাটির মাঝামাঝি স্তরে সঙ্গিত হয়, সেই প্রক্রিয়াকে ক্যালসিফিকেশন বলে।

  1. স্যালিনাইজেশন (Salinization) কাকে বলে ?

উত্তরঃ- যে প্রক্রিয়ায় দ্রবীভূত লবণ কৈশিক ক্রিয়ার মাধ্যমে মাটির ওপরের স্তরে নীত হয় এবং জলের বাষ্পীভবনের ফলে ওই লবণ মাটির ওপরের স্তরে সণিত হয়, সেই প্রক্রিয়াকে স্যালিনাইজেশন বলে।

  1. মাটির প্রোফাইল বা পরিলেখ (Profile) কী ?

উত্তরঃ- ভূমির সমান্তরালে অবস্থিত বিভিন্ন স্তরযুক্ত মাটির লম্বচ্ছেদকে মাটির প্রোফাইল বলে।

  1. হরাইজন (Horizon) কী ?

উত্তরঃ- মাটির প্রতিটি স্তরকে বলে হরাইজন।

  1. বেডরক বা শিলামাতৃকা কাকে বলে ?

উত্তরঃ- ভূত্বকে অপরিবর্তিত মূল শিলাস্তরকে বেডরক বা শিলামাতৃকা বলে।

  1. পেডোলজি (Pedology) কাকে বলে ?

উত্তরঃ- মাটির উৎপত্তি ও শ্রেণিবিভাগ সংক্রান্ত মৃত্তিকা বিজ্ঞানের অংশটিকে বলে পেডোলজি।

  1. ইডাফোলজি (Edaphology) কাকে বলে ?

উত্তরঃ- উদ্ভিদের জন্ম, বৃদ্ধি ও সংরক্ষণ সংক্রান্ড মৃত্তিকা বিজ্ঞানের অংশটিকে বলে ইডাফোলজি।

  1. দুটি মোটা গ্রথনের মাটির উদাহরণ দাও।

উত্তরঃ- বেলে মাটি ও দোআঁশ মাটি মোটা গ্রথনের মাটির উদাহরণ।

  1. মাটির প্রথন (Soil Texture) কাকে বলে ?

উত্তরঃ- মাটির বিভিন্ন আয়তনের খনিজ কণাগুলির নির্দিষ্টভাবে শ্রেণিবদ্ধ হওয়ার প্রক্রিয়াকে মাটির গ্রথন বলে।

  1. মাটির গঠন (Soil Structure) কাকে বলে ?

উত্তরঃ- মাটির প্রাথমিক কণাগুলি সংযুক্ত হয়ে বিভিন্ন আকৃতির আধাস্থায়ী স্তূপে পরিণত হওয়াকে মাটির গঠন বলে।

  1. পড়সল মাটি কাকে বলে ?

উত্তরঃ- সরলবর্গীয় অরণ্যাঞ্চলে ফুল, ফল, পাতা ইত্যাদি পচে যে অম্লধর্মী ও অনুর্বর মাটি সৃষ্টি হয়, তাকে পড়সল মাটি বলে।

  1. পড়সল মাটি কীরূপ জলবায়ু অঞ্চলে গঠিত হয় ?

উত্তরঃ- পড়সল মাটি শীতল নাতিশীতোষ্ম জলবায়ুতে গঠিত হয়।

  1. ল্যাটেরাইট মাটি কীরূপ জলবায়ু অঞ্চলে গঠিত হয় ?

উত্তরঃ- আর্দ্র ক্রান্তীয় জলবায়ুতে ল্যাটেরাইট মাটি গঠিত হয়।

  1. পেড কী

উত্তরঃ- মাটির কণা ও জৈব পদার্থের প্রাকৃতিক সংযোগে গঠিত মাটির অংশকে বলে পেড।

  1. ক্যাটেনা কী ?

উত্তরঃ- উপত্যকার শীর্ষদেশ থেকে অববাহিকার নীচু অংশ পর্যন্ত বিভিন্ন উচ্চতায় ভূমিঢালের তারতম্যে মাটির যে বিন্যাস গড়ে ওঠে তাকেই মাটির ক্যাটেনা বলে।

  1. সিরোজেম বা চেস্টনাট মাটি কোন প্রকার জলবায়ুতে দেখা যায় ?

উত্তরঃ- শুষ্ক মরু জলবায়ুতে।

  1. সংযোজন প্রক্রিয়া কাকে বলে ?

উত্তরঃ- যে প্রক্রিয়ায় মাটির ওপরের স্তরে জল, জৈব ও খনিজ পদার্থ এবং সৌরশক্তি সংযোজিত হয়, তাকেই সংযোজন প্রক্রিয়া বলে।

  1. বজন প্রক্রিয়া কাকে বলে ?

উত্তরঃ- যে প্রক্রিয়ায় মাটি থেকে বাষ্পীভূত জলকণা এবং জারণের মাধ্যমে সৃষ্ট কার্বন ডাইঅক্লাইড বায়ুতে মিশে যায় তাকেই বর্জন প্রক্রিয়া বলে।

  1. রূপাস্তরণ কাকে বলে ?

উত্তরঃ- মাটির মধ্যেকার জৈব ও খনিজ পদার্থ যে প্রক্রিয়ায় রূপান্তরিত হয়, তাকেই রূপান্তরণ বলে।

  1. স্থানান্তরণ কাকে বলে ?

উত্তরঃ- মাটির মধ্যেকার জৈব ও খনিজ পদার্থ যখন দ্রবীভূত হয়ে মাটির মধ্যেই স্থানান্তরিত হয়, তখন একে স্থানান্তরণ বলে।

  1. সোলোনেজ বা সোলোনেজ মাটি কীভাবে সৃষ্টি হয় ?

উত্তরঃ- মাটির উপরিভাগের লবণকণা জলে দ্রবীভূত হয়ে সোডিয়াম হাইড্রোক্লাইডে পরিণত হয় এবং জৈব পদার্থকে দ্রবীভূত করে মাটির ওপরের স্তরে জমা করলে সোলোনেজ মাটির সৃষ্টি হয়।

  1. ব্যাহত পরিলেখ (Interrupted Profile) কাকে বলে ?

উত্তরঃ- বনভূমি পরিষ্কার করে চাষাবাদ শুরু হলে সেখানে অতিরিক্ত ভূমিকর্ষণের ফলে মাটির স্তরগুলি পরস্পরের সঙ্গে মিশে গেলে তাকে ব্যাহত পরিলেখ বলে।



🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘

-ঃআরও পড়ুনঃ–

🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here

🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here

🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here

🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here

🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here

🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here

🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here

🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴  ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here 

🔵🔴  দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here