Hello Students,
Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, edu.bengaliportal.com আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি Name of rivers flowing in different cities || বিভিন্ন শহরে প্রবাহিত নদীর নাম. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে Name of rivers flowing in different cities || বিভিন্ন শহরে প্রবাহিত নদীর নাম ||. নিচে Name of rivers flowing in different cities set টি যত্নসহকারে পড়ুন ও পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই Name of rivers flowing in different cities || বিভিন্ন শহরে প্রবাহিত নদীর নাম || এটি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।
🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘
[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]
Name of rivers flowing in different cities || বিভিন্ন শহরে প্রবাহিত নদীর নাম
শহরের নাম ➨ নদীর নাম ➨রাজ্যের নাম
❏ শ্রীনগর ➨ ঝিলম ➨ জম্মু ও কাশ্মীর
❏ দিল্লি ➨ যমুনা ➨ দিল্লি
❏ লুধিয়ানা ➨ শতদ্রূ ➨ পাঞ্জাব
❏ সম্বল্পুর ➨ মহানদী ➨ উড়িষ্যা
❏ কটক ➨ মহানদী ➨ উড়িষ্যা
❏ ডিব্রুগড় ➨ ব্রহ্মপুত্র ➨ আসাম
❏ গুয়াহাটি ➨ ব্রহ্মপুত্র ➨ আসাম
❏ কোলকাতা ➨ হুগলী ➨ পশ্চিমবঙ্গ
❏ ভাগল্পুর ➨ গঙ্গা ➨ বিহার
❏ পাটনা ➨ গঙ্গা ➨ বিহার
❏ আহমেদাবাদ ➨ সবরমতী ➨ গুজরাট
❏ সুরাট ➨ তাপ্তী ➨ গুজরাট
❏ এলাহাবাদ ➨ গঙ্গা যমুনার সংযোগস্থল ➨ উত্তরপ্রদেশ
❏ বেনারস ➨ গঙ্গা ➨ উত্তরপ্রদেশ
❏ অযোধ্যা ➨ সরজু ➨ উত্তরপ্রদেশ
❏ লখনৌ ➨ গোমোতী ➨ উত্তরপ্রদেশ
❏ বদ্রীনাথ ➨ গঙ্গা ➨ উত্তরপ্রদেশ
❏ আগ্রা ➨ যমুনা ➨ উত্তরপ্রদেশ
❏ কানপুর ➨ গঙ্গা ➨ উত্তরপ্রদেশ
❏ হরিদ্বার ➨ গঙ্গা ➨ উত্তরাঞ্চল
❏ জব্বল্পুর ➨ নর্মদা ➨ মধ্যপ্রদেশ
❏ হায়দ্রাবাদ ➨ মুসী ➨ অন্ধ্রপ্রদেশ
❏ বিজয়ওয়াড়া ➨ কৃষ্ণা ➨ অন্ধ্রপ্রদেশ
❏ নাসিক ➨ গোদাবোরী ➨ মহারাষ্ট্র
❏ কোটা ➨ চম্বল ➨ রাজস্থান
❏ জামসেদপুর ➨ সুবর্ণরেখা ➨ ঝাড়খন্ড
❏ তিরুচিরাপল্লী ➨ কাবেরী ➨ তামিলনাড়ু
🔶 কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরঃ-
- এশিয়া মহাদেশের অবস্থান কিরূপ ?
উওরঃ- ১০ ডিগ্রী দক্ষিণ হতে ৭৮ ডিগ্রী উত্তর অংশ এবং ২৫ডিগ্রী পূর্ব হতে পূর্ব দিকে ১৭০ ডিগ্রী দ্রাঘিমা পর্যন্ত ।
- এশিয়া মহাদেশের প্রায় মধ্য দিয়ে অতিক্রম করেছে কোন রেখা ?
উওরঃ- ৯০ ডিগ্রী পূর্ব দ্রাঘিমা ।
- এশিয়া মহাদেশ কোথায় অবস্থিত ?
উওরঃ- উত্তর গোলার্ধে ।
- এশিয়ার আয়তন কত ?
উওরঃ- ৩,১০,২৭,২৩০ বর্গ কি.মি.।
- এশিয়া পৃথিবীর মোট আয়তনের কত অংশ ?
উওরঃ- ২১.৪ % ।
- এশিয়া পৃথিবীর মোট আয়তনের কত ?
উওরঃ- প্রায় এক তৃতীয়াংশ ।
- এশিয়ার বৃহত্তম দীপ কোনটি ?
উওরঃ- বোর্নিও (৭,৪৬,৫৪৬ বর্গ কি.মি.) ।
- আয়তনের দিক দিয়ে এশিয়ার বৃহত্তম দেশ কোনটি ?
উওরঃ- গণ চীন (৯৩,২৬,৪১০ বর্গ কি.মি.)।
- আয়তনের দিক দিয়ে এশিয়ার সবচেয়ে ছোট দেশ কোনটি ?
উওরঃ- মালদ্বীপ (৩০০ বর্গ কি.মি.) ।
- লোক সংখ্যার দিক দিয়ে এশিয়ার বৃহত্তম দেশ কোনটি ?
উওরঃ- গণচীন।
- এশিয়ার মোট উপকূল রেখার দৈর্ঘ্য কত ?
উওরঃ- ৫৭,৯৫০ কি.মি. ।
- জাপান সাগর ও পীত সাগের মধ্যে কোন দীপের অবস্থান ?
উওরঃ- কোরিয়া উপদ্বীপ ।
- পারস্য উপসাগরে কোন দ্বীপ অবস্থিত ?
উওরঃ- বাহরাইন দ্বীপ ।
- পৃথিবীর কত ভাগ মানুষ এশিয়ায় বাস করে ?
উওরঃ- ৬০.৬ ভাগ ।
- এশিয়ার বৃহত্তম নদী কোনটি ?
উওরঃ- ইয়াংসিকিয়াং (৫৪৯৪ কি.মি.) ।
- এশিয়ার সবচেয়ে খরস্রোতা নদী কোনটি ?
উওরঃ- সালউইন ।
- এশিয়ার দীর্ঘতম নদী গুলোর নাম কি ?
উওরঃ- ইয়াংসিকিয়াং (৫৪৯৪ কি.মি.), ওব (৫৪১০ ), ইনিসি (৫৪০৬ কি.মি.), হোয়াংহো (৪৩৪৪ কি.মি.), লেনা (৪৪০০ কি.মি.), ব্রম্মপুত্র (২৭০০ কি.মি.)।
- ব্রম্মপুত্র নদী তিব্বতে কি নামে পরিচিত ?
উওরঃ- সানপো ।
- এশিয়া তথা পৃথিবীর বৃহত্তম হ্রদ কোনটি ?
উওরঃ- কাস্পিয়ান সাগর, (১,৪৩,২৪৪ বর্গ কি.মি.) ।
- এশিয়া তথা পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি ?
উওরঃ- বৈকাল হ্রদ (গভীরতা ৫,৩১৫ ফুট বা ১৬২০ মিটার ) ।
- দক্ষিণ এশিয়ার আয়তন কত ?
উওরঃ- ৪৩,৮৬,৫৪০ বর্গ কি.মি. ।
- দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেশ কোনটি ?
উওরঃ- ভারত ।
- কোন নদীকে চীনের দুঃখ বলা হয় ?
উওরঃ- হোয়াং হো নদীকে ।
- এশিয়ার সর্বোচ্চ বিন্দু কোনটি ?
উওরঃ- এভারেস্ট ।
- এশিয়ার সর্বনিম্ন বিন্দু কোনটি ?
উওরঃ- লোহিত সাগর ।
- এভারেস্টের উচ্চতা কত ?
উওরঃ- ২৯,০২৮ ফুট বা ৮.৮৪৮ মিটার প্রায় ।
- এশিয়ার দ্বিতীয় উচ্চতম পর্বত শৃঙ্গের নাম কি ?
উওরঃ- গডউইন অষ্টিন ।
- গডউইন অষ্টিন পর্বত শৃঙ্গের অবস্থান কোন পর্বত শ্রেণীতে ?
উওরঃ- কারাকোরাম ।
- কোন কোন দেশের মধ্য দিয়ে সিন্ধু নদ প্রবাহিত হয়েছে ?
উওরঃ- ভারত ও পাকিস্তান ।
- সিন্ধু নদ কোথায় পতিত হয়েছে ?
উওরঃ- আরব সাগরে ।
🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘
🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here
🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here
🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here
🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here
🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here
🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here
🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here
🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here
🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here
🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here
🔵🔴 দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।