NABARD Grade A Recruitment 2022 : ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টে গ্রেড ‘A’ পদে নিয়োগ শুরু হচ্ছে। ব্যাঙ্কে সরকারি চাকরির রইল শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও আবেদনের পদ্ধতি।
ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট (NABARD)-এ সহকারি ম্যানেজার পদে নিয়োগ। আবেদন শীঘ্রই শুরু হতে চলেছে।
❒ প্রতিদিনের স্টাডি মেটেরিয়াল ও চাকরির খবর পেতে ফেসবুক পেজ ও টেলিগ্রামে যুক্ত হন:
আবেদনের তারিখ:-
আগামী ১৮ জুলাই ২০২২ থেকে NABARD গ্রেড ‘A’-এর জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ আগামী ৭ অগস্ট ২০২২।
আবেদনের লিঙ্ক:- অফিসিয়াল ওয়েবসাইট nabard.org থেকে আবেদন করা যাবে।
মোট শূন্যপদের সংখ্যা:-
NABARD-এর বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট ১৭০ টি শূন্যপদে নিয়োগ করা হবে। এর মধ্যে পল্লী উন্নয়ন ব্যাঙ্কিং সার্ভিসে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার গ্রেডের ১৬১টি, রাজভাষা সার্ভিসে ৭টি এবং প্রোটোকল অ্যান্ড সিকিউরিটি সার্ভিসে ২টি পদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা:-
ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টে আবেদনের জন্য, প্রার্থীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে ন্যূনতম ৬০% নম্বর সহ স্নাতক হতে হবে।
আবেদনের বয়সসীমা:-
প্রোটোকল এবং সিকিউরিটি সার্ভিসে গ্রেড A পদের ক্ষেত্রে বয়সসীমা ২৫ থেকে ৪০ বছর।
অন্যান্য পদের জন্য সর্বনিম্ন বয়স ২১ বছর। সর্বোচ্চ বয়স ৩০ বছর। বিস্তারিত তথ্যের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখতে পারেন।
আবেদন পদ্ধতি:-
আগামী ১৮ জুলাই থেকে ৭ অগস্ট ২০২২ পর্যন্ত অফিসিয়াল ওয়েবসাইট nabard.org- এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।