Monthly Current Affairs in Bengali | Month of November, 2022 | [PDF] Download #JobGuidee মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স |
তোমরা জানো ভালো করেই www.jobguidee.com তোমাদের প্রতিনিয়ন উন্নত মানের সম্পূর্ণ বাংলায় Daily Current Affairs দিয়ে থাকে যেগুলো WBPSC/WBCS/RAIL/SSC/WBP যেকোনো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ । আমরা তোমাদের সবসময় চেষ্টা করবো পরীক্ষা উপযোগী কারেন্ট আফফায়ার্স দেওয়ার । তার সঙ্গে অতিরিক্ত তথ্য তোমাদের দেওয়ার যাতে স্ট্যাটিক জিকে টাও তোমরা নিজেদের আয়ত্তে নিয়ে আসো ।
নভেম্বর মাস শেষ 1 থেকে 30 তারিখ পর্যন্ত Current Affairs তোমাদের দেওয়া হয়েছে যেগুলো তোমরা আমাদের ওয়েবসাইটের Current Affairs মেনু থেকে পেয়ে যাবে। আজ তোমাদের আমরা দিতে চলেছি সারা মাসের কারেন্ট আফফায়ার্স এর Monthly Pdf। এই pdf এ তোমরা পাবে November Monthly Current Affairs টি বিভাগ অনুযায়ী সাজানো এবং তারিখ অনুযায়ী One Liner ফরম্যাটে। তাই আর দেরি কেন নিচের লিঙ্কে দেওয়া pdf টা সংগ্রহ করে নাও :-
কিছু স্যাম্পেল নীচে দেওয়া হল ঃ
গুরুত্বপূর্ণ দিবস
Day পালিত হয়, এবছরের থিম – ‘Future
Normal’
⬕ প্রতি বছর 31 শে অক্টোবর থেকে 6 ই নভেম্বর পর্যন্ত সেন্ট্রাল ভিজিল্যান্স অ্যাওয়ারনেস সপ্তাহ পালিত হয়,
এবছরের থিম – ‘Corruption-free India for a developed
Nation’
⬕ প্রতি বছর 5 ই নভেম্বর বিশ্ব সুনামি
সচেতনতা দিবস পালিত হয়, এবছরের থিম – ‘Early Warning
and Early Action Before Every Tsunami’
⬕ প্রতি বছর 7 ই নম্বর জাতীয় ক্যানসার
সচেতনতা দিবস পালিত হয়
⬕ আগামী 15 ই নভেম্বর ‘জনজাতীয় গৌরব দিবস‘ পালন করতে চলেছে কেন্দ্রীয়
শিক্ষা মন্ত্রক
⬕ প্রতি বছর 8 ই নভেম্বর ওয়ার্ল্ড রেডিও
গ্রাফি দিবস পালিত হয়, এবছরের থিম – ‘Radiographers
at the Forefront of Patient Safety’
⬕ প্রতি বছর 9 ই নভেম্বর থেকে 14 ই নভেম্বর পর্যন্ত International Week of Science and Peace পালিত হয়
⬕ প্রতি বছর 10 ই নভেম্বর World
Science Day for Peace and Development পালিত হয়, এবছরের থিম – ‘Basic Sciences for Sustainable Development’
পালিত হয়, এবছরের থিম – ‘Changing Course,
Transforming Education’
⬕ প্রতি বছর 12 ই নভেম্বর বিশ্ব নিউমোনিয়া
দিবস পালিত হয়, এবছরের থিম এবং স্লোগান – ‘Peneumonia
Affects Everyone’, এছাড়াও এই দিনটি পাবলিক সার্ভিস ব্রডকাস্টিং
দিবস হিসেবে পালিত হয়
⬕ প্রতিবছর 14 ই নভেম্বর বিশ্ব ডায়াবেটিস
দিবস পালিত হয়, এবছরের থিম – ‘Access to Diabetes
Care’
⬕ গত 13 ই নভেম্বর World
Kindness Day পালিত হলো, এবছরের থিম – ‘Be
kind whenever possible’
⬕ প্রতি বছর 16 ই নভেম্বর জাতীয় প্রেস দিবস
পালিত হয়, এছাড়াও এই দিনটি International Day for
Tolerance হিসেবেও পালিত হয়
⬕ প্রতিবছর 17 ই নভেম্বর ন্যাশনাল এপিলেপ্সি দিবস পালিত হয়, এবছরের
থিম – ‘There is no NEAM without ME’, এছাড়াও এই দিনটি বিশ্ব
দর্শন দিবস হিসেবেও পালিত হয়, এবছরের থিম – ‘The
Human of the Future’
রাজেশ রঞ্জন কে নিযুক্ত করা হলো
⬕ ICAR-সুগারকেন ব্রিডিং
ইনস্টিটিউট এর প্রথম মহিলা ডিরেক্টর হিসেবে দায়িত্ব নিতে চলেছেন ড. জি হেমাপ্রভা
⬕ ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের
চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর হিসেবে অতিরিক্ত দায়িত্ব গ্রহন করলেন VR Krishna Gupta
⬕ এনার্জি এফিসিয়েন্সি সার্ভিসেস লিমিটেড (EESL) এর চিফ
এক্সিকিউটিভ অফিসার (CEO) হিসেবে বিশাল কাপুর কে নিযুক্ত করা
হলো
⬕ ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার্স অফ কমার্স এন্ড
ইন্ডাস্ট্রির (FICCI) এর প্রেসিডেন্ট পদে শুভ্রকান্ত পান্ডা কে নিযুক্ত করা
হলো
⬕ রিলায়েন্স স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্ট
লিমিটেডের (RSIL) ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর ও নন-এক্সিকিউটিভ চেয়ারম্যান
হিসেবে কে ভি কমাথ কে নিযুক্ত করা হলো
⬕ আন্তর্জাতিক হকি ফেডারেশনের প্রেসিডেন্ট পদে Tayyab Ikram কে
নির্বাচিত করা হলো, এর আগে এই পদে ছিলেন নারিন্দার বাত্রা
⬕ ন্যাশনাল মনুমেন্টস অথরিটির চেয়ারম্যান পদে
কিশোর কে বাসা কে নিযুক্ত করা হলো
⬕ 17 তম প্রবাসী ভারতীয় দিবসে
প্রধান অতিথি হতে চলেছেন গুয়ানার রাষ্ট্রপতি ড. মহম্মদ ইরফান আলী
⬕ কানাড়া ব্যাংকের নন-এক্সিকিউটিভ চেয়ারম্যান পদে
বিজয় শ্রীরাঙ্গাম এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের নন-এক্সিকিউটিভ চেয়ারম্যান পদে
কে জি অনন্তকৃষ্ণান কে নিযুক্ত করা হলো
শপথ গ্রহণ করতে চলেছেন বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়
বিচারপতি ঋতু রাজ অবস্থি কে নিযুক্ত করা হলো
⬕ অল ইন্ডিয়া রাবার ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশনের
নতুন প্রেসিডেন্ট পদে রমেশ কেজরিওয়াল কে নির্বাচিত করা হলো
⬕ সুইজারল্যান্ডের ‘ফ্রেন্ডশিপ
আম্বাসাডর‘ হলেন অলিম্পিক গোল্ড মেডেলিস্ট নীরাজ চোপড়া
⬕ মেরিল্যান্ডের লিউটেন্যান্ট গভর্নর পদের
দায়িত্ব নিলেন ভারতীয়-আমেরিকান মহিলা অরুণা মিল্লার
⬕ Bjorn Gulden কে সংস্থার চিফ
এক্সিকিউটিভ অফিসার (CEO) পদে নিযুক্ত করলো Adidas
আন্তর্জাতিক
ক্রিকেট কাউন্সিল (ICC) এর চেয়ারম্যান পদে নিউজিল্যান্ডের Greg
Barclay কে আরো 2 বছরের জন্য পুনরায় নির্বাচিত
করা হলো
⬕ স্লোভেনিয়ার প্রথম মহিলা রাষ্ট্রপতি হিসেবে Natasa Pirc Musar কে নির্বাচিত করা হলো
⬕ Navi Technologies এর ব্র্যান্ড
আম্বাসাডর পদে ভারতের প্রাক্তন ক্রিকেটার এম এস ধোনি কে নিযুক্ত করা হলো
সমস্ত পিডিএফ টি নিচের লিঙ্ক থেকে সংগ্রহ করে নাও –
File Type : PDF
File Location : Google Drive
File Size : 1 mb
No. of Pages : 13