Monthly Current Affairs in Bengali | Month of May, 2023 | [PDF] Download #JobGuidee মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স |

 

Monthly Current Affairs in Bengali | Month of May, 2023 | [PDF] Download #JobGuidee মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স |


Hello বন্ধুরা, 

                    তোমরা জানো ভালো করেই www.jobguidee.com তোমাদের প্রতিনিয়ন উন্নত মানের সম্পূর্ণ বাংলায় Daily Current Affairs দিয়ে থাকে যেগুলো WBPSC/WBCS/RAIL/SSC/WBP যেকোনো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ । আমরা তোমাদের সবসময় চেষ্টা করবো পরীক্ষা উপযোগী কারেন্ট আফফায়ার্স দেওয়ার । তার সঙ্গে অতিরিক্ত তথ্য তোমাদের দেওয়ার যাতে স্ট্যাটিক জিকে টাও তোমরা নিজেদের আয়ত্তে নিয়ে আসো ।

                    মে মাস শেষ 1 থেকে 31 তারিখ পর্যন্ত Current Affairs তোমাদের দেওয়া হয়েছে যেগুলো তোমরা আমাদের ওয়েবসাইটের Current Affairs মেনু থেকে পেয়ে যাবে। আজ তোমাদের আমরা দিতে চলেছি সারা মাসের কারেন্ট আফফায়ার্স এর Monthly Pdf। এই pdf এ তোমরা পাবে April Monthly Current Affairs টি বিভাগ অনুযায়ী সাজানো এবং তারিখ অনুযায়ী One Liner ফরম্যাটে। তাই আর দেরি কেন নিচের লিঙ্কে দেওয়া pdf টা সংগ্রহ করে নাও :-


কিছু স্যাম্পেল নীচে দেওয়া হল ঃ


গুরুত্বপূর্ণ দিবস 

প্রতি বছর 1 লা মে আন্তর্জাতিক শ্রম দিবস বা মে দিবস
পালিত হয়

প্রতি বছর 7 ই মে বিশ্ব অ্যাথলেটিকক্স দিবস পালিত হয়

 প্রতিবছর 8 ই মে বিশ্ব থ্যালাসেমিয়া
দিবস পালিত হয়
, এবছরের থিম – ‘Strengthening
Education to Bridge the Thalassaemia Care Gap’

প্রতিবছর 12 ই মে International Day of Plant
Health 2023 দিবস পালিত হয়, এবছরের থিম – ‘Plant
Health for Environmental Protection’, এছাড়া গত 11 ই মে জাতীয় টেকনোলজি দিবস পালিত হলো

গত 13 ই মে World Migratory Bird Day 2023 পালিত হলো,
এবছরের থিম – Water and its importance for Migratory Bird, এছাড়া গত 12 ই মে International Nurse Day পালিত হলো, এবছরের থিম – Our Nurses. Our
Future

প্রতিবছর 15 ই মে International Day of Families পালিত হয়,
এবছরের থিম – Demographic Trends and Families

প্রতি বছর 15 – 21 শে মে UN Global Road Safety Week পালিত হয়, থিম – sustainable transport

প্রতি বছর 16 ই মে National
Dengue Day পালিত হয়

এবার থেকে প্রতি 26 শে নভেম্বর World Sustainable Transport Day পালন
করবে বলে ঠিক করলো ইউএন জেনারেল এসেম্বলি

গত 17 ই মে ওয়ার্ল্ড হাইপারটেনশন দিবস পালিত হলো, এবছরের
থিম –
”Measure Your Blood Pressure Accurately, Control It, Live Longer’

প্রতিবছর 18 ই মে World AIDS Vaccine Day পালিত হয়

প্রতিবছর 20 শে মে World Bee Day পালিত হয়, থিম – ‘Engaging in Pollinator-Friendly Agricultural Production’,
গত 18 ই মে এ আন্তর্জাতিক মিউজিয়াম দিবস পালিত
হলো


 

 নিয়োগ সমূহ 

ব্যাংক অফ ইন্ডিয়ার নতুন ম্যানেজিং ডিরেক্টর এবং চেয়ারম্যান
হলেন
Rajneesh
Karnatak

প্যারাগুয়ের পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে Santiago Pena কে
নির্বাচিত করা হলো

আন্দামান-নিকোবর কম্যান্ডের 17 তম কম্যান্ডার-ইন-চিফ পদের দায়িত্ব নিলেন
এয়ার মার্শাল সঞ্জু বালাকৃষ্ণন

কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি পদে জাস্টিস TS Sivagnanam কে নিযুক্ত
করা হলো

Vanessa Hudson কে Qantas Airways Ltd
এর চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO) পদে নিযুক্ত
করা হলো

Margherita Della Valle কে ভোডাফোন গ্রুপের
অন্তর্বর্তীকালীন
CEO হিসেবে নিযুক্ত করা হলো

দিল্লী হাইকোর্ট বাস্কেটবল ফেডারেশন অফ ইন্ডিয়ার
অ্যাডমিনিষ্ট্রেটর পদে কর্ণাটক হাইকোর্টের প্রাক্তন বিচারপতি
P Krishna Bhat কে নিযুক্ত
করলো

Marylebone Cricket Club (MCC) এর পরবর্তী
প্রেসিডেন্ট হতে চলেছেন
Mark Nicholas

বিশ্ব ব্যাংকের 14 তম প্রেসিডেন্ট হতে চলেছেন
ভারতীয়-বংশোদ্ভূত অজয় বাঙ্গা

এটমিক এনার্জি কমিশনের নতুন চেয়ারম্যান হিসেবে BARC ডিরেক্টর এ কে
মোহান্তি কে নিযুক্ত করা হলো

বিডেন এডমিনিষ্ট্রেশনে ডোমেস্টিক পলিসি অ্যাডভাইজার হিসেবে
ভারতীয়-আমেরিকান নিরা ট্যান্ডন কে নিযুক্ত করা হলো

টেকনিক্যাল অফিসিয়ালস কমিটির সভাপতি পদে ওমার রশিদ কে
নিযুক্ত করলো ব্যাডমিন্টন এশিয়া
 

পাওয়ার ফাইন্যান্স কর্পোরেশনের পরবর্তী চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর (CMD) হতে চলেছেন পারমিন্দার চোপড়া

 কলকাতা পোর্টের
নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন রথীন্দ্র রমন
 

পরবর্তী কোল ইন্ডিয়ার প্রধান হিসেবে দায়িত্ব নিতে চলেছেন Polavarapu Mallikharjuna Prasad

প্রাক্তন NBCUniversal
অ্যাডভারটাইজিং এক্সিকিউটিভ Linda Yaccarino ট্যুইটারের
CEO পদের দায়িত্ব নিতে চলেছেন
 

ভারতে নতুন ম্যানেজিং
ডিরেক্টর হিসেবে
Karthik Balagopalan কে
নিযুক্ত করলো
Puma

রাজীব ধর কে অন্তর্বর্তীকালীন
চিফ এক্সিকিউটিভ অফিসার (
CEO) এবং ম্যানেজিং
ডিরেক্টর (
MD) পদে নিযুক্ত করলো NIIF

Gucci র প্রথম
ভারতীয় গ্লোবাল আম্বাসাডর হিসেবে আলিয়া ভাট কে নিযুক্ত করা হলো

সমস্ত পিডিএফ টি নিচের লিঙ্ক থেকে সংগ্রহ করে নাও – 

20230531 173331

File Details ::

File Type : PDF
File Location : Google Drive
File Size : 1 mb
No. of Pages : 13


Also Download :


Leave a comment