Monthly Current Affairs in Bengali | Month of May 2022 | [PDF] Download #JobGuidee মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স |

 

Monthly Current Affairs in Bengali | Month of May 2022 | [PDF] Download #JobGuidee মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স |

Monthly Current Affairs in Bengali


Hello বন্ধুরা, 

                    তোমরা জানো ভালো করেই www.jobguidee.com তোমাদের প্রতিনিয়ন উন্নত মানের সম্পূর্ণ বাংলায় Daily Current Affairs দিয়ে থাকে যেগুলো WBPSC/WBCS/RAIL/SSC/WBP যেকোনো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ । আমরা তোমাদের সবসময় চেষ্টা করবো পরীক্ষা উপযোগী কারেন্ট আফফায়ার্স দেওয়ার । তার সঙ্গে অতিরিক্ত তথ্য তোমাদের দেওয়ার যাতে স্ট্যাটিক জিকে টাও তোমরা নিজেদের আয়ত্তে নিয়ে আসো ।

                    মে মাস শেষ 1 থেকে 31 তারিখ পর্যন্ত Current Affairs তোমাদের দেওয়া হয়েছে যেগুলো তোমরা আমাদের ওয়েবসাইটের Current Affairs মেনু থেকে পেয়ে যাবে। আজ তোমাদের আমরা দিতে চলেছি সারা মাসের কারেন্ট আফফায়ার্স এর Monthly Pdf। এই pdf এ তোমরা পাবে May Monthly Current Affairs টি বিভাগ অনুযায়ী সাজানো এবং তারিখ অনুযায়ী One Liner ফরম্যাটে। তাই আর দেরি কেন নিচের লিঙ্কে দেওয়া pdf টা সংগ্রহ করে নাও :-


কিছু স্যাম্পেল নীচে দেওয়া হল ঃ


গুরুত্বপূর্ণ দিবস 

প্রতি বছর 2 রা মে World Tuna Day পালিত হয়, এছাড়াও গত 1 লা মে
আন্তর্জাতিক শ্রম দিবস এবং
World Laughter Day (মে মাসের
প্রথম রবিবার পালিত হয়) পালিত হলো

প্রতিবছর মে মাসের প্রথম মঙ্গলবার (গত 3 রা মে) World
Asthma Day পালিত হলো, এবছরের থিম – ‘Closing
Gaps in Asthma Care’, এছাড়াও গত 3 রা মে
ওয়ার্ল্ড প্রেস ফ্রীডম দিবস পালিত হলো
, এবছরের থিম – Journalism
under digital siege

প্রতিবছর 6 ই মে International No
Diet দিবস পালিত হয়, এছাড়া গত 5 ই মে World Hand Hygiene দিবস পালিত হলো, এবছরের থিম – Unity for safety: clean your hands
 
প্রতিবছর 7 ই মে বিশ্ব জুড়ে ওয়ার্ল্ড এথলেটিক্স
দিবস পালিত হয়

প্রতি বছর 8 ই মে ওয়ার্ল্ড রেড ক্রস দিবস
পালিত হয়
, এবছরের থিম – #BeHUMANKIND (Believe in the
Power of Kindness), এছাড়া এই দিনটি তে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস
পালিত হলো
, এবছরের থিম – ‘Be Aware.Share.Care:
Working with the global community as one to improve thalassemia knowledge’

প্রতিবছর 10 ই মে International
Day of Argania পালিত হয়, এবছরের থিম – ‘The
Argan tree, symbol of resilience’

প্রতিবছর 11 ই মে জাতীয় টেকনোলজি দিবস
পালিত হয়
,এবছরের থিম – ‘Integrated Approach in
Science and technology for sustainable future’

প্রতিবছর 12 ই মে আন্তর্জাতিক নার্স দিবস
পালিত হয়
, এবছরের থিম – ‘Nurses: A Voice to Lead –
Invest in Nursing and respect rights to secure global
 health’, এছাড়াও
এই দিনটি
International Day of Plant Health হিসেবেও পালিত
হয়

গত 14 ই মে বিশ্ব পরিযায়ী পাখি দিবস
পালিত হল
, এবছরের থিম – light pollution

প্রতিবছর 16 ই মে International
Day of Light পালিত হয়, এছাড়াও এই দিনটি কে International
Day of Living Together in Peace, এছাড়া গত 15 ই মে আন্তর্জাতিক পরিবার দিবস পালিত হলো, এবছরের থিম
‘Families and Urbanization’


 

 নিয়োগ সমূহ 

RBL ব্যাংকের প্রাক্তন রিটেল-চিফ
আনসুল স্বামী কে শিবালিক স্মল ফাইন্যান্স ব্যাংকের
MD-CEO পদে
নিযুক্ত করা হলো
 

প্রাক্তন আমাজন মিউজিক CEO সাহাস
মালহোত্রা কে
JioSaavn এর CEO পদে
নিযুক্ত করা হলো
 

লিউটেন্যান্ট জেনারেল বি এস রাজু কে ভারতীয়
সেনাবাহিনীর ভাইস-চিফ পদে নিযুক্ত করা হলো
 

ভারতের নতুন বিদেশ সেক্রেটারি পদের দায়িত্ব
নিলেন বিনয় মোহন কাত্রা

প্রাক্তন পেট্রোলিয়াম সেক্রেটারি তরুণ কুমার কে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপদেষ্টা পদে নিযুক্ত করা হলো
 

ভারতীয় বংশোদ্ভূত নন্দ মুলচন্দানি কে সেন্ট্রাল
ইন্টেলিজেন্স এজেন্সি (
CIA) এর প্রথম টেকনোলজি অফিসার পদে নিযুক্ত
করা হলো
 

পরবর্তী আমাজনের চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO) পদের
দায়িত্ব নিতে চলেছেন
Andy Jassy

TVS মোটর কোম্পানির ম্যানেজিং
ডিরেক্টর পদে সুদর্শন ভেনু কে নিযুক্ত করা হলো
 

এয়ার মার্শাল সঞ্জীব কাপুর ভারতীয় এয়ার ফোর্সের
(ইনস্পেকশন এন্ড সেফটি) ডিরেক্টর জেনারেল পদের দায়িত্ব গ্রহণ করলেন
 

IBM চেয়ারম্যান অরবিন্দ কৃষ্ণা
কে বোর্ড অফ ফেডারেল রিজার্ভ ব্যাংক অফ নিউইয়র্কে নির্বাচিত করা হলো
 

InterGlobe Aviation ভেঙ্কটারামানি
সুমানত্রান কে
IndiGo বোর্ডের চেয়ারম্যান পদে নিযুক্ত করলো
 

মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স এন্ড ইনফরমেশন
টেকনোলজি (
MeitY) এর নতুন সেক্রেটারি পদের দায়িত্ব নিলেন অলকেশ কুমার
শৰ্মা
 

পুস্প কুমার যোশী কে হিন্দুস্তান পেট্রোলিয়াম
কর্পোরেশন লিমিটেডের অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর পদের দায়িত্ব
দেওয়া হলো
 

সুধাংশু ধূলিয়া এবং জামশেদ বুর্জর পারদিওয়ালা
কে সুপ্রিম কোর্টের নতুন দুই বিচারপতি পদে নিযুক্ত করা হলো
, বর্তমানে
সুপ্রিমকোর্টের মোট বিচারকের সংখ্যা
34
 

ডেনমার্কের মেরিটাইম এন্টি-করাপশন নেটওয়ার্ক (MACN) এর
ভাইস-চেয়ার পদের দায়িত্ব নিতে চলেছেন ক্যাপটেন রাজেশ উন্নি
 

কোস্টারিকার রাষ্ট্রপতি পদের শপথ গ্রহণ করলেন Rodrigo Chaves 

হংকং এর পরবর্তী চিফ এক্সিকিউটিভ পদে John Lee Ka-Chiu কে নির্বাচিত করা হলো, এর আগে এই পদে ছিলেন Carrie
Lam

সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (SEBI) Environmental, Social
and Governance (ESG) এর উপর বিশেষ একটি উপদেষ্টা কমিটি গঠন করলো,
এটির সভাপতিত্ব করবেন Navneet Munot
 

 দক্ষিণ কোরিয়ার নতুন রাষ্ট্রপতি পদে শপথ গ্রহণ করলেন Yoon Suk-yeol 

পরবর্তী মুখ্য নির্বাচন কমিশনার পদে রাজীব
কুমার কে নিযুক্ত করা হলো
 

এয়ার ইন্ডিয়ার চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO)
ম্যানেজিং ডিরেক্টর (
MD) পদে Campbell Wilson কে নিযুক্ত করা হলো

প্রথম ভারতীয় হিসেবে Louis Vuitton এর ব্র্যান্ড আম্বাসাডর হলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন

ফিলিপিন্স এর রাষ্ট্রপতি নির্বাচন 2022 জিতলেন Marcos
Junior
 

নবরত্ন কোম্পানি REC Limited এর
চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর (
CMD) পদে রাভিন্দর সিং
ধিলন কে নিযুক্ত করা হলো
 

কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (CII) এর
প্রেসিডেন্ট পদে বাজাজ ফিনসার্ভ লিমিটেডের চেয়ারম্যান সঞ্জীব বাজাজ কে নিযুক্ত করা
হলো

ত্রিপুরার নতুন মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব
নিলেন মানিক সাহা
, এর আগে এই পদে ছিলেন বিপ্লব কুমার দেব 

ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক রাজীব রঞ্জন ও
শ্রীকান্ত পট্টনায়েক কে এক্সিকিউটিভ ডিরেক্টর পদে নিযুক্ত করলো
 

 আইএএস অফিসার Vivek Kumar Dewangen কে REC
Ltd এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত করা হলো
 

30 বছরের ইতিহাসে ফ্রান্সের
প্রথমবার মহিলা রাষ্ট্রপতি হলেন
Elisabeth Borne
 

সোমালিয়ার নতুন রাষ্ট্রপতি পদে হাসান শেখ কে
নির্বাচিত করা হলো


US এর ন্যাশনাল একাডেমী অফ
সায়েন্সেস এ ড: কমল বাওয়া কে নির্বাচিত করা হলো
  
 

সমস্ত পিডিএফ টি নিচের লিঙ্ক থেকে সংগ্রহ করে নাও – 


20220531 165517

File Details ::

File Type : PDF
File Location : Google Drive
File Size : 800 kb
No. of Pages : 14


Also Download :


Leave a comment