Monthly Current Affairs in Bengali | Month of March, 2023 | [PDF] Download #JobGuidee মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স |

 

Monthly Current Affairs in Bengali | Month of March, 2023 | [PDF] Download #JobGuidee মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স |

Monthly Current Affairs in Bengali


Hello বন্ধুরা, 

                    তোমরা জানো ভালো করেই www.jobguidee.com তোমাদের প্রতিনিয়ন উন্নত মানের সম্পূর্ণ বাংলায় Daily Current Affairs দিয়ে থাকে যেগুলো WBPSC/WBCS/RAIL/SSC/WBP যেকোনো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ । আমরা তোমাদের সবসময় চেষ্টা করবো পরীক্ষা উপযোগী কারেন্ট আফফায়ার্স দেওয়ার । তার সঙ্গে অতিরিক্ত তথ্য তোমাদের দেওয়ার যাতে স্ট্যাটিক জিকে টাও তোমরা নিজেদের আয়ত্তে নিয়ে আসো ।

                    মার্চ মাস শেষ 1 থেকে 31 তারিখ পর্যন্ত Current Affairs তোমাদের দেওয়া হয়েছে যেগুলো তোমরা আমাদের ওয়েবসাইটের Current Affairs মেনু থেকে পেয়ে যাবে। আজ তোমাদের আমরা দিতে চলেছি সারা মাসের কারেন্ট আফফায়ার্স এর Monthly Pdf। এই pdf এ তোমরা পাবে March Monthly Current Affairs টি বিভাগ অনুযায়ী সাজানো এবং তারিখ অনুযায়ী One Liner ফরম্যাটে। তাই আর দেরি কেন নিচের লিঙ্কে দেওয়া pdf টা সংগ্রহ করে নাও :-


কিছু স্যাম্পেল নীচে দেওয়া হল ঃ


গুরুত্বপূর্ণ দিবস 

প্রতিবছর 1 লা মার্চ Zero
Discrimination Day পালিত হয়, এবছরের থিম – ‘Save
lives: Decriminalise’

প্রতি বছর 4 ই মার্চ জাতীয় সেফটি দিবস
পালিত হয়
, এবছরের থিম – ‘Our Aim – Zero Harm’, এছাড়া এই দিনটি তে বিশ্ব স্থূলতা দিবসও পালিত হয়, এবছরের
থিম –
‘Changing Perspectives: Let’s Talk About Obesity’

7 ই মার্চ পঞ্চম জন ঔষধি দিবস
পালিত হল
, এবছরের থিম – Jan Aushadhi – Sasti bhi
Acchi bhi

প্রতিবছর 8 ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস
পালিত হয়
, এবছরের থিম – ‘DigitALL: Innovation and
technology for gender equality’

গত 8 মার্চ No Smoking Day পালিত হলো, এবছরের থিম – ‘Stopping smoking
improves your brain health’

গত 9 ই মার্চ বিশ্ব কিডনি দিবস
পালিত হলো
, এবছরের থিম – ‘Kidney Health for Everyone
– Preparing for the Unexpected, Supporting the Vulnerable’

প্রতিবছর 14 ই মার্চ International
Day of Action of Rivers পালিত হয়, এবছরের থিম
‘Rights of Rivers’

প্রতিবছর
14 ই মার্চ International
Day of Mathematics
বা Pi
Day
পালিত হয়, এবছরের থিম
‘Mathematics for Everyone’

প্রতিবছর 15 ই মার্চ বিশ্ব গ্রাহক অধিকার
দিবস পালিত হয়
, এবছরের থিম – ‘Empowering Consumers
Through Clean Energy Transitions’

প্রতি বছর 16 ই মার্চ ন্যাশনাল ভ্যাকসিনেশন
দিবস পালন করা হয়
 
প্রতিবছর 18 ই মার্চ গ্লোবাল রিসাইক্লিং দিবস পালিত হয়,
এবছরের থিম – ‘Creative Innovation’
 
গত 17 ই মার্চ বিশ্ব ঘুম দিবস পালিত হলো,
এবছরের থিম – ‘Sleep is Essential for Health’

প্রতি বছর 20 ই মার্চ ওয়ার্ল্ড ওরাল হেল্থ দিবস পালিত
হয়
, এবছরের থিম – ‘Be Proud of Your Mouth’, এছাড়াও এই দিনটি International Day of Happiness হিসেবেও
পালিত হয়
, এবছরের থিম – ‘Be Mindful, Be Grateful, Be
Kind’


 

 নিয়োগ সমূহ 

GIL-Chemicals Business এর চিফ
এক্সিকিউটিভ অফিসার-
Designate পদে বিশাল শর্মা কে নিযুক্ত
করা হলো
 

প্রেস ইনফরমেশন ব্যুরো এর প্রিন্সিপাল ডিরেক্টর
জেনারেল পদে রাজেশ মালহোত্রা কে নিযুক্ত করা হলো

নাইজিরিয়ার নতুন রাষ্ট্রপতি হিসেবে Bola Tinubu কে
নির্বাচিত করা হলো

আদানি গ্রুপের উপর Hindenburg রিপোর্ট
পর্যবেক্ষণ করতে সুপ্রিম কোর্ট একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করলো
, যার প্রধান হলেন বিচারপতি AM Sapre

সেন্ট্রাল ইলেক্ট্রিসিটি রেগুলেটরি কমিশনের
নতুন চেয়ারপার্সন হিসেবে জিষ্ণু বড়ুয়া কে নিযুক্ত করা হলো

আইপিএস অফিসার রেশমি শুক্লা কে সশস্ত্র সীমা বল
এর ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত করা হলো

ভারতীয় পুরুষ হকি দলের প্রধান কোচ হিসেবে Craig Fulton কে
নিযুক্ত করা হলো

Pramerica Life Insurance এর
ম্যানেজিং ডিরেক্টর (
MD) এবং চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO)
পদে পঙ্কজ গুপ্ত কে নিযুক্ত করা হলো

নতুন কন্ট্রোলার জেনারেল অফ একাউন্টস হিসেবে
দায়িত্ব নিলেন এস এস দুবে

দ্বিতীয়বারের জন্য মেঘালয়ের মুখ্যমন্ত্রী
হিসেবে শপথ নিলেন কনরাড সাংমা
 

স্যাভলন ইন্ডিয়া ক্রিকেটার সচিন টেন্ডুলকার কে
বিশ্বের প্রথম
‘Hand Ambassador’ হিসেবে নিযুক্ত করলো

ত্রিপুরার 13 তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ
গ্রহণ করলেন মানিক সাহা
 

2023
Laureate of The Pritzker Architecture Prize হিসেবে Sir
David Chipperfield কে নির্বাচিত করা হলো

নিউইয়র্ক কোর্টে প্রথম ভারতীয়-আমেরিকান
বিচারপতি হলেন অরুণ সুব্রামনিয়ান

তৃতীয়বারের জন্য চীনের রাষ্ট্রপতি হিসেবে
দায়িত্ব নিলেন
Xi Jinping 

কাতারের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শেখ
মোহাম্মদ কে নিযুক্ত করলো আমির তামিম

প্রথম মহিলা হিসেবে গ্রুপ ক্যাপ্টেন শালিজা
ধামি ফ্রন্টলাইন
IAF কমব্যাট ইউনিট কে নেতৃত্ব দিতে চলেছে

নেপালের তৃতীয় রাষ্ট্রপতি হিসেবে রাম চন্দ্র
পাউডেল কে নির্বাচিত করা হলো

অ্যাক্সিস মিউচুয়াল ফান্ডের ম্যানেজিং ডিরেক্টর
(
MD)
এবং চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO) পদে B
Gopkumar কে নিযুক্ত করা হলো

সমস্ত পিডিএফ টি নিচের লিঙ্ক থেকে সংগ্রহ করে নাও – 

20230331 170529

File Details ::

File Type : PDF
File Location : Google Drive
File Size : 1 mb
No. of Pages : 12


Also Download :


Leave a comment