Monthly Current Affairs in Bengali | Month of June 2022 | [PDF] Download #JobGuidee মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স |

 

Monthly Current Affairs in Bengali | Month of June 2022 | [PDF] Download #JobGuidee মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স |


Hello বন্ধুরা, 

                    তোমরা জানো ভালো করেই www.jobguidee.com তোমাদের প্রতিনিয়ন উন্নত মানের সম্পূর্ণ বাংলায় Daily Current Affairs দিয়ে থাকে যেগুলো WBPSC/WBCS/RAIL/SSC/WBP যেকোনো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ । আমরা তোমাদের সবসময় চেষ্টা করবো পরীক্ষা উপযোগী কারেন্ট আফফায়ার্স দেওয়ার । তার সঙ্গে অতিরিক্ত তথ্য তোমাদের দেওয়ার যাতে স্ট্যাটিক জিকে টাও তোমরা নিজেদের আয়ত্তে নিয়ে আসো ।

                    জুন মাস শেষ 1 থেকে 30 তারিখ পর্যন্ত Current Affairs তোমাদের দেওয়া হয়েছে যেগুলো তোমরা আমাদের ওয়েবসাইটের Current Affairs মেনু থেকে পেয়ে যাবে। আজ তোমাদের আমরা দিতে চলেছি সারা মাসের কারেন্ট আফফায়ার্স এর Monthly Pdf। এই pdf এ তোমরা পাবে June Monthly Current Affairs টি বিভাগ অনুযায়ী সাজানো এবং তারিখ অনুযায়ী One Liner ফরম্যাটে। তাই আর দেরি কেন নিচের লিঙ্কে দেওয়া pdf টা সংগ্রহ করে নাও :-


কিছু স্যাম্পেল নীচে দেওয়া হল ঃ


গুরুত্বপূর্ণ দিবস 

প্রতি বছর 1 লা জুন Global Day of
Parents পালিত হয়, এবছরের থিম – ‘Family
Awareness’, এছাড়াও এই দিনটি বিশ্ব দুগ্ধ দিবস হিসেবেও পালিত হয়

গত 3 রা জুন বিশ্ব বাইসাইকেল দিবস (World
Bicycle Day) পালিত হলো

এবছরের 5 ই জুন 50 তম বিশ্ব পরিবেশ দিবস পালিত হলো, এবছরের থিম – ‘Only
One Earth’
 

প্রতিবছর 7 ই জুন ওয়ার্ল্ড ফুড সেফটি দিবস
পালিত হয়
, এবছরের থিম – ‘Safer food, better health’

প্রতিবছর 8 ই জুন World Ocean দিবস পালিত হয়, এবছরের থিম – “Revitalization:
collective action for the ocean”

প্রতিবছর 9 ই জুন World
Accreditation দিবস পালিত হয়, এবছরের থিম –
Accreditation: Sustainability in Ecinomic Growth and the
Environment”

প্রতিবছর 12 ই জুন বিশ্ব শিশু শ্রম বিরোধী
দিবস (
World Day Against Child Labour) পালিত হয়, এবছরের থিম – ‘Universal Social Protection to End Child Labour’

প্রতিবছর 13 ই জুন International
Albinism Awareness দিবস পালিত হয়, এবছরের থিম
‘United in making our voice heard’

প্রতিবছর 15 ই জুন বিশ্ব বায়ু দিবস (Global
Wind Day) পালিত হয়, এবছরের থিম – celebrate
to enjoy the benefits of Wind energy and providing education to the individuals
about the power and potential of wind energy to change the world

প্রতিবছর 16 ই জুন The
International Day of Family Remittances পালিত হয়, এবছরের থিম – 
Remittances: recovery and resilience through
digital and financial inclusion

প্রতিবছর 17 ই জুন World Day to
Combat Desertification and Drought পালিত হয়, এবছরের থিম – ‘Rising up from drought together’

প্রতিবছর 18 ই জুন International
Day for Countering Hate Speech পালিত হয়, এবছরের
রেজোলিউশন –
‘promoting inter-religious and intercultural dialogue and
tolerance in countering hate speech’, এছাড়াও এই দিনটি Sustainable
Gastronomy Day এবং International Picnic Day পালিত
হয়

ন্যাশনাল কমিশন ফর প্রটেকশন অফ চাইল্ড রাইটস (NCPCR) 12 – 20 ই জুন ‘Elimination of Child Labour Week’ পালন করছে 

প্রতি বছর 20 ই জুন বিশ্ব রিফিউজি দিবস
পালিত হয়
, এবছরের থিম – Together we heal, learn and
shine

প্রতি বছর 21 শে জুন আন্তর্জাতিক যোগা দিবস
পালিত হয়
, এবছরের থিম – ‘Yoga for Humanity’, এছাড়াও এই দিনটি ওয়ার্ল্ড মিউজিক দিবস পালিত হয়, এবছরের
থিম –
‘Music on the intersections’

প্রতি বছর 23 শে জুন International
Widows’ Day পালিত হয়, এবছরের থিম – ‘Sustainable
Solutions for Widows Financial Independence’, এছাড়াও এই দিনটি তে
আন্তর্জাতিক অলিম্পিক দিবস পালিত হয়
, এবছরের থিম – ‘Together
For A Peaceful World’
 

প্রতিবছর 25 শে জুন International
Day of Seafarers পালিত হয়, এবছরের থিম – Seafarers:
at the core of shipping’s future

প্রতি বছর 26 শে জুন International
Day against Drug Abuse and Illicit Trafficking বা ওয়ার্ল্ড ড্রাগ
দিবস পালিত হয়
, এবছরের থিম – ‘Addressing drug
challenges in health and humanitarian crises’

প্রতি বছর 30 শে জুন World Asteroid
Day পালিত হয়, এবছরের থিম – ‘small is
beautuful’, এছাড়াও এই তারিখে International Day of
Parliamentarism পালিত হয়, এছাড়া গত 29
জুন ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স দিবস পালিত হলো, এবছরের থিম – ‘Data for Sustainable Development’


 

 নিয়োগ সমূহ 

ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টারের ডিরেক্টর
জেনারেল পদে রাজেশ গেরা কে নিযুক্ত করা হলো
 

প্রাক্তন SBI এক্সিকিউটিভ নটরঞ্জন সুন্দর
কে ন্যাশনাল অ্যাসেটস রিকনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডের (
NARCL) MD CEO পদে নিযুক্ত করা হলো

ব্যাংক অফ ইংল্যান্ড এর মনেটারি প্যানেলে
ভারতীয় বংশোদ্ভূত একাডেমিক ড: স্বাতী ধিঙরা কে নিযুক্ত করা হলো
 

আইপিএস অফিসার S L Thaosen কে সশস্ত্র সীমা বল
(
SSB) – এর ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত করা হলো
 

The Meta এর নতুন চিফ অপারেটিং
অফিসার পদের
  দায়িত্ব নিতে
চলেছেন
Javier Olivan, আগে এই পদে ছিলেন Sheryl
Sandberg
 

মার্কেট রেগুলেটর SEBI এর Whole
Time Member হিসেবে দায়িত্ব নিলেন SBI এর
প্রাক্তন
MD অশ্বিনী ভাটিয়া
 

পাঞ্জাব এন্ড সিন্ধ ব্যাংক লিমিটেডের ম্যানেজিং
ডিরেক্টর (
MD) ও চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO) এস কৃষ্ণান
অবসর গ্রহণ করলেন
 

কানাড়া ব্যাংকের এক্সিকিউটিভ ডিরেক্টর A Manimekhalai কে ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়ার নতুন MD CEO পদে নিযুক্ত করা হলো, এর আগে এই পদে ছিলেন , এর আগে এই পদে ছিলেন রাজকিরণ রাই জি

পাঞ্জাব এন্ড সিন্ধ ব্যাংকের MD CEO
পদের দায়িত্ব নিলেন স্বরূপ কুমার সাহা, এর আগে
এই পদে ছিলেন এস কৃষ্ণান

সিনিয়র আইপিএস অফিসার জুলফিকার হাসান কে ব্যুরো
অফ সিভিল এভিয়েশন সিকিউরিটি (
BCAS) এর ডিরেক্টর-জেনারেল পদে
নিযুক্ত করা হলো
 

আলবেনিয়ার নতুন রাষ্ট্রপতি পদে মেজর বাজিরাম
বেগজ কে নির্বাচিত করা হলো

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার (SBI) ম্যানেজিং
ডিরেক্টর পদের দায়িত্ব নিলেন আলোক কুমার চৌধুরী
 

ইন্টারন্যাশনাল এলুমিনিয়াম ইনস্টিটিউট এর নতুন
চেয়ারম্যান পদের দায়িত্ব নিতে চলেছেন সতীশ পাই

IMF এর এশিয়া এন্ড প্যাসিফিক
ডিপার্টমেন্টের (
APD) ডিরেক্টর পদে ভারতের কৃষ্ণা শ্রীনিবাসন
কে নিযুক্ত করা হলো
, এর আগে এই পদে ছিলেন Changyong
Rhee

ইন্দো-ইউকে কালচার প্লাটফর্মের আম্বাসাডর পদে
ভারতের বিখ্যাত সংগীতশিল্পী এ আর রহমান কে নিযুক্ত করা হলো
 

প্রসার ভারতী এর CEO মায়াঙ্ক
কুমার কে দুরদর্শন ও দুরদর্শন নিউজের (
DD) ডিরেক্টর পদের অতিরিক্ত
দায়িত্ব দেওয়া হলো

ভারতীয় ডিপ্লোম্যাট আমানদ্বীপ সিং গিল কে ইউএন
চিফের এনভয় অন টেকনোলজি পদে নিযুক্ত করা হলো
 

RBL ব্যাংকের MD CEO পদে R Subramaniakumar কে
নিযুক্ত করলো ভারতীয় রিজার্ভ ব্যাংক
 

ইউনাইটেড নেশন্স এর আন্ডার সেক্রেটারি জেনারেল
পদে বাংলাদেশের রাবাব ফাতিমা কে নিযুক্ত করা হলো
, এর আগে এই পদে ছিলেন Courtenay
Rattray

MGNREGA (মহাত্মা গান্ধী
ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিম) ওমবাডসমান হিসেবে এন জি ওঝা কে
নিযুক্ত করা হলো

US রাষ্ট্রপতির সায়েন্স
অ্যাডভাইজার পদে আরতি প্রভাকর কে নিযুক্ত করা হলো
, এর আগে এই
পদে ছিলেন
Eric Lander
 

কর্ণাটকের লোকায়ুক্ত পদে শপথ গ্রহণ করলেন রাজ্য
হাইকোর্টের প্রাক্তন বিচারপতি বি এস পাটিল

2022-23 বর্ষের জন্য সেলুলার
অপারেটর
স এসোসিয়েশন অফ ইন্ডিয়ার (COAI) চেয়ারপার্সন পদে প্রমোদ কে মিত্তল কে নিযুক্ত করা হলো
 

প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়ার (PCI) প্রধান
পদের দায়িত্ব নিতে চলেছেন সুপ্রিমকোর্টের প্রাক্তন বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাই

সোমালিয়ার রাষ্ট্রপতি পদে Hamza Abdi Barre কে নিযুক্ত করা হলো 

ইন্দো-আমেরিকান Sowmyanarayan Sampath কে Verizon
Business এর CEO পদে নিযুক্ত করা হলো
 

ভারতীয় রিজার্ভ ব্যাংকের সেন্ট্রাল বোর্ডে
আনন্দ মাহিন্দ্রা
, পঙ্কজ আর প্যাটেল এবং ভেনু শ্রীনিবাসন কে
নিযুক্ত করা হলো
 

উত্তরাখণ্ড হাইকোর্টের প্রধান বিচারপতি পদে
ভিপিন সাংঘাই কে
, তেলেঙ্গানা হাইকোর্টের প্রধান বিচারপতি পদে
উজ্জ্বল ভুয়ান কে
, হিমাচল প্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি
পদে আমজাদ এহতেশাম সায়েদ কে
, রাজস্থান হাইকোর্টের প্রধান
বিচারপতি পদে শিনদে সাম্ভাজি শিবাজী কে এবং গৌহাটি হাইকোর্টের বিচারপতি পদে রাশমিন
এম ছায়া কে নিযুক্ত করা হলো
 

সম্মিলিত জাতিপুঞ্জে (UN) ভারতের
স্থায়ী প্রতিনিধি পদে রুচিরা কম্বোজ কে নিযুক্ত করা হলো
, এর
আগে এই পদে ছিলেন
TS Tirumurti
 

ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির (NIA) ডিরেক্টর
জেনারেল পদে আইপিএস অফিসার দিনকার গুপ্ত কে নিযুক্ত করা হলো
 

কলম্বিয়ার রাষ্ট্রপতি পদে Gustavo Petro কে নির্বাচিত করা হলো 

AIFF অ্যাডভাইজারি কমিটির
চেয়ারম্যান পদে রঞ্জিত বাজাজ কে নিযুক্ত করা হলো
 

Gift City তে NDB এর ইন্ডিয়া রিজিওনাল অফিসে ড: ডি জে পান্ডিয়ান কে নিযুক্ত করা হলো 

ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল ক্রিকেটার্স
এসোসিয়েশনের (
FICA) প্রথম মহিলা প্রেসিডেন্ট হিসেবে Lisa Sthalekar কে নিযুক্ত করা হলো

ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টারের প্রেসিডেন্ট
পদে প্রাক্তন বিদেশ সেক্রেটারি শ্যাম সরন কে নিযুক্ত করা হলো

বোম্বে স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান পদে এস এস
মুন্দ্রা কে নিযুক্ত করা হলো
, এর আগে এই পদে ছিলেন বিক্রমজিত
সেন
 

নীতি আয়োগের নতুন CEO হতে
চলেছেন
Parameswaran Iyer, এর আগে এই পদে ছিলেন অমিতাভ কান্ত
 

ইন্ডিয়ান অলিম্পিক এসোসিয়েশনের (IOA) অন্তর্বর্তীকালীন
প্রেসিডেন্ট পদে অনিল খান্না কে নিযুক্ত করা হলো
 

ইন্টেলিজেন্স ব্যুরো (IB) এর নতুন
ডিরেক্টর পদে তপন কুমার ডেকা কে নিযুক্ত করা হলো
 

রিসার্চ এন্ড অ্যানালিসিস উইং (RAW) এর চিফ
পদে সামান্ত কুমার গোয়েল কে পুনরায় নিযুক্ত করা হলো
 

ইন্টারন্যাশনাল ওয়েটলিফটিং ফেডারেশনের (IWF) প্রেসিডেন্ট
পদে মহম্মদ জালুদ কে নিযুক্ত করা হলো
 

সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস (CBDT) এর নতুন
চেয়ারম্যান হিসেবে আইআরএস অফিসার নিতিন গুপ্ত কে নিযুক্ত করা হলো

মুকেশ আম্বানির পদত্যাগের পর নতুন জিও
চেয়ারম্যান হলেন আকাশ আম্বানি
  
 
 

সমস্ত পিডিএফ টি নিচের লিঙ্ক থেকে সংগ্রহ করে নাও – 

20220630 180602

File Details ::

File Type : PDF
File Location : Google Drive
File Size : 800 kb
No. of Pages : 14


Also Download :


Leave a comment